৪৮ দিনেও উদ্ধার হয়নি অপহৃত আ.লীগ নেতা
৪৮ দিন পার হলেও বান্দরবানে অপহৃত আওয়ামী লীগ নেতা মংপুকে উদ্ধার করতে পারিনি পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ জুন রাতে সদর উপজেলার জামছড়িপাড়ার নিজ ঘর থেকে অস্ত্রের মুখে একদল দুর্বৃত্ত অপহরণ করে মংপু মারমাকে। তিনি সাবেক ইউপি সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক।
এ ঘটনার পর বান্দরবান সদর থানায় মামলা দায়ের করেন পরিবারের সদস্য হ্লামং চিং মারমা। এতে কয়েকজনের নাম উল্লেখ করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করে ৩৮ জনকে আসামি করা হয়। মামলার পর থেকে অপহৃতকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে। কিন্তু এখনো তার সন্ধান পায়নি পুলিশ। তবে এ ঘটনার আটক করা হয়েছে এক নারীসহ ৬ সন্ত্রাসীকে।
জানা যায়, ঘটনার পর থেকে এই অপহরণের পেছনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করে আসছে জেলা আওয়ামী লীগ। মংপুকে মুক্তির দাবিতে, জেএসএস এর চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেফতার এবং তাদের হাতে থাকা সব অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক ও নৌপথ অবরোধ, মানববন্ধন, মিছিল-সমাবেশের মত কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ।
এদিকে, গত বৃহস্পতিবার আওয়ামী লীগ নেতা অপহরণের মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) ১০ শীর্ষ নেতা।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম জাহাঙ্গীর জানান, ৪৮ দিন পার হলেও খোঁজ মেলেনি মংপুর। তার মুক্তির দাবিতে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছে জেলা আওয়ামী লীগ।
তিনি আরো জানান, বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লার নেতৃত্বে জেলা আওয়ামী লীগের ১০ নেতা গত বুধবার সন্ধ্যায় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। পাহাড়ে বৈঠকে জেএসএসের চাঁদাবাজি, অপহরণ সম্পর্কে প্রধানমন্ত্রীকে লিখিতভাবে জানানো হয়েছে।
বান্দরবান সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ জানান, অপহৃত নেতাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে পুলিশ। এরই মধ্যে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কয়েকজনকে আটক করেছে পুলিশ।
সৈকত দাশ/এসএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পাঁচ বছর ভিক্ষা করে জমানো ৮০ হাজার টাকা চুরি, পাগলপ্রায় বৃদ্ধা
- ২ সাগরে বিলীন ব্যারাক-রেস্ট হাউজ, হুমকির মুখে পর্যটনকেন্দ্র কটকা
- ৩ পাবনায় পোস্টাল ব্যালটে ভোট দেবেন কারাবন্দিসহ ১৮ হাজার ৪৯৮ ভোটার
- ৪ নেত্রকোনায় ভাগ্য বদলে ৬ রাস্তা নির্মাণ শুরু করলেন গ্রামবাসী
- ৫ ময়মনসিংহে সবজির দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা