বড় ভাইয়ের পেটে ছুরি ঢুকিয়ে দিলেন ছোট ভাই
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় বাবার পেনশন ও মুক্তিযোদ্ধা ভাতার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত বড় ভাই সোহেল মোল্লার (২৮) মৃত্যু হয়। সোহেল মোল্লা উপজেলার কোদালপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দেওয়ানপাড়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়ার মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কোদালপুর ইউনিয়নের দেওয়ানপাড়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া মোল্লা। তিনি বংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতেন। চাকরি শেষে তিনি অবসরে যান।
পেনশন ও মুক্তিযোদ্ধা ভাতার টাকা মেজ ছেলে সোহেল মোল্লার কাছে রেখে যান। ২৯ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে সেই পেনশন ও মুক্তিযোদ্ধা ভাতার টাকা ভাগাভাগি নিয়ে মেজ ছেলে সোহেল মোল্লার সঙ্গে ছোট ছেলে ইয়াবুক মোল্লার বাগবিতণ্ডা হয়।
একপর্যায়ে ইয়াকুব একটি ছুরিতে বিদ্যুতের সংযোগ দিয়ে সোহেলের পেটে ঢুকিয়ে দেন। আহত অবস্থায় সোহেলকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক সোহেলকে ঢাকায় পাঠান।
পরিবারের লোকজন তাকে ঢাকায় না নিয়ে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকও তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। অবশেষে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে সোহেলের মৃত্যু হয়। রোববার (০১ নভেম্বর) ময়নাতদন্তের জন্য তার মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে আনা হয়।
গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, বাবার পেনশন ও মুক্তিযোদ্ধা ভাতার টাকা নিয়ে দুই ভাইয়ের ঝগড়া হয়। এ সময় ছোট ভাই ইয়াকুব বড় ভাই সোহেলের পেটে ছুরি ঢুকিয়ে দেন। তিনদিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহেলের মৃত্যু হয়। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। ইয়াকুবকে গ্রেফতারের চেষ্টা চলছে।
মো. ছগির হোসেন/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নকল দুধ তৈরির দায়ে কারখানা মালিকের এক বছর কারাদণ্ড
- ২ এলপিজি সংকটে সব গ্যাস স্টেশন বন্ধ, ভোগান্তিতে চালক-সাধারণ মানুষ
- ৩ কোটিপতি ‘ব্যবসায়ী’ তাহেরীর স্ত্রীর নামে কিছুই নেই
- ৪ মোড়কজাত নিবন্ধন না থাকায় দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
- ৫ ‘প্রত্যেক ভোটকেন্দ্রে ক্যামেরা থাকবে, লাইভ দেখা যাবে থানা থেকে’