ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিদায়বেলায় সুসজ্জিত গাড়িতে বাড়ি গেলেন কনস্টেবল নিজাম

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৯:১৫ পিএম, ০১ নভেম্বর ২০২১

লক্ষ্মীপুর জেলা পুলিশ থেকে অবসরে যাওয়া কনস্টেবল মো. নিজাম উদ্দিনকে সুসজ্জিত গাড়িতে করে তার বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। সোমবার (১ নভেম্বর) বিকেলে পুলিশ লাইন্সে তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বিদায় জানান জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক উপস্থিত ছিলেন।

jagonews24

অবসরপ্রাপ্ত কনস্টেবল মো. নিজাম উদ্দিন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের চরফলকন গ্রামের বাসিন্দা। তিনি জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।

জেলা পুলিশ জানায়, লক্ষ্মীপুর পুলিশের যেসব সদস্য অবসরে যান তাদের সসুজ্জিত গাড়িতে বাড়ি পৌঁছে দেওয়া হয়। কনস্টেবল নিজামকেও একইভাবে জেলা পুলিশের সুসজ্জিত গাড়ি দিয়ে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।

jagonews24

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান বলেন, বিদায়বেলায় একজন পুলিশ সদস্যের হাসিমুখে বাড়ি যাওয়া তার জন্য বড় পাওয়া। বিদায়বেলা আমরা নিজামকে হাসিমুখে বাড়ি পৌঁছে দিতে পেরেছি।

কাজল কায়েস/ইউএইচ/জিকেএস