ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

২০১৭ সালের মধ্যে শার্শার প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছাবে

প্রকাশিত: ০৩:৪১ পিএম, ২৫ মার্চ ২০১৬

যশোর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেছেন, আওয়ামী লীগ কখনো চাপাবাজির রাজনীতি করে না। যা বলে তাই করে। তার বাস্তব উদাহরণ শার্শাবাসীর উন্নয়ন। যেখানে দেশ স্বাধীনের আগে থেকেই আপনারা বিদ্যুৎ বঞ্চিত ছিলেন। সেখানে এখন প্রতিটি গ্রামের মানুষ বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছেন।

শুক্রবার বিকেলে যশোরের শার্শা উপজেলার টেংরা ও মহিষাকোড়া গ্রামের ৪৮০ পরিবারের মাঝে নতুন বিদ্যুতায়নের শুভ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা ২০২১ সাল পর্যন্ত নয়, ইতিমধ্যে আমার শার্শার প্রতিটি এলাকায় বিদ্যুতের কাজ শেষের পথে। আশা করি ২০১৭ সালের মধ্যে শার্শা উপজেলার প্রতিটি বাড়িতে বিদ্যুতের আলো পৌঁছে দিতে পারবো বলে আমি বিশ্বাস করি।  

টেংরা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইবাদ আলী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, শার্শা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মনোয়ারুল ইসলাম, শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া আফরোজ, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল ও বাগআঁচড়া ইউপি চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল প্রমুখ।

জামাল হোসেন/এআরএ/এমএস