ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাগুরায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি | মাগুরা | প্রকাশিত: ১১:০৯ এএম, ২৭ অক্টোবর ২০১৮

মাগুরা সদর উপজেলার আমুড়িয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আলম মোল্যা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও সাতজন। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত আলম মোল্যা আমুড়িয়া উত্তরপাড়া গ্রামের তোজাব মোল্যার ছেলে।

মাগুরা সদর থানা পুলিশের এসআই বিশ্বজিৎ জাগো নিউজকে জানান, আমুড়িয়া গ্রামের টিপু গ্রুপ ও সোহেল গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এরই জের ধরে সকালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হলে টিপু গ্রুপের আলম মোল্যা গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একই গ্রুপের জাফর, শিকিম, মফিজসহ উভয় পক্ষের আরও ৭/৮জন আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরাফাত হোসেন/আরএআর/পিআর

আরও পড়ুন