ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মহাপরিচালক

নির্বাচন বানচাল করতে চাইলে প্রতিহত করবে কোস্টগার্ড

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ০৫:১১ পিএম, ০৪ জানুয়ারি ২০২৪

কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী বলেছেন, দ্বাদশ সংসদ নির্বাচনে কোনো প্রকার ধ্বংসাত্মক, সন্ত্রাসী কর্মকাণ্ড বা নির্বাচনকে বানচাল করতে চাইলে কোস্টগার্ড সদস্যরা তা প্রতিহত করবেন। পরিস্থিতি মোকাবিলার জন্য কোস্টগার্ড প্রস্তুত রয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে ভোলা সদরের ৮ নম্বর মধ্য ইলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজাপুর ও কাচিয়া কোস্টগার্ড ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মহাপরিচালক।

কোস্টগার্ড মহাপরিচালক বলেন, নির্বাচন কমিশন থেকে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হবে। সেজন্য আমরা কাজ করছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশ কোস্টগার্ডও নির্বাচন-পূর্ববর্তী, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সময়ে মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে।

ভোলার চারটি আসনে ১০ প্লাটুন কোস্টগার্ড সদস্য মোতায়েন রয়েছেন।

জুয়েল সাহা বিকাশ/এসআর/জেআইএম