ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কক্সবাজার

ইয়াবা মামলায় আটজনের ১০ বছর কারাদণ্ড

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৩

কক্সবাজারে পাঁচ লাখ পিস ইয়াবা জব্দের ঘটনায় করা মামলায় আটজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় প্রত্যেককে এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়। অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরা এলাকার নুর আহমদের ছেলে মো. কালু প্রকাশ (কালু মাঝি), ছালেহ আহমদের ছেলে মো. রফিক, মৃত আবদুল জলিলের ছেলে মো. রফিক, মফজল আহমদের ছেলে হাসমত আলী, মৃত কবির আহমদের ছেলে মো. হাসান, মৃত সোলেমানের ছেলে মো. নুরুল আলম আনোয়ারী, মৃত হাফেজ আবদুল মান্নানের ছেলে মোহাম্মদ মুজিবুল ইসলাম ও মৃত ইউসুফ আলীর ছেলে মো. নাসির।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০১৮ সালে বঙ্গোপসাগরে কলাতলী পশ্চিমে গভীর সাগর এলাকায় পুলিশ অভিযান চালিয়ে পাঁচ লাখ ইয়াবাসহ আটজনকে গ্রেফতার করে। এ ঘটনায় কক্সবাজারসদর থানায় মামলার পর সাক্ষ্য-প্রমাণে ঘটনা প্রমাণ হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেছেন আদালত। এসময় অভিযুক্তরা আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি টেকনাফ থেকে আট লাখ ইয়াবা উদ্ধার মামলায় তিন রোহিঙ্গাসহ চার আসামির ১৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা করে নগদ অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আর ৩০ জানুয়ারির রায়ে ইয়াবা পাচার মামলায় মিয়ানমারের আট নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিশাত সুলতানা। রায়ে তাদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

একই ভাবে ২৪ জানুয়ারি আরেক ইয়াবা পাচার মামলায় মিয়ানমারের তিন নাগরিককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল। এসময় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও করা হয়। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন আদালত। সাজা শেষ হলে আসামিদের মিয়ানমারে পাঠানোর নির্দেশনাও দেওয়া হয় রায়ে। রায় ঘোষণাকালে আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন। এরই ধারাবাহিকতায় বুধবার আটজনের ১০ বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

সায়ীদ আলমগীর/এমআরআর