ইয়াবাপাচারের দায়ে মিয়ানমারের ৮ নাগরিকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ৩০ জানুয়ারি ২০২৩

ইয়াবাপাচার মামলায় মিয়ানমারের আট নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন কক্সবাজার আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিশাত সুলতানা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ দইল্যা, মো. রবি আলম, মোহাম্মদ আলম, মো. শফিকুল, মো. রফিক, মো. নুরে আলম, আলী আহমদ ও নুরুল আমিন। তারা সবাই মিয়ানমারের আকিয়াব ও মংডুর বিভিন্ন থানার বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ইয়াবা মামলায় মিয়ানমারের ৩ নাগরিকের যাবজ্জীবন

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম বিষয়টি জাগো নিউজকে বলেন, ২০২১ সালে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় ২ লাখ ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে আটক হন এ ৮ রোহিঙ্গা নাগরিক। এরপর টেকনাফ থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়। শুনানি শেষে বিচারক রায় ঘোষণা করেন।

এর আগে ২৪ জানুয়ারি ইয়াবা এবং মিয়ানমারের মুদ্রা (কিয়াট) উদ্ধারের মামলায় মিয়ানমারের তিন নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন কক্সবাজারের একই আদালত।

সায়ীদ আলমগীর/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।