ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মির্জাপুরে একদিনে ১৫ জনকে শিয়ালের কামড়

উপজেলা প্রতিনিধি | মির্জাপুর (টাঙ্গাইল) | প্রকাশিত: ০৮:০৪ পিএম, ৩১ অক্টোবর ২০২২

টাঙ্গাইলের মির্জাপুরে শিয়ালের কামড়ে শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (৩০ অক্টোবর) মির্জাপুর পৌরসভার সাহাপাড়া, সরিষাদাইড় ও পাহাড়পুর গ্রামে এসব ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার সকাল ১০টার দিকে সরিষাদাইড় এলাকায় শিয়ালের একটি দল কয়েকজনকে কামড়ে ক্ষতবিক্ষত করে। পরে পাহাড়পুর ও সাহাপাড়া এলাকায় হানা দিয়ে লোকজনকে কামড়াতে থাকে।

এতে সরিষাদাইড় গ্রামের ফালু শেখের ছেলে হামজা মিয়া (৩৭), সাহাপাড়া গ্রামের নিরঞ্জন সূত্রধরের ছেলে গোবিন্দ সূত্রধর (২৩) ও মনতোষ সরকারের ছেলে জগদীস সরকার (২৫), কুড়িগ্রাম এলাকার দিনমজুর মুকুল মিয়া (৩৫), সরিষাদাইড় গ্রামের ঘোষপাড়া এলাকার শম্পা ঘোষ (৩৪), শরবেশ মিয়ার ছেলে লাজলু মিয়া (৪০) এবং শাহাজাদার ছেলে ৯ বছরের শিশুপুত্র তামিমসহ অন্তত ১৫ জন জন আহত হন। তারা কুমুদিনী হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

সরিষাদাইড় গ্রামের মজনু মিয়ার একটি গরুকেও কামড়ে আহত করে শিয়ালের দল।

শিয়ালের কামড়ে আহত দিনমজুর মুকুল মিয়া জানান, তিনি রাস্তায় কাজ করছিলেন। এ সময় হঠাৎ একটি শিয়াল এসে তাকে কামড় দেয়।

গোবিন্দ সূত্রধর জানান, শিয়ালের কামড়ানোর বিষয়টি নিয়ে তিনি রাস্তায় দাঁড়িয়ে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। মুহূর্তের মধ্যে একটি শিয়াল এসে তাকে কামড়ে দেয়।

এ বিষয়ে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম বলেন, শিয়ালে কামড়ানো কোনো রোগী হাসপাতালে আসেনি। তবে শিয়ালের কামড়ালে র্যাবিস টিকা দিতে হবে। বন্ধের দিন বাদে সব কর্মদিবসে টিকা দেওয়া হয়।

এস এম এরশাদ/এসআর/জেআইএম