ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

কেমন ছিল বিগত ৫ বছরের এইচএসসি ফল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:২৭ এএম, ১৬ অক্টোবর ২০২৫

এইচএসসি ও সমমান পরীক্ষার বিগত পাঁচ বছরের ফলাফলে ব্যাপক উল্লম্ফন ছিল। করোনাভাইরাস ও জুলাই আন্দোলনের কারণে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত কখনই সব বিষয়ে পূর্ণ নম্বরের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। সংক্ষিপ্ত সিলেবাস, কম বিষয়ের ওপর পরীক্ষা হওয়ায় পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার ছড়াছড়ি ছিল।

তবে এবার সব বিষয়ে পূর্ণ নম্বর, পূর্ণ সময় ও পূর্ণ সিলেবাসে পরীক্ষা হওয়ায় ফলাফল ব্যতিক্রম হতে পারে বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। ব্যতিক্রম ফলাফল হওয়ার এমন গুঞ্জনের সময়ে এক নজরে দেখা নিয়ে যেতে পারে বিগত পাঁচ বছরের এইচএসসির ফলাফল।

অটোপাসের বছর ছিল ২০২০
করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সবাইকে পাস করিয়ে দেওয়া হয়। যেটিকে ‘অটোপাস’ বলা হয়ে থাকে। ফলাফল প্রস্তুতের ক্ষেত্রে বিগত বছরের এসএসসির ফল বিবেচনা নেওয়া হয়।

ওই বছর এইচএসসি ও সমমান পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন। এরমধ্য জিপিএ-৫ পান ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন পরীক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ১১ দশমিক ৮৩ শতাংশ।

সংক্ষিপ্ত সিলেবাসে ২০২১ সালের এইচএসসি
সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া ২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। এতে পাস করে ৯৫ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ-৫ পান ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন, যা উত্তীর্ণের মোট সংখ্যার ১৩ দশমিক ৭৯ শতাংশ। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পান ১ লাখ ৭৮ হাজার ৫২২ জন।

২০২২ সালেও সংক্ষিপ্ত সিলেবাস, পাসের হার ৮৫.৯৫
২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষাও হয় সংক্ষিপ্ত সিলেবাসে। এতে গড় পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ, যা আগের বছরের চেয়ে ৯ দশমিক ৩১ শতাংশ কম। ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পান ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন।

পাসের হার কমে ২০২৩ সালে
২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪। আগের বছরের চেয়ে পাসের হার কমে ৭ দশমিক ৩১ শতাংশ। ১১টি শিক্ষা বোর্ডে ১৩ লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পান ৯২ হাজার ৫৯৫ জন। আগের বছরের চেয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী কমে ৮৩ হাজার ৬৮৭ জন।

জুলাই আন্দোলনের বছরেও ‘অস্বাভাবিকতা’
গণঅভ্যুত্থানের কারণে ২০২৪ সালে কয়েকটি বিষয়ে পরীক্ষা না হওয়ায় সাবজেক্ট ম্যাপিং করে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল দেওয়া হয়। এ বছর ৯টি সাধারণ ও মাদরাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ।

২০২৪ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পান ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। সেই হিসেবে ২০২৩ সালের চেয়ে ২০২৪ সালে জিপিএ-৫ পাওয়ার সংখ্যা বাড়ে ৫৩ হাজার ৫৪৬ জন।

কেমন হবে এবারের ফল?
পাঁচ বছর পর এবার স্বাভাবিক ধারায় ফিরছে এইচএসসি ও সমমান পরীক্ষা। সব বিষয়ে পূর্ণমান, পূর্ণ সময় ও পূর্ণ সিলেবাসে এবার পরীক্ষা নেওয়া হয়েছে। পাশাপাশি ‘সহায়নুভূতির’ নম্বরও না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর প্রভাব পড়ছে ফলাফলে। এসএসসির পর এইচএসসিতেও এবার নিম্নমুখী ফলাফল হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা সংশ্লিষ্টরা।

জানতে চাইলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জাগো নিউজকে বলেন, ‘ফল প্রকাশের পরই বলা যাবে কেমন হবে; আগে বলা তো সম্ভব নয়। তবে এবার পূর্ণ সময়, পূর্ণমান ও পূর্ণ সিলেবাসে স্বাভাবিক ধারায় পরীক্ষা হয়েছে। সেক্ষেত্রে করোনাকালে যেমন ফলাফল হয়েছিল, তার চেয়ে ব্যতিক্রম হতে পারে। তবে সেটা ফল প্রকাশের পরই বোঝা যাবে।’

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেন ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ ছাত্রী। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা হয়। তবে এ পরীক্ষায় প্রায় ২৭ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। ফলে ফলাফলের অপেক্ষায় রয়েছেন সোয়া ১২ লাখেরও কিছু বেশি শিক্ষার্থী।

এএএইচ/এমকেআর

টাইমলাইন

  1. ০৯:১৯ এএম, ১৮ অক্টোবর ২০২৫ ছাত্ররা বিদেশমুখী ছাত্রীরা বিবাহিত, পাস করেনি কলেজের কেউ
  2. ০৮:৩০ পিএম, ১৭ অক্টোবর ২০২৫ হাফেজা যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
  3. ০৯:৪০ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ ফল বিপর্যয়ের নেপথ্যে বোর্ডের ‘পলিসি’ ও শিক্ষার্থীদের দুর্বল ভিত
  4. ০৯:২৮ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ নাটোরে ১০ কলেজের সবাই ফেল
  5. ০৮:৩০ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ সিডনিতে এইচএসসি পরীক্ষা শুরু
  6. ০৭:৫৯ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ এবার ভর্তিযুদ্ধ, পাবলিক বিশ্ববিদ্যালয় ঘিরে ‘লড়াই’
  7. ০৭:২৪ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ ফলাফলে দেশসেরা তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা
  8. ০৭:১২ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ শেরপুরে দুই প্রতিষ্ঠানের সবাই ফেল
  9. ০৬:৫১ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ লক্ষ্মীপুরে ৩ কলেজে শতভাগ ফেল
  10. ০৬:২৮ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ দুই কলেজে শিক্ষার্থী তিনজন, পাস করেননি কেউ
  11. ০৬:০৩ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ পাস করলেন মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া সায়মা-লাবনী
  12. ০৫:১৩ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ ও পাসের হারে শীর্ষে রংপুর
  13. ০৪:৪৩ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ কুমিল্লা বোর্ডে ৯ শিক্ষাপ্রতিষ্ঠানের একজনও পাস করেনি
  14. ০৪:৩০ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ রাজবাড়ীর ৪ কলেজে পাস করেনি কোনো পরীক্ষার্থী
  15. ০৪:২২ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ মাহবুবুর রহমান মোল্লা কলেজে পাসের হার ৯৯.৬৫ শতাংশ
  16. ০৩:৫২ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ ১২ ক্যাডেট কলেজের ৫৮৭ শিক্ষার্থী পেয়েছেন জিপিএ-৫, পাস শতভাগ
  17. ০৩:৪২ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ নেত্রকোনার ৪ কলেজের কেউ পাস করেনি
  18. ০৩:২১ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ প্রশ্ন ও খাতা দেখার ধারা চেঞ্জ হওয়ায় প্রকৃত মেধার মূল্যায়ন হয়েছে
  19. ০৩:১২ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ ন্যায্য নম্বর দিয়ে সততাকে বেছে নিয়েছি: শিক্ষা উপদেষ্টা
  20. ০২:৫৭ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা
  21. ০২:৩৭ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ রাজনৈতিক বিবেচনায় শিক্ষা বোর্ডে অযোগ্যরা, ভুল পলিসিতে ফল বিপর্যয়
  22. ০২:৩২ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ ৭ জেলায় পাসের হার ৫০ শতাংশের নিচে, ফেলে শীর্ষে গোপালগঞ্জ
  23. ০১:৫৬ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ মানবিকে অর্ধেকের বেশি ফেল, ৫৭ শতাংশই ছাত্র
  24. ০১:১৯ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ ভালো-খারাপ বলবো না, এটাই বাস্তব ফল: ঢাকা বোর্ড চেয়ারম্যান
  25. ০১:১২ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ ২০ বছরের ইতিহাসে এইচএসসিতে সর্বনিম্ন ফল, যা বলছেন বিশ্লেষকরা
  26. ১২:৫৪ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ এইচএসসির ফলে ফের তলানিতে যশোর বোর্ড
  27. ১২:২৬ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ বরিশালে পাসের হার কমেছে ১৯ শতাংশ
  28. ১২:২৩ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ ইংরেজি-উচ্চতর গণিতে ফল বিপর্যয়ে কুমিল্লায় এইচএসসিতে ধস
  29. ১১:৫৫ এএম, ১৬ অক্টোবর ২০২৫ পানিতে ডুবে ছেলের মৃত্যু, ফল জানতে এসে জিপিএ-৫ দেখে কাঁদলেন বাবা
  30. ১১:৫১ এএম, ১৬ অক্টোবর ২০২৫ নটরডেমে পাসের হার ৯৯.৬০, জিপিএ-৫ পেয়েছেন ২৪৫৪
  31. ১১:৪৭ এএম, ১৬ অক্টোবর ২০২৫ ভিকারুননিসায় পাসের হার ৯৭.৫৬, জিপিএ-৫ এ ধস
  32. ১১:৪২ এএম, ১৬ অক্টোবর ২০২৫ ইংরেজির ধাক্কায় এইচএসসিতে ভয়াবহ ফল বিপর্যয়
  33. ১১:২৭ এএম, ১৬ অক্টোবর ২০২৫ রাজউক উত্তরা মডেলে পাসের হার ৯৯.৯৪ শতাংশ
  34. ১১:২৪ এএম, ১৬ অক্টোবর ২০২৫ চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২.৫৭ শতাংশ
  35. ১১:১৬ এএম, ১৬ অক্টোবর ২০২৫ এবার শতভাগ পাসের শিক্ষাপ্রতিষ্ঠান কমেছে ১০৪৩টি
  36. ১১:১৫ এএম, ১৬ অক্টোবর ২০২৫ ফেল করেছেন সেই আনিসা
  37. ১১:১৪ এএম, ১৬ অক্টোবর ২০২৫ দিনাজপুরে কমেছে পাসের হার ও জিপিএ-৫
  38. ১১:০৬ এএম, ১৬ অক্টোবর ২০২৫ পাঁচ বছরে সবচেয়ে খারাপ ফলাফল সিলেটে, পাসের হার ৫১.৮৬ শতাংশ
  39. ১১:০৫ এএম, ১৬ অক্টোবর ২০২৫ বিদেশ কেন্দ্রে পাসের হার ৯৫.৮৮ শতাংশ, ফেল ১২
  40. ১১:০২ এএম, ১৬ অক্টোবর ২০২৫ পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড, পিছিয়ে কুমিল্লা
  41. ১০:৪৪ এএম, ১৬ অক্টোবর ২০২৫ সাত বছরে সর্বনিম্ন পাসের হার রাজশাহীতে
  42. ১০:২৯ এএম, ১৬ অক্টোবর ২০২৫ এইচএসসিতে ২০২ শিক্ষাপ্রতিষ্ঠানে সবাই ফেল
  43. ১০:২৮ এএম, ১৬ অক্টোবর ২০২৫ পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে ছাত্রীরা
  44. ১০:২০ এএম, ১৬ অক্টোবর ২০২৫ এইচএসসিতে ফেল ৫ লাখেরও বেশি পরীক্ষার্থী
  45. ১০:১৫ এএম, ১৬ অক্টোবর ২০২৫ কারিগরিতে পাসের হার ৬২.৬৭ শতাংশ, জিপিএ-৫ পেলেন ১৬১০ জন
  46. ১০:১৩ এএম, ১৬ অক্টোবর ২০২৫ আলিমে পাসের হার ৭৫.৬১ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪২৬৮ জন
  47. ১০:১১ এএম, ১৬ অক্টোবর ২০২৫ এইচএসসিতে পাসের হার ৫৮.৮৩ শতাংশ
  48. ১০:০৭ এএম, ১৬ অক্টোবর ২০২৫ অর্ধেকেরও নিচে নেমেছে এইচএসসিতে জিপিএ-৫
  49. ০৯:৫৮ এএম, ১৬ অক্টোবর ২০২৫ এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হারে ধস
  50. ০৮:২৮ এএম, ১৬ অক্টোবর ২০২৫ মোবাইলে সব পরীক্ষার্থীকে ফল পৌঁছে দেবে শুধু যশোর বোর্ড
  51. ০৮:১০ এএম, ১৬ অক্টোবর ২০২৫ এইচএসসি: কোন বোর্ডের ফল পেতে কীভাবে এসএমএস
  52. ০৮:০২ এএম, ১৬ অক্টোবর ২০২৫ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে মানতে হবে ৯ নিয়ম
  53. ০৭:৫৬ এএম, ১৬ অক্টোবর ২০২৫ পরীক্ষার্থী খারাপ ফল করলে বাবা-মা-শিক্ষকের করণীয়
  54. ০৭:৫৩ এএম, ১৬ অক্টোবর ২০২৫ এইচএসসির খাতা চ্যালেঞ্জে নতুন নিয়ম, জেনে নিন কীভাবে
  55. ০৭:৪৯ এএম, ১৬ অক্টোবর ২০২৫ এইচএসসি পরীক্ষার ফল দেখা যাবে যেভাবে
  56. ০৭:৪৪ এএম, ১৬ অক্টোবর ২০২৫ ব্যতিক্রম হতে পারে এবারের এইচএসসির ফল
  57. ০৭:২৭ এএম, ১৬ অক্টোবর ২০২৫ কেমন ছিল বিগত ৫ বছরের এইচএসসি ফল
  58. ০৭:২০ এএম, ১৬ অক্টোবর ২০২৫ এইচএসসির ফল আজ, অপেক্ষা ফুরোচ্ছে সাড়ে ১২ লাখ পরীক্ষার্থীর