এইচএসসির ফলে ফের তলানিতে যশোর বোর্ড
এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডের ফলাফলে নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে। কমেছে পাসের হার ও জিপিএ-৫। ৯টি সাধারণ বোর্ডের মধ্যে গতবারের মতো এবারও এই বোর্ডের অবস্থান অষ্টম। এ বছর (২০২৫) যশোর বোর্ডে পাসের হার ৫০ দশমিক ২০ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৯৯৫ জন শিক্ষার্থী।
গত বছর (২০২৪) যশোর বোর্ডে পাসের হার ছিল ৬৪ দশমিক ২৯ ভাগ। জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৭৪৯ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় পাসের হার কমেছে ১৪ শতাংশের বেশি ও জিপিএ-৫ কমেছে প্রায় চার হাজার।
পাসের হারের দিক থেকে এ বছরের ফলাফল সাধারণ ৯টি শিক্ষাবোর্ডের মধ্যে ৮ম। গতবছরও এই অবস্থানে ছিল যশোর বোর্ড। আর পাসের হার ৪৮ দশমিক ৮৬ ভাগ নিয়ে সর্বনিম্ন অবস্থানে কুমিল্লা বোর্ড। অথচ যশোর বোর্ড ২০২১ সালে বোর্ডসেরা অবস্থানে ছিল।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত ফলাফলে যশোর বোর্ডের এই চিত্র উঠে এসেছে। বোর্ড কর্তৃপক্ষ বলছে, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের রাজপথে থাকা ও ইংরেজিতে অনুত্তীর্ণের হার বেড়ে যাওয়ায় বোর্ডের সার্বিক ফলাফলে এর প্রভাব পড়েছে।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোসাম্মৎ আসমা বেগম বলেন, বিগত জুলাই আন্দোলনে এই শিক্ষার্থীরা দীর্ঘসময় রাজপথে ছিল। এ কারণে তাদের প্রস্তুতিতে ঘাটতি ছিল। পাশাপাশি এ বছর এইচএসসি পরীক্ষার্থীদের ৪৫ দশমিক ১৮ শতাংশ ইংরেজিতে অনুত্তীর্ণ হয়েছে। এই প্রভাব পড়েছে সার্বিক ফলাফলে। আগামীতে বোর্ডের ফলাফল ভালো করার জন্য পদক্ষেপ নেব।
তবে তিনি আরও দাবি করেন, ইতোপূর্বে পাসের হার বেশি দেখানোর জন্য বোর্ডগুলোর মধ্যে অসুস্থ প্রতিযোগিতা ছিল, এখন তা নেই। আগে অতিমূল্যায়ন, অবমূল্যায়ন হতো, এখন তা হচ্ছে না। ফলে এটিই ফলাফলের প্রকৃত চিত্র।
যশোর বোর্ডের প্রকাশিত ফলাফল থেকে জানা যায়, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ড থেকে এক লাখ ১২ হাজার ৫৭৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৬ হাজার ৫০৯ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ২৪ হাজার ৯০১ জন এবং ছাত্রী ৩১ হাজার ৬০৮ জন। পাসের হার ৫০ দশমিক ২০। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৯৯৫ জন। বহিষ্কৃত হয়েছে ২৬ জন।
যশোর শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর যশোর বোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে ২১ হাজার ১৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৫ হাজার ৯৩১ জন। পাসের হার ৭৫ দশমিক ২২ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৩৮১ জন। মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ৭৮ হাজার ৯৯৯ জন। উত্তীর্ণ হয়েছে ৩৪ হাজার ৩ জন। পাসের হার ৪৩ দশমিক ৪ ভাগ। এই বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৭৯ জন। ব্যবসায় শিক্ষা বিভাগের ১২ হাজার ৩৯৫ জন ছাত্র ছাত্রীর মধ্যে পাস করেছে ৬ হাজার ৫৭৫ জন। পাসের হার ৪৮ দশমিক ৪৭ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৪৩৫ জন ছাত্র ছাত্রী।
এবারের ফলাফলের চিত্র তুলে ধরে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোসাম্মৎ আসমা বেগম বলেন, চব্বিশের জুলাই আন্দোলনে এই শিক্ষার্থীরা দীর্ঘ সময় রাজপথে ছিল। আন্দোলন সংগ্রামের কারণে তাদের পড়াশোনা ও প্রস্তুতিতে ঘাটতি ছিল। এছাড়া নকলমুক্ত, সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। ভেন্যুপ্রথা বাতিল করা হয়েছে। ফলে শিক্ষার্থীরা কোনো অনৈতিক সুবিধা গ্রহণ করতে পারেনি। পাশাপাশি এবছর এইচএসসি পরীক্ষার্থীদের ৪৫ দশমিক ১৮ শতাংশ ইংরেজিতে অনুত্তীর্ণ হয়েছে। এইসব কারণে সার্বিক ফলাফলে প্রভাব পড়েছে। তবে আগামীতে বোর্ডের ফলাফল ভালো করার জন্য তারা পদক্ষেপ নেবেন বলে উল্লেখ করেছেন।
তিনি আরও উল্লেখ করেন, পরীক্ষায় ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের শ্রেণিকক্ষে যথাযথ পাঠদান এবং অভিভাবকদের সচেতনতা ও তদারকি জরুরি।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আব্দুল মতিন বলেন, অন্যান্য বোর্ডের তুলনায় যশোর বোর্ডের ফলাফল খারাপ হয়েছে। বিশেষ করে ইংরেজিতে দুর্বলতা কাটিয়ে উঠতে স্কুল ও কলেজ পর্যায়ে ভালো ইংরেজি শিক্ষক দরকার। বিষয়টি প্রতি গুরুত্ব দিয়ে ইংরেজি শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতেও পদক্ষেপ নেওয়া জরুরি।
২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ড থেকে এক লাখ ২২ হাজার ৫১১ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে উত্তীর্ণ হয়েছিল ৭৮ হাজার ৭৬৪ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৩৬ হাজার ২৪৭ জন এবং ছাত্রী ৪২ হাজার ৫১৭ জন। পাসের হার ছিল ৬৪ দশমিক ২৯। জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৭৪৯ জন। বহিষ্কৃত হয়েছিল ১৩ জন।
২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ড থেকে এক লাখ ৯ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে উত্তীর্ণ হয়েছিল ৭৬ হাজার ৬১৬ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৩৫ হাজার ৮৮৫ জন এবং ছাত্রী ৪০ হাজার ৭৩১ জন। পাসের হার ছিল ৬৯ দশমিক ৮৮। জিপিএ-৫ পেয়েছিল ৮ হাজার ১২২ জন। বহিষ্কৃত হয়েছিল ২৭ জন।
২০২২ সালের এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ড থেকে ৯৮ হাজার ২৬৯ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে উত্তীর্ণ হয় ৮২ হাজার ৫০১ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৪০ হাজার ৮২১ জন এবং ছাত্রী ৪১ হাজার ৬৮০ জন। পাসের হার ছিল ৮৩ দশমিক ৯৫। জিপিএ-৫ পেয়েছিল ১৮ হাজার ৭০৩ জন। বহিষ্কৃত হয়েছিল ৯ জন।
২০২১ সালের এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ড থেকে ১ লাখ ২৮ হাজার ১৬৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে উত্তীর্ণ হয়েছিল ১ লাখ ২৫ হাজার ৭৪১ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৬৪ হাজার ১০৬ জন এবং ছাত্রী ৬১ হাজার ৬৩৫ জন। পাসের হার ছিল ৯৮ দশমিক ১১। জিপিএ-৫ পেয়েছিল ২০ হাজার ৮৭৮ জন। এই ফলাফলে ২০২১ সালে যশোর বোর্ড দেশসেরা অবস্থান অর্জন করেছিল।
আর ২০২০ সালে করোনা মহামারির কারণে এইচএসসি পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি। কোভিড-১৯ জনিত বৈরী পরিস্থিতির কারণে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত ‘এইচএসসি পরীক্ষার ফলাফল প্রণয়ন সংক্রান্ত পরামর্শক কমিটি’র সুপারিশ অনুসারে এবং বোর্ড কমিটির অনুমোদন সাপেক্ষে ফলাফল প্রকাশ করা হয়। ওই পরীক্ষার জন্য ২০২০ সালে যশোর বোর্ড থেকে ১ লাখ ২১ হাজার ৫২৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিল। করোনা ভাইরাসের কারণে পরীক্ষা গ্রহণ সম্ভব না হওয়ায় ঘোষণা অনুযায়ী এদের সবাইকে উত্তীর্ণ করা হয়। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ছিল ৬১ হাজার ৭৬১ জন এবং ছাত্রী ৫৯ হাজার ৭৬৭ জন। জিপিএ-৫ পেয়েছিল ১২ হাজার ৮৯২ জন।
এর আগে ২০১৯ সালে যশোর বোর্ড থেকে ১ লাখ ২৬ হাজার ২২৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে উত্তীর্ণ হয়েছিল ৯৫ হাজার ৪৯৫ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৪৭ হাজার ৪৪২ জন এবং ছাত্রী ৪৮ হাজার ৫৩ জন। পাসের হার ছিল ৭৫ দশমিক ৬৫। জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৩১২ জন। বহিষ্কৃত হয়েছিল ৬০জন।
২০১৮ এই বোর্ড থেকে ১ লাখ ৯ হাজার ৬৯২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে উত্তীর্ণ হয়েছিল ৬৬ হাজার ২৫৮ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ছিল ৩১ হাজার ৬৫২ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৬০৬ জন। পাসের হার ছিল ৬০ দশমিক ৪০। জিপিএ-৫ পেয়েছিল ২ হাজার ৮৯ জন। বহিষ্কৃত হয়েছিল ৪৭ জন।
২০১৭ সালে এই বোর্ড থেকে ৯৫ হাজার ৬৯২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে উত্তীর্ণ হয়েছিল ৬৭ হাজার ২ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৩৩ হাজার ৮০৮ জন এবং ছাত্রী ৩৩ হাজার ১৯৪ জন। পাসের হার ছিল ৭০ দশমিক ০২। জিপিএ-৫ পেয়েছিল ২ হাজার ৪৪৭ জন। বহিষ্কৃত হয়েছিল ৫৬ জন।
২০১৬ সালে এই বোর্ড থেকে ১ লাখ ৩০ হাজার ৫৭২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছিল ১ লাখ ৮ হাজার ৯২৯ জন। পাশের হার ছিল ৮৩ দশমিক ৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৫৮৬ জন। পরীক্ষায় বহিষ্কৃত হয়েছিল ৮১ হন।
মিলন রহমান/এমএন/জেআইএম
টাইমলাইন
- ০৯:১৯ এএম, ১৮ অক্টোবর ২০২৫ ছাত্ররা বিদেশমুখী ছাত্রীরা বিবাহিত, পাস করেনি কলেজের কেউ
- ০৮:৩০ পিএম, ১৭ অক্টোবর ২০২৫ হাফেজা যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- ০৯:৪০ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ ফল বিপর্যয়ের নেপথ্যে বোর্ডের ‘পলিসি’ ও শিক্ষার্থীদের দুর্বল ভিত
- ০৯:২৮ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ নাটোরে ১০ কলেজের সবাই ফেল
- ০৮:৩০ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ সিডনিতে এইচএসসি পরীক্ষা শুরু
- ০৭:৫৯ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ এবার ভর্তিযুদ্ধ, পাবলিক বিশ্ববিদ্যালয় ঘিরে ‘লড়াই’
- ০৭:২৪ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ ফলাফলে দেশসেরা তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা
- ০৭:১২ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ শেরপুরে দুই প্রতিষ্ঠানের সবাই ফেল
- ০৬:৫১ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ লক্ষ্মীপুরে ৩ কলেজে শতভাগ ফেল
- ০৬:২৮ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ দুই কলেজে শিক্ষার্থী তিনজন, পাস করেননি কেউ
- ০৬:০৩ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ পাস করলেন মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া সায়মা-লাবনী
- ০৫:১৩ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ ও পাসের হারে শীর্ষে রংপুর
- ০৪:৪৩ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ কুমিল্লা বোর্ডে ৯ শিক্ষাপ্রতিষ্ঠানের একজনও পাস করেনি
- ০৪:৩০ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ রাজবাড়ীর ৪ কলেজে পাস করেনি কোনো পরীক্ষার্থী
- ০৪:২২ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ মাহবুবুর রহমান মোল্লা কলেজে পাসের হার ৯৯.৬৫ শতাংশ
- ০৩:৫২ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ ১২ ক্যাডেট কলেজের ৫৮৭ শিক্ষার্থী পেয়েছেন জিপিএ-৫, পাস শতভাগ
- ০৩:৪২ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ নেত্রকোনার ৪ কলেজের কেউ পাস করেনি
- ০৩:২১ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ প্রশ্ন ও খাতা দেখার ধারা চেঞ্জ হওয়ায় প্রকৃত মেধার মূল্যায়ন হয়েছে
- ০৩:১২ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ ন্যায্য নম্বর দিয়ে সততাকে বেছে নিয়েছি: শিক্ষা উপদেষ্টা
- ০২:৫৭ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা
- ০২:৩৭ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ রাজনৈতিক বিবেচনায় শিক্ষা বোর্ডে অযোগ্যরা, ভুল পলিসিতে ফল বিপর্যয়
- ০২:৩২ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ ৭ জেলায় পাসের হার ৫০ শতাংশের নিচে, ফেলে শীর্ষে গোপালগঞ্জ
- ০১:৫৬ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ মানবিকে অর্ধেকের বেশি ফেল, ৫৭ শতাংশই ছাত্র
- ০১:১৯ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ ভালো-খারাপ বলবো না, এটাই বাস্তব ফল: ঢাকা বোর্ড চেয়ারম্যান
- ০১:১২ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ ২০ বছরের ইতিহাসে এইচএসসিতে সর্বনিম্ন ফল, যা বলছেন বিশ্লেষকরা
- ১২:৫৪ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ এইচএসসির ফলে ফের তলানিতে যশোর বোর্ড
- ১২:২৬ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ বরিশালে পাসের হার কমেছে ১৯ শতাংশ
- ১২:২৩ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ ইংরেজি-উচ্চতর গণিতে ফল বিপর্যয়ে কুমিল্লায় এইচএসসিতে ধস
- ১১:৫৫ এএম, ১৬ অক্টোবর ২০২৫ পানিতে ডুবে ছেলের মৃত্যু, ফল জানতে এসে জিপিএ-৫ দেখে কাঁদলেন বাবা
- ১১:৫১ এএম, ১৬ অক্টোবর ২০২৫ নটরডেমে পাসের হার ৯৯.৬০, জিপিএ-৫ পেয়েছেন ২৪৫৪
- ১১:৪৭ এএম, ১৬ অক্টোবর ২০২৫ ভিকারুননিসায় পাসের হার ৯৭.৫৬, জিপিএ-৫ এ ধস
- ১১:৪২ এএম, ১৬ অক্টোবর ২০২৫ ইংরেজির ধাক্কায় এইচএসসিতে ভয়াবহ ফল বিপর্যয়
- ১১:২৭ এএম, ১৬ অক্টোবর ২০২৫ রাজউক উত্তরা মডেলে পাসের হার ৯৯.৯৪ শতাংশ
- ১১:২৪ এএম, ১৬ অক্টোবর ২০২৫ চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২.৫৭ শতাংশ
- ১১:১৬ এএম, ১৬ অক্টোবর ২০২৫ এবার শতভাগ পাসের শিক্ষাপ্রতিষ্ঠান কমেছে ১০৪৩টি
- ১১:১৫ এএম, ১৬ অক্টোবর ২০২৫ ফেল করেছেন সেই আনিসা
- ১১:১৪ এএম, ১৬ অক্টোবর ২০২৫ দিনাজপুরে কমেছে পাসের হার ও জিপিএ-৫
- ১১:০৬ এএম, ১৬ অক্টোবর ২০২৫ পাঁচ বছরে সবচেয়ে খারাপ ফলাফল সিলেটে, পাসের হার ৫১.৮৬ শতাংশ
- ১১:০৫ এএম, ১৬ অক্টোবর ২০২৫ বিদেশ কেন্দ্রে পাসের হার ৯৫.৮৮ শতাংশ, ফেল ১২
- ১১:০২ এএম, ১৬ অক্টোবর ২০২৫ পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড, পিছিয়ে কুমিল্লা
- ১০:৪৪ এএম, ১৬ অক্টোবর ২০২৫ সাত বছরে সর্বনিম্ন পাসের হার রাজশাহীতে
- ১০:২৯ এএম, ১৬ অক্টোবর ২০২৫ এইচএসসিতে ২০২ শিক্ষাপ্রতিষ্ঠানে সবাই ফেল
- ১০:২৮ এএম, ১৬ অক্টোবর ২০২৫ পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে ছাত্রীরা
- ১০:২০ এএম, ১৬ অক্টোবর ২০২৫ এইচএসসিতে ফেল ৫ লাখেরও বেশি পরীক্ষার্থী
- ১০:১৫ এএম, ১৬ অক্টোবর ২০২৫ কারিগরিতে পাসের হার ৬২.৬৭ শতাংশ, জিপিএ-৫ পেলেন ১৬১০ জন
- ১০:১৩ এএম, ১৬ অক্টোবর ২০২৫ আলিমে পাসের হার ৭৫.৬১ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪২৬৮ জন
- ১০:১১ এএম, ১৬ অক্টোবর ২০২৫ এইচএসসিতে পাসের হার ৫৮.৮৩ শতাংশ
- ১০:০৭ এএম, ১৬ অক্টোবর ২০২৫ অর্ধেকেরও নিচে নেমেছে এইচএসসিতে জিপিএ-৫
- ০৯:৫৮ এএম, ১৬ অক্টোবর ২০২৫ এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হারে ধস
- ০৮:২৮ এএম, ১৬ অক্টোবর ২০২৫ মোবাইলে সব পরীক্ষার্থীকে ফল পৌঁছে দেবে শুধু যশোর বোর্ড
- ০৮:১০ এএম, ১৬ অক্টোবর ২০২৫ এইচএসসি: কোন বোর্ডের ফল পেতে কীভাবে এসএমএস
- ০৮:০২ এএম, ১৬ অক্টোবর ২০২৫ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে মানতে হবে ৯ নিয়ম
- ০৭:৫৬ এএম, ১৬ অক্টোবর ২০২৫ পরীক্ষার্থী খারাপ ফল করলে বাবা-মা-শিক্ষকের করণীয়
- ০৭:৫৩ এএম, ১৬ অক্টোবর ২০২৫ এইচএসসির খাতা চ্যালেঞ্জে নতুন নিয়ম, জেনে নিন কীভাবে
- ০৭:৪৯ এএম, ১৬ অক্টোবর ২০২৫ এইচএসসি পরীক্ষার ফল দেখা যাবে যেভাবে
- ০৭:৪৪ এএম, ১৬ অক্টোবর ২০২৫ ব্যতিক্রম হতে পারে এবারের এইচএসসির ফল
- ০৭:২৭ এএম, ১৬ অক্টোবর ২০২৫ কেমন ছিল বিগত ৫ বছরের এইচএসসি ফল
- ০৭:২০ এএম, ১৬ অক্টোবর ২০২৫ এইচএসসির ফল আজ, অপেক্ষা ফুরোচ্ছে সাড়ে ১২ লাখ পরীক্ষার্থীর