পাহাড়ের পাদদেশে পড়ে থাকা হাতি শাবককে চিকিৎসা দিচ্ছে বনবিভাগ
কক্সবাজারের চকরিয়ার খুটাখালীতে পাহাড়ের পাদদেশে অসুস্থ হয়ে পড়ে থাকা একটি বন্য হাতি শাবককে পরম যত্নে চিকিৎসা দিচ্ছে বন বিভাগ। সুস্থ হয়ে আবার বনে না ফেরা পর্যন্ত শাবকটির পাশে পাহারাও বসানো হয়েছে।
খুটাখালী মৌজার পাহাড়ের পাদদেশে গত সোমবার রাতে পালের সঙ্গে হাঁটতে হাঁটতে হাতি শাবকটি হঠাৎ ঢলে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার থেকে হাতি শাবকটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আনোয়ার হোসেন সরকার।

তিনি জানান, মঙ্গলবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের টহল দল সেখানে ছুটে যায়। অবস্থা পর্যবেক্ষণ করে দুলাহাজারা সাফারি পার্কের ভেটেনারি চিকিৎসককে খবর দেওয়া হয়। মঙ্গলবার বিকেলে চিকিৎসক দল গিয়ে হাতি শাবকটির চিকিৎসা শুরু করে।
ভেটেরিনারি চিকিৎসক জুলকারনাইন বলেন, হাতি শাবকটি পায়ে খুব আঘাত পেয়েছে। ফলে পা-টি অবসের মতো হয়ে কোনোভাবেই উঠতে পারছে না। মঙ্গলবার থেকে আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি। আমরা আশাবাদী খুব দ্রুত সুস্থ হয়ে হাতি শাবকটি আবার হাঁটাহাঁটি করবে।

ডিএফও আনোয়ার হোসেন বলেন, চিকিৎসা শুরুর পর আমাদের লোকজন বদলি দিয়ে সবসময় হাতি শাবকটির কাছাকাছি অবস্থান করছে। বুধবার বিকেলে আমি নিজে গিয়ে দেখে এসেছি। আমরা ওই এলাকায় সার্বক্ষণিক টহলের ব্যবস্থা করেছি। তবে ঘটনার পর থেকে মা হাতি কিংবা অন্য হাতির পাল চিকিৎসারত এলাকায় আসেনি বলে জানিয়েছেন পাহারা ও টহল দল।
কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বলেন, হাতির বাচ্চা পড়ে থাকার বিষয়টি বিভাগীয় বন কর্মকর্তার মাধ্যমে জেনেছি। যে কোনোভাবে হাতি শাবকটিকে সুস্থ করে বনে ফেরানোর ব্যবস্থা করতে পরামর্শ দেওয়া হয়েছে।
সায়ীদ আলমগীর/এমআরআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মেয়াদোত্তীর্ণ খাদ্য ও প্রসাধনী বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- ২ নির্ধারিত সময়ের আগে ভোটের প্রচারণা, বিএনপির প্রার্থীকে শোকজ
- ৩ রাজনৈতিক ও নির্বাচনি পরিবেশ কলুষিত হয়ে পড়েছে: বদিউল আলম মজুমদার
- ৪ খাগড়াছড়ির ২০৩ ভোট কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৬৩
- ৫ অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথাযথ ভূমিকা পালন করবে