ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে ১৪ বস্তা পলিথিন জব্দ, জরিমানা

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৩:১২ পিএম, ১৮ অক্টোবর ২০২৩

ফরিদপুরের নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৪ বস্তা নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে পৌরসভার কলেজবালিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মইনুল হক।

jagonews24

এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মইনুল হক বলেন, গোপন সংবাদে ভিত্তিতে ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ১৪ বস্তা নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়। এ সময় অভিযুক্ত ব্যবসায়ী মোহাম্মদ আলীকে (৫৫) নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয় ও জব্দকৃত পলিথিন ধ্বংস করা হয়।

এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস