ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

২০ বছরের ইতিহাসে এইচএসসিতে সর্বনিম্ন ফল, যা বলছেন বিশ্লেষকরা

আল-আমিন হাসান আদিব | প্রকাশিত: ০১:১২ পিএম, ১৬ অক্টোবর ২০২৫

এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার ফল বিপর্যয় ঘটেছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এর চেয়ে কম পাসের হার ছিল ২০০৪ সালে। ওই বছর এইচএসসিতে পাস করেছিলেন ৪৭ দশমিক ৭৪ শতাংশ শিক্ষার্থী। ২০০৫ সালে পাসের হার ছিল ৫৯ দশমিক ১৬ শতাংশ। এরপর এইচএসসিতে পাসের হার আর কখনো এর চেয়ে নিচে নামেনি। সেই হিসাবে গত ২০ বছরের মধ্যে এবারই পাসের হার সবচেয়ে কম।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে।

ফল পর্যালোচনায় দেখা যায়, এ বছর ফেল করেছেন ৪১ দশমিক ১৭ শতাংশ পরীক্ষার্থী। মোট জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন, যা গত বছরের চেয়ে ৭৬ হাজার ৮১৪ জন কম।

দেশের ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেননি। অর্থাৎ এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের পাসের হার শূন্য। গত বছর শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬৫টি। আবার শতভাগ পাস শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে এক হাজার ৪৩টি। সার্বিক দিক বিবেচনায় এবার ভয়াবহ ফল বিপর্যয় ঘটেছে।

পাসের হারে এইচএসসি ফিরলো ২০০৪ সালে!

খোঁজ নিয়ে জানা যায়, এইচএসসি ও সমমান পরীক্ষায় ২০০২ সাল পর্যন্ত ডিভিশন পদ্ধতি অর্থাৎ, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ছিল। ২০০৩ সাল থেকে জিপিএ পদ্ধতিতে ফল প্রকাশ করা হয়, যেখানে পাঁচটি স্কেলে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়। নতুন এ পদ্ধতি চালুর পর শিক্ষার্থীদের বুঝে উঠতে কিছুটা সময় লাগে।

জিপিএ পদ্ধতি চালুর প্রভাব পড়ে ২০০৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে। সে বছর পাসের হার ছিল ৩৮ দশমিক ৪৩ শতাংশ। ২০০৪ সালে তা বেড়ে দাঁড়ায় ৪৭ দশমিক ৭৪ শতাংশে। এরপর থেকে পাসের হার ক্রমেই বাড়তে থাকে।

২০০৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছিলেন ৫৯ দশমিক ১৬ শতাংশ শিক্ষার্থী। এছাড়া ২০০৬ সালে পাসের হার ছিল ৬৫ দশমিক ৬৫, ২০০৭ সালে ৬৫ দশমিক ৬০, ২০০৮ সালে ৭৬ দশমিক ১৯, ২০০৯ সালে ৭২ দশমিক ৭৮, ২০১০ সালে ৭৪ দশমিক ২৮, ২০১১ সালে ৭৫ দশমিক ০৮, ২০১২ সালে ৭৮ দশমিক ৬৭, ২০১৩ সালে ৭৪ দশমিক ৩০, ২০১৫ সালে ৬৯ দশমিক ৬০ শতাংশ।

২০ বছরের ইতিহাসে এইচএসসিতে সর্বনিম্ন ফল, যা বলছেন বিশ্লেষকরা

এরপর ২০১৬ সালে পাসের হার ছিল ৭৪ দশমিক ৭০ শতাংশ, ২০১৭ সালে ৬৮ দশমিক ৯২ শতাংশ, ২০১৮ সালে ৬৬ দশমিক ৬৪ শতাংশ, ২০১৯ সালে ছিল ৭৩ দশমিক ৯৩ শতাংশ।

২০২০ সালে করোনাভাইরাস পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। ফলে সে বছর ফরম পূরণ করা সব শিক্ষার্থীকে পাস করিয়ে দেওয়া হয়, যেটিকে অটোপাস বলা হয়। অর্থাৎ, ২০২০ সালে পাসের হার হয় ১০০ শতাংশ।

করোনার কারণে এরপর কয়েক বছর কখনো সংক্ষিপ্ত সিলেবাসে, কখনো চার বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। করোনা পরিস্থিতির মধ্যেই ২০২১ সালের এইচএসসি পরীক্ষা হয়। সে বছর পাসের হার ছিল ৯৫ দশমিক ২৬ শতাংশ, ২০২২ সালে ৮৫ দশমিক ৯৫ শতাংশ, ২০২৩ সালে ৭৮ দশমিক ৬৪ শতাংশ।

সবশেষ ২০২৪ সালে পূর্ণ নম্বর, পূর্ণ সিলেবাস ও পূর্ণ সময়ে ফেরে এইচএসসি ও সমমান পরীক্ষা। তবে কয়েকটি পরীক্ষা হওয়ার পর শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। এতে পরীক্ষা স্থগিত হয়ে যায়। এ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সরকার পরিবর্তনের পর আন্দোলনে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে পরীক্ষা আর না নেওয়ার জন্য শুরু হয় আন্দোলন। তাতে বাধ্য হয়ে অন্তর্বর্তী সরকার বাকি বিষয়গুলোর পরীক্ষা বাতিল করে। ওই বিষয়গুলোর পরীক্ষা না নিয়ে এসএসসির ফলাফল বিবেচনা করে সাবজেক্ট ম্যাপিংয়ে ফল প্রকাশ করা হয়। এতে পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ।

‘স্বাভাবিক ধারায় ফেরায় ফলাফল নিম্নমুখী’

পাঁচ বছর পর এবার এইচএসসি ও সমমান পরীক্ষা স্বাভাবিক ধারায় ফিরেছে। এজন্য ফলাফল নিম্নমুখী বলে মনে করেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। একই সঙ্গে অতিরঞ্জিত ফল এড়াতে গ্রেস মার্কস (বাড়তি নম্বর) দেওয়া পরিহার করার নীতি অবলম্বনে শিক্ষার্থীদের ফল খারাপ হয়েছে বলেও মনে করেন তারা।

১১টি শিক্ষা বোর্ডর মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জাগো নিউজকে বলেন, ‘এবার আমরা স্বাভাবিক পরীক্ষার ধারায় ফিরেছি। পূর্ণ সিলেবাস, পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ের ওপর পরীক্ষা নেওয়া হয়েছে। এতে হয়তো শিক্ষার্থীরা মানিয়ে নিতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘দেখুন, আমরা কিন্তু চাই না একজন পরীক্ষার্থীও ফেল করুক। তবে শিক্ষার মান যে তলানিতে নেমেছে; অতিরঞ্জিত যে ফলাফল বিগত বছরগুলোতে দেখানো হয়েছিল, তাতে ক্ষতি হয়ে গেছে। সেখান থেকে ফিরে আসতে তো হবে। এটা করতে গেলে কোথাও না কোথাও আপনাকে থামতেই হবে।’

২০ বছরের ইতিহাসে এইচএসসিতে সর্বনিম্ন ফল, যা বলছেন বিশ্লেষকরা

শিক্ষার্থীদের গিনিপিগ বানিয়ে ফেল করানো ভালো শিক্ষাব্যবস্থার নজির নয়

তবে বোর্ড চেয়ারম্যানের সঙ্গে দ্বিমত পোষণ করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের প্রধান নির্বাহী রাশেদা কে চৌধূরী। তিনি জাগো নিউজকে বলেন, ‘স্বাভাবিক ধারায় পরীক্ষা ফিরলেও স্বাভাবিক প্রস্তুতি কেন শিক্ষার্থীদের নেওয়া সম্ভব হয়নি, সেই প্রশ্নের উত্তরও খুঁজতে হবে। আমি পরীক্ষার সিলেবাস, প্রশ্নপত্র, নম্বর দেওয়ার ধরন আগের অবস্থায় ফিরিয়ে নিচ্ছি, তাহলে শিক্ষার্থীদের ক্লাসে পাঠদানের ধরনেও তো সেই স্বাভাবিক ধারা আনতে হবে। আমার কেন যেন মনে হচ্ছে, সেটা করা হয়নি। সেখানে গলদ রয়েছে।’

শিক্ষার্থীদের গিনিপিগ বানিয়ে ফেল করানো ভালো শিক্ষাব্যবস্থার উদাহরণ হতে পারে না বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান।

তিনি জাগো নিউজকে বলেন, ‘পরীক্ষা পদ্ধতি, সিলেবাস ভিন্ন ছিল, এখন পাল্টেছে- এমন কথা বলে ফল বিপর্যয়কে ধামাচাপা দেওয়ার সুযোগ নেই। এত এত ছাত্র-ছাত্রী ফেল করলো, তারা কোথায় যাবে? তাদের কি আপনি গিনিপিগ বানালেন? এটা তো ভালো শিক্ষাব্যবস্থার নজির হতে পারে না।’

এএএইচ/ইএ/এএসএম

টাইমলাইন

  1. ০৯:১৯ এএম, ১৮ অক্টোবর ২০২৫ ছাত্ররা বিদেশমুখী ছাত্রীরা বিবাহিত, পাস করেনি কলেজের কেউ
  2. ০৮:৩০ পিএম, ১৭ অক্টোবর ২০২৫ হাফেজা যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
  3. ০৯:৪০ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ ফল বিপর্যয়ের নেপথ্যে বোর্ডের ‘পলিসি’ ও শিক্ষার্থীদের দুর্বল ভিত
  4. ০৯:২৮ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ নাটোরে ১০ কলেজের সবাই ফেল
  5. ০৮:৩০ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ সিডনিতে এইচএসসি পরীক্ষা শুরু
  6. ০৭:৫৯ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ এবার ভর্তিযুদ্ধ, পাবলিক বিশ্ববিদ্যালয় ঘিরে ‘লড়াই’
  7. ০৭:২৪ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ ফলাফলে দেশসেরা তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা
  8. ০৭:১২ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ শেরপুরে দুই প্রতিষ্ঠানের সবাই ফেল
  9. ০৬:৫১ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ লক্ষ্মীপুরে ৩ কলেজে শতভাগ ফেল
  10. ০৬:২৮ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ দুই কলেজে শিক্ষার্থী তিনজন, পাস করেননি কেউ
  11. ০৬:০৩ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ পাস করলেন মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া সায়মা-লাবনী
  12. ০৫:১৩ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ ও পাসের হারে শীর্ষে রংপুর
  13. ০৪:৪৩ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ কুমিল্লা বোর্ডে ৯ শিক্ষাপ্রতিষ্ঠানের একজনও পাস করেনি
  14. ০৪:৩০ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ রাজবাড়ীর ৪ কলেজে পাস করেনি কোনো পরীক্ষার্থী
  15. ০৪:২২ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ মাহবুবুর রহমান মোল্লা কলেজে পাসের হার ৯৯.৬৫ শতাংশ
  16. ০৩:৫২ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ ১২ ক্যাডেট কলেজের ৫৮৭ শিক্ষার্থী পেয়েছেন জিপিএ-৫, পাস শতভাগ
  17. ০৩:৪২ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ নেত্রকোনার ৪ কলেজের কেউ পাস করেনি
  18. ০৩:২১ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ প্রশ্ন ও খাতা দেখার ধারা চেঞ্জ হওয়ায় প্রকৃত মেধার মূল্যায়ন হয়েছে
  19. ০৩:১২ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ ন্যায্য নম্বর দিয়ে সততাকে বেছে নিয়েছি: শিক্ষা উপদেষ্টা
  20. ০২:৫৭ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা
  21. ০২:৩৭ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ রাজনৈতিক বিবেচনায় শিক্ষা বোর্ডে অযোগ্যরা, ভুল পলিসিতে ফল বিপর্যয়
  22. ০২:৩২ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ ৭ জেলায় পাসের হার ৫০ শতাংশের নিচে, ফেলে শীর্ষে গোপালগঞ্জ
  23. ০১:৫৬ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ মানবিকে অর্ধেকের বেশি ফেল, ৫৭ শতাংশই ছাত্র
  24. ০১:১৯ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ ভালো-খারাপ বলবো না, এটাই বাস্তব ফল: ঢাকা বোর্ড চেয়ারম্যান
  25. ০১:১২ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ ২০ বছরের ইতিহাসে এইচএসসিতে সর্বনিম্ন ফল, যা বলছেন বিশ্লেষকরা
  26. ১২:৫৪ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ এইচএসসির ফলে ফের তলানিতে যশোর বোর্ড
  27. ১২:২৬ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ বরিশালে পাসের হার কমেছে ১৯ শতাংশ
  28. ১২:২৩ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ ইংরেজি-উচ্চতর গণিতে ফল বিপর্যয়ে কুমিল্লায় এইচএসসিতে ধস
  29. ১১:৫৫ এএম, ১৬ অক্টোবর ২০২৫ পানিতে ডুবে ছেলের মৃত্যু, ফল জানতে এসে জিপিএ-৫ দেখে কাঁদলেন বাবা
  30. ১১:৫১ এএম, ১৬ অক্টোবর ২০২৫ নটরডেমে পাসের হার ৯৯.৬০, জিপিএ-৫ পেয়েছেন ২৪৫৪
  31. ১১:৪৭ এএম, ১৬ অক্টোবর ২০২৫ ভিকারুননিসায় পাসের হার ৯৭.৫৬, জিপিএ-৫ এ ধস
  32. ১১:৪২ এএম, ১৬ অক্টোবর ২০২৫ ইংরেজির ধাক্কায় এইচএসসিতে ভয়াবহ ফল বিপর্যয়
  33. ১১:২৭ এএম, ১৬ অক্টোবর ২০২৫ রাজউক উত্তরা মডেলে পাসের হার ৯৯.৯৪ শতাংশ
  34. ১১:২৪ এএম, ১৬ অক্টোবর ২০২৫ চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২.৫৭ শতাংশ
  35. ১১:১৬ এএম, ১৬ অক্টোবর ২০২৫ এবার শতভাগ পাসের শিক্ষাপ্রতিষ্ঠান কমেছে ১০৪৩টি
  36. ১১:১৫ এএম, ১৬ অক্টোবর ২০২৫ ফেল করেছেন সেই আনিসা
  37. ১১:১৪ এএম, ১৬ অক্টোবর ২০২৫ দিনাজপুরে কমেছে পাসের হার ও জিপিএ-৫
  38. ১১:০৬ এএম, ১৬ অক্টোবর ২০২৫ পাঁচ বছরে সবচেয়ে খারাপ ফলাফল সিলেটে, পাসের হার ৫১.৮৬ শতাংশ
  39. ১১:০৫ এএম, ১৬ অক্টোবর ২০২৫ বিদেশ কেন্দ্রে পাসের হার ৯৫.৮৮ শতাংশ, ফেল ১২
  40. ১১:০২ এএম, ১৬ অক্টোবর ২০২৫ পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড, পিছিয়ে কুমিল্লা
  41. ১০:৪৪ এএম, ১৬ অক্টোবর ২০২৫ সাত বছরে সর্বনিম্ন পাসের হার রাজশাহীতে
  42. ১০:২৯ এএম, ১৬ অক্টোবর ২০২৫ এইচএসসিতে ২০২ শিক্ষাপ্রতিষ্ঠানে সবাই ফেল
  43. ১০:২৮ এএম, ১৬ অক্টোবর ২০২৫ পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে ছাত্রীরা
  44. ১০:২০ এএম, ১৬ অক্টোবর ২০২৫ এইচএসসিতে ফেল ৫ লাখেরও বেশি পরীক্ষার্থী
  45. ১০:১৫ এএম, ১৬ অক্টোবর ২০২৫ কারিগরিতে পাসের হার ৬২.৬৭ শতাংশ, জিপিএ-৫ পেলেন ১৬১০ জন
  46. ১০:১৩ এএম, ১৬ অক্টোবর ২০২৫ আলিমে পাসের হার ৭৫.৬১ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪২৬৮ জন
  47. ১০:১১ এএম, ১৬ অক্টোবর ২০২৫ এইচএসসিতে পাসের হার ৫৮.৮৩ শতাংশ
  48. ১০:০৭ এএম, ১৬ অক্টোবর ২০২৫ অর্ধেকেরও নিচে নেমেছে এইচএসসিতে জিপিএ-৫
  49. ০৯:৫৮ এএম, ১৬ অক্টোবর ২০২৫ এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হারে ধস
  50. ০৮:২৮ এএম, ১৬ অক্টোবর ২০২৫ মোবাইলে সব পরীক্ষার্থীকে ফল পৌঁছে দেবে শুধু যশোর বোর্ড
  51. ০৮:১০ এএম, ১৬ অক্টোবর ২০২৫ এইচএসসি: কোন বোর্ডের ফল পেতে কীভাবে এসএমএস
  52. ০৮:০২ এএম, ১৬ অক্টোবর ২০২৫ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে মানতে হবে ৯ নিয়ম
  53. ০৭:৫৬ এএম, ১৬ অক্টোবর ২০২৫ পরীক্ষার্থী খারাপ ফল করলে বাবা-মা-শিক্ষকের করণীয়
  54. ০৭:৫৩ এএম, ১৬ অক্টোবর ২০২৫ এইচএসসির খাতা চ্যালেঞ্জে নতুন নিয়ম, জেনে নিন কীভাবে
  55. ০৭:৪৯ এএম, ১৬ অক্টোবর ২০২৫ এইচএসসি পরীক্ষার ফল দেখা যাবে যেভাবে
  56. ০৭:৪৪ এএম, ১৬ অক্টোবর ২০২৫ ব্যতিক্রম হতে পারে এবারের এইচএসসির ফল
  57. ০৭:২৭ এএম, ১৬ অক্টোবর ২০২৫ কেমন ছিল বিগত ৫ বছরের এইচএসসি ফল
  58. ০৭:২০ এএম, ১৬ অক্টোবর ২০২৫ এইচএসসির ফল আজ, অপেক্ষা ফুরোচ্ছে সাড়ে ১২ লাখ পরীক্ষার্থীর