সুলতান মেলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা


প্রকাশিত: ০৮:৫৩ এএম, ১৮ জানুয়ারি ২০১৭

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯২তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে অনুষ্ঠিত সুলতান মেলার ৪র্থদিন আজ বুধবার।

এদিন বেলা সাড়ে ১১টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা।

প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা নাছিমা খাতুন, এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু, এস এম সুলতান বেঙ্গল আর্ট মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অশোক কুমার শীল, এস এম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি মো. হানিফ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় মোট ৪টি গ্রুপে ৫ শতাধিক শিশু অংশগ্রহণ করেছে।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।