আ.লীগের পক্ষে ১৪ দল, বিএনপির প্রচারণায় ৫৭ টিম
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীদের পক্ষে জোর প্রচারণায় নেমেছেন দল দুটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং তাদের জোটভুক্ত দলসমূহের নেতাকর্মীরা। প্রতিদিন নগরীর বিভিন্ন ওয়ার্ডে কেন্দ্রীয় নেতারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং নিজ নিজ দলীয় প্রার্থীদের পক্ষে গণসংযোগ করছেন।
আওয়ামী লীগের প্রার্থী মো.জাহাঙ্গীর আলমের পক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাসহ ১৪ দলের নেতৃবৃন্দ গাজীপুরের ৫৭টি ওয়ার্ডে গণসংযোগ করছেন। ইতোমধ্যে যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠেনের কেন্দ্রীয় নেতারা গাজীপুরের বিভিন্ন ওয়ার্ডে চষে বেড়াচ্ছেন। তারা গুরুত্বপূর্ণ স্থান সমূহে নৌকার পক্ষে লিফলেট বিতরণ করছেন। বাড়ি বাড়ি গিয়ে জাহাঙ্গীর আলমের জন্য ভোট প্রার্থনা করছেন।
বৃহস্পতিবার সকালে গাজীপুরে চান্দনা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের হল রুমে ১৪ দলীয় জোটের নেতৃবৃন্দ স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। পরে তারা নৌকার পক্ষে চান্দনা চৌরাস্তা এলাকায় বিভিন্ন মার্কেটে গণসংযোগ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের কেন্দ্রীয় আহ্বায়ক মো. রেজাউর রশীদ খান, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসাইন, আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট মো.আফজাল হোসেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, সহসভাপতি আফজাল হোসেন সরকার রিপন, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম বাবুল, এসএম মোকসেদ আলম প্রমুখ।
অপরদিকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ২০ দলীয় জোট মনোনীত মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারের পক্ষে নগরীর ৫৭টি ওয়ার্ডে বিএনপির কেন্দ্রীয় ৫৭টি টিম প্রচারণায় নেমেছে। ইতোমধ্যে এসব টিম তাদের নির্ধারিত ওয়ার্ডে প্রচারণা শুরু করেছে। এ ছাড়া জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, জাতীয় পার্টি (কাজী জাফর), লেবার পার্টি, জাগপাসহ ২০ দলীয় জোটভুক্ত অন্যান্য দলের আলাদা টিম নির্বাচনী প্রচারণায় নেমেছে। এমনকি জাতীয় পার্টির (এরশাদ) অধিকাংশ নেতাকর্মী কেউ প্রকাশ্যে আবার কেউ গোপনে হাসান উদ্দিন সরকারের পক্ষে কাজ করছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের প্রধান ডা. মাহজারুল আলম।
ডা. মাহজারুল আলম জানান, মিথ্যা ও প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস না করায় দল মত নির্বিশেষে তার প্রতি সব মহলের সমর্থন রয়েছে। বিশেষ করে তার গণসংযোগ ও পথসভাগুলোতে এলাকার প্রবীণ ও মুরব্বী শ্রেণির মানুষের বেশি উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। হাসান সরকারের পক্ষে সব মহলের প্রচারণায় নির্বাচনী মাঠ জমে উঠেছে।
মো.আমিনুল ইসলাম/আরএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মসজিদে মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, নেপথ্যে ইয়াছিন বাহিনী
- ২ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক
- ৩ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ৪ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৫ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ