ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রাক্টর নিয়ে ব্রিজে উঠা হলো না সেলিমের

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ০৪ অক্টোবর ২০১৮

শরীয়তপুরের কোটাপাড়া এলাকায় মালবাহী ট্রাক্টর উল্টে সেলিম হাওলাদার (২৭) নামে এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কোটাপাড়া ব্রিজে উঠার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের সরদার কান্দি গ্রামের আমির হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, পালং বাজার থেকে সিমেন্ট বোঝাই ট্রাক্টরটি নশাসনের দিকে যাচ্ছিল। পথে কোটাপাড়ার উঁচু ব্রিজে উঠার সময় ট্রাক্টরটি উল্টে বাম পাশে পড়ে যায়।

পরে আহত চালককে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. ছগির হোসেন/আরএ/এমএএস/জেআইএম

আরও পড়ুন