ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শিক্ষার্থীদের আন্দোলন

অবশেষে সাবেক ছাত্রলীগ নেতা সজলের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৯:০৭ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৩

বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সজল ঘোষের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে সদর থানায় বগুড়া ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থী শাহরিয়ার হোসেন বাদী হয়ে মামলাটি করেন। সজল ঘোষ বগুড়া রহমাননগর এলাকার মৃত সুমেন ঘোষের ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, এক যুগ ধরে অবৈধভাবে আইএইচটির ছাত্রাবাসের ২১৮ নম্বর কক্ষ দখল করে ছাত্রলীগের সাবেক এ নেতা সজল ঘোষ শিক্ষার্থীদের আটক করে মারধর করা, চাঁদাবাজি, অর্থ আদায়, প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। পুরো ক্যাম্পাসে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে ভীতিকর পরিবেশ তৈরি করতেন সজল।

আরও পড়ুন: বগুড়া আইএইচটি শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ

এছাড়া শিক্ষার্থীদের মারধর, হলে সিট বাণিজ্য, মাদক সেবন এবং পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা জোর করে নেন তিনি। ২৯ আগস্ট বিকেল থেকে তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বিক্ষোভ চালিয়ে যান শিক্ষার্থীরা।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ জাগো নিউজকে বলেন, অভিযুক্ত ছাত্রলীগ নেতা পলাতক আছেন। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।

এসজে/জেআইএম