ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের প্রতিনিধি সভা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঠাকুরগাঁওয়ে আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজনে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে জেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে এ প্রতিনিধি সভার উদ্বোধন করা হয়।
এতে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, কেন্দ্রীয় কার্যকরী সদস্য এসএম কামাল হোসেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আলম টুলু, দপ্তর সম্পাদক জুলফিকার আলী ভুট্টু, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন ও যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল প্রমুখ।
এ সময় বক্তারা প্রধানমন্ত্রীর সমাবেশকে সফল করার জন্য সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান। নেতাকর্মীরা সমাবেশকে সফল করার জন্য সব প্রকার সহযোগিতা করার অঙ্গীকার করেন।
রবিউল এহসান রিপন/এএম/এমএস