দুই সাংবাদিকের ওপর হামলা-মামলার ঘটনায় মানববন্ধন
নীলফামারীর ডিমলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জাগো নিউজের নীলফামারী প্রতিনিধি জাহেদুল ইসলাম জাহিদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও তাকেসহ স্থানীয় সংবাদকর্মী আলীমুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা।
শনিবার দুপুরে উপজেলা স্মৃতি অম্লান চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা। মানববন্ধনে মটর শ্রমিক ইউনিয়ন, ডিমলা সদর ইউনিয়ন পরিষদ, সমাজতান্ত্রিক দল বাসদ, ব্যবসায়ী, সুশীল সমাজসহ সর্বস্তরের মানুষজন একাত্বতা পোষন করে অংশগ্রহণ করেন।
এতে বক্তব্য রাখেন, সাংবাদিক আ. বারী, ডিমলা উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সভাপতি হাবিবুর রহমান খান লোহানী হাবলু, ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন, ডিমলা প্রেসক্লাবের সহ-সভাপতি আলতাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম, অর্থ-বিষয়ক সম্পাদক মহিনুল ইসলাম সুজন, সাংবাদিক আবু মোতালেব হোসেন, আবু হোসেন, আলিমুল ইসলাম, নুরনবী ইসলাম,তারিকূল ইসলাম সোহাগ প্রমুখ।
সাংবাদিকরা অবিলম্বে সাংবাদিক জাহিদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার উপর হামলাকারীদের গ্রেফতারের জোর দাবি জানান।
উল্লেখ্য, গত বুধবার সাংবাদিক জাহিদের উপর একটি মিথ্যা মামলা দায়ের করা হয়। পরদিন বৃহস্পতিবার রাত ১১টা ৩০ মিনিটে উপজেলার দক্ষিণ তিত পাড়া মেডিকেল মোড় সংলগ্ন এলাকায় সাংবাদিক জাহিদ ও আলিমুলের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা তাদের মোটরসাইকেল ভাঙচুর করে ক্যামেরা ছিনিয়ে নেয়।
জাহেদুল ইসলাম/এমএএস/আরআইপি