এক স্যালাইনে ১৫০ টাকা বেশি নিয়ে জরিমানা গুনলেন ১০ হাজার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০১:২৫ পিএম, ০৯ অক্টোবর ২০২৩

 

সিরাজগঞ্জে ১০০ টাকা দামের ডিএনএস স্যালাইন ২৫০ টাকায় বিক্রির দায়ে হেলথ অ্যান্ড লাইফ নামে এক ফার্মেসিকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৯ অক্টোবর) সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ। এ সময় সদর থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সিরাজগঞ্জে পাঁচ প্রতিষ্ঠানকে সাড়ে ২৮ হাজার টাকা জরিমানা

তিনি বলেন, সকালে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ক্রেতা সেজে হেলথ অ্যান্ড লাইফ ফার্মেসিতে যাই। সেখান থেকে ১০০ টাকা ৮৯ পয়সা দামের ডিএনএস স্যালাইন ২৫০ টাকায় কিনি। পরে বেশি দাম রাখায় হেলথ অ্যান্ড লাইফ ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করি। এরপর শহরের বাজার স্টেশন এলাকায় স্মরণ ফল ভাণ্ডারকে এক হাজার টাকা জরিমানা করি।

তিনি আরও বলেন, ভোক্তা অধিকার অধিদপ্তরের নির্দেশে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালানো হয়েছে। এ সময় সদর থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এম এ মালেক/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।