ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

এবার ভর্তিযুদ্ধ, পাবলিক বিশ্ববিদ্যালয় ঘিরে ‘লড়াই’

আল-আমিন হাসান আদিব | প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ১৬ অক্টোবর ২০২৫

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল এবার তুলনামূলক খারাপ হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৬৯ হাজার ৯৭ জন। পাসের হার কমেছে প্রায় ১৮ শতাংশ আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭৬ হাজার ৮১৪ জন।

নিম্নমুখী এমন ফলাফলে অনেক শিক্ষার্থীর মন খারাপ। অনেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে শঙ্কায় পড়েছেন। কারণ এইচএসসির পর এবার ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তির চ্যালেঞ্জ শিক্ষার্থীদের সামনে। সেখানে রীতিমতো ভর্তিযুদ্ধে নামতে হবে তাদের।

যদিও সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল এবং ডেন্টাল কলেজগুলোতে উচ্চশিক্ষার স্তরে প্রায় ১৩ লাখের মতো আসন রয়েছে। এবার পাস করেছেন মাত্র ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন শিক্ষার্থী। সেই হিসাবে ৬ লাখেরও বেশি আসন ফাঁকা পড়ে থাকবে।

ইউজিসির তথ্যমতে, দেশে বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৫টি। তবে শিক্ষা কার্যক্রম চালু রয়েছে এমন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৩টি। এসব বিশ্ববিদ্যালয়ে সবমিলিয়ে ৫০ হাজারের মতো ভর্তিযোগ্য আসন রয়েছে। সরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল মিলিয়ে ভর্তিযোগ্য আসন প্রায় পাঁচ হাজার। মূলত এ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তিতে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে।

নিম্নমুখী ফলাফলের বছরে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীও কমেছে। মাত্র ৬৯ হাজার ৯৭ জন জিপিএ-৫ পেয়েছেন। তবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে আসন রয়েছে, তাতে শুধু জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরাও সবাই সেখানে ভর্তির সুযোগ পাবেন না।

তবে ভর্তি পরীক্ষায় জিপিএ কম পাওয়া অনেক শিক্ষার্থীও প্রস্তুতি ভালো নিয়ে চান্স পেয়ে যান। সেক্ষেত্রে অনেক জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ হবে না।

এদিকে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাইরেও জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মতো সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেখানে প্রায় ১২ লাখ আসন রয়েছে। ফলে সবমিলিয়ে সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যে ১৩ লাখ আসন রয়েছে, তার অর্ধেকের বেশি ফাঁকা থাকবে।

শিক্ষার্থীদের টার্গেট ২০-২২টি বিশ্ববিদ্যালয়

বুয়েট, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম জাহাঙ্গীরনগর, জগন্নাথ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ ২০-২২ বিশ্ববিদ্যালয়ের দিকে নজর শিক্ষার্থীদের। তারা এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নিজেদের প্রস্তুত করছেন। স্বল্প যে আসন রয়েছে এসব জায়গায়, তাতে জায়গা করে নিতে মরিয়া।

আরও পড়ুন
পাবলিক বিশ্ববিদ্যালয়ে সিট পাবে না জিপিএ-৫ পাওয়া লাখো শিক্ষার্থী
নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে ‘সংকট’
ভালো ফলেও উচ্চশিক্ষায় ‘বাধা’ ভর্তিযুদ্ধ

নটর ডেম কলেজ থেকে এবার বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেছেন নাজমুল ইসলাম। তিনি জাগো নিউজকে বলেন, প্রত্যাশা ছিল গোল্ডেন জিপিএ-৫। কিন্তু সেটা হলো না। এক বিষয়ে এ প্লাস মার্কস না পাওয়ায় গোল্ডেন হাতছাড়া হয়ে গেছে। এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছি। প্রথম টার্গেট বুয়েট। এখানে না হলে ঢাবি অথবা কুয়েট-চুয়েট চেষ্টা করবো।’

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৪.৬০ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তাসনিম মিতু। তিনি মানবিকের শিক্ষার্থী। তার প্রথম টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়। সেখানে না হলে রাজশাহী, জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চেষ্টা করবেন। মিতু বলেন, ‘ফ্যামিলি যেহেতু ঢাকা থাকে, আমি সেজন্য ঢাবিতে বেশি চেষ্টা করবো। না হলে তখন অন্যগুলোতেও চেষ্টা করবো।’

বেসরকারি বিশ্ববিদ্যালয়-মেডিকেলে ভর্তির সুযোগ

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেলেও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজসহ অন্যান্য বেসরকারি উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

ইউজিসির তথ্য অনুযায়ী, পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের বাইরে প্রাইভেট মেডিকেল কলেজে ৬ হাজার ৩৪০টি, প্রাইভেট ডেন্টাল কলেজে ১ হাজার ৩৫০টি, আর্মড ফোর্স মেডিকেল কলেজে ৩৫০টি আসন রয়েছে।

এছাড়া শিক্ষা কার্যক্রম চালু থাকা শতাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সে ১ লাখ ৮৬ হাজার ৮৯৯টি, পাস কোর্সে ১ হাজার ১৬০টি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজে ২৩ হাজার ৬৩০টি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২৬৪ কলেজে অনার্সে ৪ লাখ ৩৬ হাজার ২৮৫টি, পাস কোর্সে ৪ লাখ ২১ হাজার ৯৯০টি আসন রয়েছে।

অন্যদিকে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন মাদরাসায় ৬৪ হাজার ৫২৯টি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ৮৭ হাজার ৫৯৩টি, ইঞ্জিনিয়ারিং কলেজে ৭২০টি, টেক্সটাইল কলেজে ৭২০টি, মেরিন কলেজে ৬৬০টি, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ৩ হাজার ৭৯০টি, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন বাংলাদেশে ৮০০টি, নার্সিং ও মিডওয়াইফারিতে ৫ হাজার ৬০০টি আসন রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. হাফিজুর রহমান বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে আসন সংখ্যা সীমিত থাকায় শিক্ষার্থীদের রীতিমতো লড়াই করতে হয়। সবাই যে আসন পাবে, তাও কিন্তু নয়। এই সীমাবদ্ধতার কথা বিবেচনা করে পাবলিকের বাইরের প্রতিষ্ঠানগুলোতেও শিক্ষার্থীদের পড়াশোনা করতে হবে। তবে সরকারের উচিত হবে সেই শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষার মান নিশ্চিত করা, যেন শিক্ষার্থীরা দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।

এএএইচ/এমআরএম/এমএস

টাইমলাইন

  1. ০৯:১৯ এএম, ১৮ অক্টোবর ২০২৫ ছাত্ররা বিদেশমুখী ছাত্রীরা বিবাহিত, পাস করেনি কলেজের কেউ
  2. ০৮:৩০ পিএম, ১৭ অক্টোবর ২০২৫ হাফেজা যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
  3. ০৯:৪০ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ ফল বিপর্যয়ের নেপথ্যে বোর্ডের ‘পলিসি’ ও শিক্ষার্থীদের দুর্বল ভিত
  4. ০৯:২৮ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ নাটোরে ১০ কলেজের সবাই ফেল
  5. ০৮:৩০ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ সিডনিতে এইচএসসি পরীক্ষা শুরু
  6. ০৭:৫৯ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ এবার ভর্তিযুদ্ধ, পাবলিক বিশ্ববিদ্যালয় ঘিরে ‘লড়াই’
  7. ০৭:২৪ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ ফলাফলে দেশসেরা তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা
  8. ০৭:১২ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ শেরপুরে দুই প্রতিষ্ঠানের সবাই ফেল
  9. ০৬:৫১ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ লক্ষ্মীপুরে ৩ কলেজে শতভাগ ফেল
  10. ০৬:২৮ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ দুই কলেজে শিক্ষার্থী তিনজন, পাস করেননি কেউ
  11. ০৬:০৩ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ পাস করলেন মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া সায়মা-লাবনী
  12. ০৫:১৩ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ ও পাসের হারে শীর্ষে রংপুর
  13. ০৪:৪৩ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ কুমিল্লা বোর্ডে ৯ শিক্ষাপ্রতিষ্ঠানের একজনও পাস করেনি
  14. ০৪:৩০ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ রাজবাড়ীর ৪ কলেজে পাস করেনি কোনো পরীক্ষার্থী
  15. ০৪:২২ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ মাহবুবুর রহমান মোল্লা কলেজে পাসের হার ৯৯.৬৫ শতাংশ
  16. ০৩:৫২ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ ১২ ক্যাডেট কলেজের ৫৮৭ শিক্ষার্থী পেয়েছেন জিপিএ-৫, পাস শতভাগ
  17. ০৩:৪২ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ নেত্রকোনার ৪ কলেজের কেউ পাস করেনি
  18. ০৩:২১ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ প্রশ্ন ও খাতা দেখার ধারা চেঞ্জ হওয়ায় প্রকৃত মেধার মূল্যায়ন হয়েছে
  19. ০৩:১২ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ ন্যায্য নম্বর দিয়ে সততাকে বেছে নিয়েছি: শিক্ষা উপদেষ্টা
  20. ০২:৫৭ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা
  21. ০২:৩৭ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ রাজনৈতিক বিবেচনায় শিক্ষা বোর্ডে অযোগ্যরা, ভুল পলিসিতে ফল বিপর্যয়
  22. ০২:৩২ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ ৭ জেলায় পাসের হার ৫০ শতাংশের নিচে, ফেলে শীর্ষে গোপালগঞ্জ
  23. ০১:৫৬ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ মানবিকে অর্ধেকের বেশি ফেল, ৫৭ শতাংশই ছাত্র
  24. ০১:১৯ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ ভালো-খারাপ বলবো না, এটাই বাস্তব ফল: ঢাকা বোর্ড চেয়ারম্যান
  25. ০১:১২ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ ২০ বছরের ইতিহাসে এইচএসসিতে সর্বনিম্ন ফল, যা বলছেন বিশ্লেষকরা
  26. ১২:৫৪ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ এইচএসসির ফলে ফের তলানিতে যশোর বোর্ড
  27. ১২:২৬ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ বরিশালে পাসের হার কমেছে ১৯ শতাংশ
  28. ১২:২৩ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ ইংরেজি-উচ্চতর গণিতে ফল বিপর্যয়ে কুমিল্লায় এইচএসসিতে ধস
  29. ১১:৫৫ এএম, ১৬ অক্টোবর ২০২৫ পানিতে ডুবে ছেলের মৃত্যু, ফল জানতে এসে জিপিএ-৫ দেখে কাঁদলেন বাবা
  30. ১১:৫১ এএম, ১৬ অক্টোবর ২০২৫ নটরডেমে পাসের হার ৯৯.৬০, জিপিএ-৫ পেয়েছেন ২৪৫৪
  31. ১১:৪৭ এএম, ১৬ অক্টোবর ২০২৫ ভিকারুননিসায় পাসের হার ৯৭.৫৬, জিপিএ-৫ এ ধস
  32. ১১:৪২ এএম, ১৬ অক্টোবর ২০২৫ ইংরেজির ধাক্কায় এইচএসসিতে ভয়াবহ ফল বিপর্যয়
  33. ১১:২৭ এএম, ১৬ অক্টোবর ২০২৫ রাজউক উত্তরা মডেলে পাসের হার ৯৯.৯৪ শতাংশ
  34. ১১:২৪ এএম, ১৬ অক্টোবর ২০২৫ চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২.৫৭ শতাংশ
  35. ১১:১৬ এএম, ১৬ অক্টোবর ২০২৫ এবার শতভাগ পাসের শিক্ষাপ্রতিষ্ঠান কমেছে ১০৪৩টি
  36. ১১:১৫ এএম, ১৬ অক্টোবর ২০২৫ ফেল করেছেন সেই আনিসা
  37. ১১:১৪ এএম, ১৬ অক্টোবর ২০২৫ দিনাজপুরে কমেছে পাসের হার ও জিপিএ-৫
  38. ১১:০৬ এএম, ১৬ অক্টোবর ২০২৫ পাঁচ বছরে সবচেয়ে খারাপ ফলাফল সিলেটে, পাসের হার ৫১.৮৬ শতাংশ
  39. ১১:০৫ এএম, ১৬ অক্টোবর ২০২৫ বিদেশ কেন্দ্রে পাসের হার ৯৫.৮৮ শতাংশ, ফেল ১২
  40. ১১:০২ এএম, ১৬ অক্টোবর ২০২৫ পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড, পিছিয়ে কুমিল্লা
  41. ১০:৪৪ এএম, ১৬ অক্টোবর ২০২৫ সাত বছরে সর্বনিম্ন পাসের হার রাজশাহীতে
  42. ১০:২৯ এএম, ১৬ অক্টোবর ২০২৫ এইচএসসিতে ২০২ শিক্ষাপ্রতিষ্ঠানে সবাই ফেল
  43. ১০:২৮ এএম, ১৬ অক্টোবর ২০২৫ পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে ছাত্রীরা
  44. ১০:২০ এএম, ১৬ অক্টোবর ২০২৫ এইচএসসিতে ফেল ৫ লাখেরও বেশি পরীক্ষার্থী
  45. ১০:১৫ এএম, ১৬ অক্টোবর ২০২৫ কারিগরিতে পাসের হার ৬২.৬৭ শতাংশ, জিপিএ-৫ পেলেন ১৬১০ জন
  46. ১০:১৩ এএম, ১৬ অক্টোবর ২০২৫ আলিমে পাসের হার ৭৫.৬১ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪২৬৮ জন
  47. ১০:১১ এএম, ১৬ অক্টোবর ২০২৫ এইচএসসিতে পাসের হার ৫৮.৮৩ শতাংশ
  48. ১০:০৭ এএম, ১৬ অক্টোবর ২০২৫ অর্ধেকেরও নিচে নেমেছে এইচএসসিতে জিপিএ-৫
  49. ০৯:৫৮ এএম, ১৬ অক্টোবর ২০২৫ এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হারে ধস
  50. ০৮:২৮ এএম, ১৬ অক্টোবর ২০২৫ মোবাইলে সব পরীক্ষার্থীকে ফল পৌঁছে দেবে শুধু যশোর বোর্ড
  51. ০৮:১০ এএম, ১৬ অক্টোবর ২০২৫ এইচএসসি: কোন বোর্ডের ফল পেতে কীভাবে এসএমএস
  52. ০৮:০২ এএম, ১৬ অক্টোবর ২০২৫ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে মানতে হবে ৯ নিয়ম
  53. ০৭:৫৬ এএম, ১৬ অক্টোবর ২০২৫ পরীক্ষার্থী খারাপ ফল করলে বাবা-মা-শিক্ষকের করণীয়
  54. ০৭:৫৩ এএম, ১৬ অক্টোবর ২০২৫ এইচএসসির খাতা চ্যালেঞ্জে নতুন নিয়ম, জেনে নিন কীভাবে
  55. ০৭:৪৯ এএম, ১৬ অক্টোবর ২০২৫ এইচএসসি পরীক্ষার ফল দেখা যাবে যেভাবে
  56. ০৭:৪৪ এএম, ১৬ অক্টোবর ২০২৫ ব্যতিক্রম হতে পারে এবারের এইচএসসির ফল
  57. ০৭:২৭ এএম, ১৬ অক্টোবর ২০২৫ কেমন ছিল বিগত ৫ বছরের এইচএসসি ফল
  58. ০৭:২০ এএম, ১৬ অক্টোবর ২০২৫ এইচএসসির ফল আজ, অপেক্ষা ফুরোচ্ছে সাড়ে ১২ লাখ পরীক্ষার্থীর