ভিডিও EN
  1. Home/
  2. কৃষি ও প্রকৃতি

পরিবারের পুষ্টি চাহিদা মেটায় মাসুদ-মুন্নীর ছাদ বাগান

জেলা প্রতিনিধি | বরগুনা | প্রকাশিত: ১২:২৯ পিএম, ১৮ জানুয়ারি ২০২৩

এখন শহরের বড় বড় ভবনের ছাদে বনায়ন হচ্ছে। এ যেন সবুজের সমারোহে পরিবারের পুষ্টি চাহিদা মেটানো। তাই তো শখের বশে হলেও তৈরি হচ্ছে সবুজ ছাদ বাগান।

নগরায়নের ফলে ভবনের ছাদে করা হচ্ছে এসব শখের কৃষি খামার। শখের হলেও ভবনের ছাদকে ফেলে না রেখে পুষ্টি চাহিদা মেটাতে মৌসুমভিত্তিক শীতকালীন সবজির মনোমুগ্ধকর ছাদ বাগান তৈরি করেছেন তারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বরগুনা পৌর শহরের কলেজ রোড এলাকায় নিজ ভবনের ছাদে জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির মো. আল- মাসুদ করিম ও তার স্ত্রী অক্সফোর্ড স্কুলের পরিচালক মোসা. খাদিজা আক্তার মুন্নি এ উদ্যোগ নিয়েছেন।

আরও পড়ুন: ১০ হাজার অর্কিড সংগ্রহ করেছেন রানা

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভবনের ১৬৮০ স্কয়ার ফিটের ছাদে বিভিন্ন টব ও প্লাস্টিকের স্ট্রাকচারের মধ্যে জৈবপ্রযুক্তি নির্ভর রাসায়নিক কীটনাশকমুক্ত শীতকালীন সবজি চাষ করছেন তারা। এতে টমেটো, বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, মরিচ, পেঁয়াজ, রসুন, কলমিশাক, লালশাক, বিটরুটসহ বিভিন্ন জাতের সবজি চাষ করা হয়েছে। এ ছাড়াও আছে ড্রাগন, কমলা, আমলকি, বরই, মাল্টা, পুদিনাপাতাসহ বিভিন্ন প্রজাতির ফুল গাছ।

পরিবারের পুষ্টি চাহিদা মেটায় মাসুদ-মুন্নীর ছাদ বাগান

বিজ্ঞাপন

মোসা. খাদিজা আক্তার মুন্নী বলেন, ‘ছাদ বাগানের সবজির স্বাদ অতুলনীয়। কারণ জৈবপ্রযুক্তিতে উৎপাদন হয় এসব সবজি। গাছে পোকার আক্রমণ হলে নিমপাতা, ছাই, মেহগনি ফলের রস স্প্রে করা হয়। বারো মাস মৌসুম ভিত্তিক সবজি চাষ করার জন্য পাইপের মাধ্যমে চাহিদা ভিত্তিক সেচ দিয়ে থাকি।’

মো. আল-মাসুদ করিম বলেন, ‘নিজেদের অবসর সময়কে কাজে লাগিয়ে গাছগুলোর যত্ন করছি নিজের সন্তানের মতো। প্রতিদিন ছাদে আসতে না পারলে সেদিন মনে হয় যেন আমার দিনটি ভালো কাটে না। যথাযথ পরিশ্রম করে পরিচর্যার মাধ্যমে মৌসুমি ফল ও সবজি নিজের গাছ থেকেই খেতে পারছি।’

পরিবারের পুষ্টি চাহিদা মেটায় মাসুদ-মুন্নীর ছাদ বাগান

বিজ্ঞাপন

আরও পড়ুন: একটুখানি সবুজের ছোঁয়া

প্রকৃতিপ্রেমী সাংবাদিক অ্যাডভোকেট সোহেল হাফিজ বলেন, ‘মাটির অস্তিত্ব দিন দিন কমে যাচ্ছে। ফলে ছাদ বাগান ও বেলকনিতে শখের বশে অনেকে সবজি ও ফুলের চাষ করছেন। এ ক্ষেত্রে ছাদ বাগানে মৌসুমভিত্তিক সবজি চাষ করা হলে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে ব্যাপক ভূমিকা রাখবে।’

বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু সৈয়দ মো. জোবায়দুল আলম বলেন, ‘ছাদ বাগান তৈরির ক্ষেত্রে বেশ কয়েকটি দিক লক্ষ্য রাখা উচিত। ছাদটি মজবুত কি না। ওজন বহন করার মতো সক্ষমতা আছে কি না। সেচ দেওয়ার মতো পানির ব্যবস্থা আছে কি না। এমনকি পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে কি না। এ ছাড়া ছাদ বাগান তৈরির জন্য দৃঢ় মনোবল ও সঠিক পরিকল্পনা দরকার।’

বিজ্ঞাপন

এসইউ/জেআইএম

আরও পড়ুন

বিজ্ঞাপন