ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে সড়কে আগুন জ্বেলে বিক্ষোভ

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ০৯:১০ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২০

লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় গত ৫ দিন থেকে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন থাকায় সংযোগ প্রদানের দাবিতে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। বৃহস্পতিবার (১৭ সেপ্টম্বর) রাত ১০টায় পাটগ্রাম পৌর শহরের রেলগেট এলাকায় বিদ্যুতের দাবিতে এ অবরোধ করেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অবরোধকালে রেলগেট এলাকায় গাছের গুড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধরা। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার লোকজন জানান, দুই উপজেলায় বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। ভোরবেলা বিদ্যুৎ থাকলেও সকাল হলেই আবার লোডশেডিং। গত এক মাস ধরে দুই উপজেলার মানুষ ভোগান্তিতে পড়েছে। এতে দুই উপজেলার মানুষের ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়েছে, পড়ালেখা বিঘ্নসহ জনজীবনে চরম ভোগান্তিতে পড়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মোহন্ত জানান, ওই এলাকায় পৌঁছে এলাকাবাসীর দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধকারীরা সড়ক থেকে অবরোধ তুলে নেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলার সেনকোর বিদ্যুৎ প্রকৌশলী আব্দুল মতিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

রবিউল হাসান/এফএ/এমএস