ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য তৈরি, ৩ লাখ টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০২:৫৯ পিএম, ০৯ অক্টোবর ২০২৩

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এলসন গ্রুপে অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সোমবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার কাঁচপুরের বিসিক শিল্পনগরী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা। এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুরাইয়া সাইদুন নাহার, জেলা পুলিশের একটি টিম।

আরও পড়ুন: এক স্যালাইনে ১৫০ টাকা বেশি নিয়ে জরিমানা গুনলেন ১০ হাজার

এ বিষয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা বলেন, দীর্ঘদিন ধরে নুরুল ইসলামের মালিকানাধীন এই কোম্পানিতে অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য (লিচু, কেক, জুস, চকলেট, ক্যান্ডি চকলেট) উৎপাদন হয়ে আসছিল। এছাড়া কিছু উৎপাদিত পণ্য মেয়াদোত্তীর্ণ ছিল। এসব কারণে তাদের তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হবে।

তিনি আরও বলেন, জরিমানার পাশাপাশি তাদের সর্তক করা হয়েছে। একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে এই কোম্পানির উৎপাদিত পরিবেশ ঠিক করা না হলে আরও বড় শাস্তি দেওয়া হবে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

রাশেদুল ইসলাম রাজু/জেএস/জিকেএস