জাল ভোট একটি পেলেও কেন্দ্র বন্ধ: ইসি আহসান হাবিব
কোনো কেন্দ্রে যদি একটি জাল ভোটও হয় তাহলে ওই কেন্দ্রের ভোট বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের সঙ্গে আচরণ-বিধি ও অন্যান্য বিষয়ে মতবিনিময় সভা শেষে সন্ধ্যায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, প্রায়োজনে প্রতিটি কেন্দ্রের বাহিরে সাংবাদিকরা ক্যামেরা নিয়ে থাকবেন। কেউ ভোট দিয়ে আসলে তাদের প্রশ্ন করবেন। যদি তারা বলে এত সুন্দর ভোট আর কখন দেখিনি তাহলে আমরা ১০০ তে ১০০ নম্বর পাবো। আর ভোটাররা যদি বলেন কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারিনি বা অনিয়ম হচ্ছে তাহলে সঙ্গে সঙ্গে ওই কেন্দ্রের ভোট বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাকে সাসপেন্ট করা হবে। প্রায়োজনে আবারও ভোট নেবো। কিন্তু কিছুতেই অসচ্ছতা ও অসততা মেনে নেওয়া হবে না।
বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জের জিআইজি মো. জামিল হাসান, ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা আরিফুজ্জামানসহ ভোলার চারটি আসনের প্রার্থীরা।
জুয়েল সাহা বিকাশ/এএইচ/এএসএম