মেহেরপুরে যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ও সরকারি মহিলা কলেজের কতিপয় শিক্ষক দ্বারা ছাত্রী নিপীড়ন ও যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগ। সোমবার দুপুর ১২টার দিকে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
পরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেছে তারা। জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, মেহেরপুর সরকারি কলেজ শাখার সভাপতি তৌহিদুল ইসলামসহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, যারা জাতির বিবেক তাদের কাছে কোমলমতি শিশুদের শিক্ষাদানের জন্য পাঠিয়ে আজ তারা নিরাপদে নেই। তারা আজ সেই সব কলঙ্কিত শিক্ষকদের কাছ থেকে নিপীড়নের শিকার হচ্ছে। তাদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।
আতিকুর রহমান টিটু/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ২ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৩ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৪ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৫ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি