মেহেরপুরে বিভিন্ন দাবিতে গ্রাম পুলিশদের মানববন্ধন
বিভিন্ন দাবিতে মৌন মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন মেহেরপুর জেলা শাখা। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে সদর থানা মোড় থেকে একটি মৌন মিছিল বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে এ মৌন মিছিলটি শেষ হয়।
তারা দাবি করেন, গ্রাম পুলিশদের চতুর্থ শ্রেণির কর্মচারীদের মতাে সমস্কেল, অবসরকালীন ভাতা, পুলিশ ও অানছার বাহিনীদের ন্যায় রেশনিং ব্যবস্থা কার্যকর করা এবং গ্রামপুলিশ বাহিনী চাকরির বিধিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন মেহেরপুর জেলা শাখার সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সহিদুল ইসলামসহ জেলার গ্রাম পুলিশেরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। এসময় বক্তারা দাবি মেনে নেয়ারও আহ্বান জানান।
আতিকুর রহমান টিটু/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ
- ২ তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু
- ৩ খালেদা জিয়া আপস করলে বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন: খোকন
- ৪ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করাই কমিশনের বড় চ্যালেঞ্জ: জোনায়েদ সাকি
- ৫ মমেক হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির সঙ্গে চিকিৎসকের তর্ক