ডাকসু নির্বাচন
শেষ দিনে মনোনয়ন ফরম নিলেন ৪৪২ প্রার্থী, মোট ৫৬৫
সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। ছবি: জাগো নিউজ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে বিভিন্ন পদে ৪৪২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ৫৬৫ জনে।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং অফিসারের অফিস কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- আরও পড়ুন:
- ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম কিনলেন ছাত্রদল নেতা জিসান
- ফরম সংগ্রহ করলেন এনসিপির মাহিন, স্বাধীন বাংলার খালিদ
- ডাকসুতে বামপন্থি দলগুলোর জোটের ভিপি প্রার্থী ইমি-জিএস মেঘমল্লার
ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, আজ মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ৪৪২ জন শিক্ষার্থী ফরম সংগ্রহ করেছেন। এছাড়া ১৮টি হল থেকে হল সংসদ নির্বাচনে মোট ১ হাজার ২২৬ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ছাত্রদল নেতা তানভীর বারী হামিমের আচরণবিধি লঙ্ঘন নিয়ে তিনি বলেন, আমরা আসলে আচরণবিধির সেরকম লঙ্ঘন পাইনি। সবাই সর্বোচ্চ ৫ জন করে সমর্থক নিয়ে এসেছেন। আমরা তাদের বলেছি লবিতে স্লোগান না দিতে।
এফএআর/এনএইচআর/জেআইএম