ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রোহিঙ্গা ক্যাম্পে আরসাকে অস্ত্র সরবরাহকালে গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ০৬ এপ্রিল ২০২৩

কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তায়নে জড়িত আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও অন্যদের কাছে অস্ত্র সরবরাহ করার সময় তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে কক্সবাজারের চকরিয়া বড় ভেওলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন।

গ্রেফতাররা হলেন মোক্তার আহমদ (৫২), আব্দুর রহিম (৪০) ও এনামুল হক (৩৮)।

বিকেলে সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়ার বড় ভেওলা লাল ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় অটোরিকশাচালকসহ তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি একনলা বন্দুক, একটি দুনলা বন্দুকসহ চারটি আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র বিক্রির এক লাখ ৫ হাজার টাকা, এটিএম কার্ড ও এনআইডি কার্ড উদ্ধার করা হয়।

রোহিঙ্গা ক্যাম্পে আরসাকে অস্ত্র সরবরাহকালে গ্রেফতার ৩

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে তারা মহেশখালী ও চকরিয়া থানা এলাকায় গোপনে অবৈধ অস্ত্রের ব্যবসা করে আসছেন। তারা আরসাসহ বিভিন্ন দুষ্কৃতকারীদের কাছে নিয়মিত অস্ত্র সরবরাহ করতেন।

র‌্যাব-১৫ এর অধিনায়ক সাইফুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে চকরিয়া থানায় সোপর্দ করা হয়েছে। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

এসএএল

সায়ীদ আলমগীর/এসআর/জেআইএম