ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধায় দুই প্রার্থীর সংঘর্ষে একজন নিহত

প্রকাশিত: ০৬:৫৫ এএম, ০২ জুন ২০১৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে আবদুল খালেক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া সংঘর্ষে দুই চেয়ারম্যান প্রার্থীসহ ১০ জন আহত হয়েছেন।

গোবিন্দগঞ্জ সাপমারা ইউনিয়নের খামারপাড়া এলাকায় বুধবার রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবদুল খালেক গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের হরিপুর গ্রামের মো. নান্দু মিয়ার ছেলে।

এলাকাবাসী জানান, বুধবার রাতে সাপমারা ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন সর্দার ও আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাকিল আলম বুলবুল নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে তর্ক বিতর্কের এক পর্যায়ে  বিরোধে জড়িয়ে পড়েন।

পরে উভয়ের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তোফাজ্জল হোসেন ও শাকিল আলম বুলবুলসহ ১০ জন আহত হন। এছাড়া এ সময় উভয়ের নির্বাচনী অফিস ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
 
রাতে এ সংঘর্ষের পর বৃহস্পতিবার সকালে খামারপাড়া এলাকার একটি জমিতে আবদুল খালেকের মরদেহ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরে তারা বিষয়টি থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করেছে।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, আবদুল খালেকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

অমিত দাশ/এফএ/আরআইপি

আরও পড়ুন