ভোলায় আ.লীগের অফিসে হামলা : আহত ২০
ভোলার দ্বিতীয় তফসিলের নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার রাতে রাজাপুরে আ.লীগের অফিসে হামলা ও ভাংচুর করেছে এক মেম্বার প্রার্থীর সমর্থকরা। এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন।
এ সময় রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক আব্দুল মান্নানকে লাঞ্ছিত করার পাশপাপাশি অপর মেম্বার প্রার্থী মোতাছিনের বাড়ি, ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুরসহ লুটপাট করে মেম্বার প্রার্থী মিলনের ভাড়াটে সন্ত্রাসীরা। আহতদের ভোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে শুক্রবার দুপুরে ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন রাজাপুর আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়ে দোষী ও সন্ত্রাসীদেও গ্রেফতার দাবি করেন আ.লীগ নেতারা।
রাজাপুর আওয়ামী লীগের সম্পাদক আব্দুল মান্নান জানান, রাজাপুরে মিলন মেম্বার গ্রুপ ও মোতাছিন গ্রুপের মধ্যে সংঘাতের খবর পেয়ে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান মোশারেফ মিয়ার নির্দেশে দলীয় অফিসে অবস্থান নিয়ে উভয় পক্ষকে শান্ত থাকার খবর পাঠান। এক পর্যায়ে মিলন মেম্বার ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে আওয়ামী লীগ অফিসে হামলা করে।
তবে এসব হামলার বিষয় অস্বীকার করেছেন মিলন মেম্বার।
অমিতাভ অপু/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে