যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
নাটোরের গুরুদাসপুরের নাজিরপুরে শামীম আহমেদ নামে এক যুবকের হাত-পা বাঁধা গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের পিছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শামীম আহমেদ বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের জামাইদিঘি গ্রামের আলহাজ্জ জনাব আলীর ছেলে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন ও স্থানীয়রা জানান, শামীম আহমেদ লিচু বাগানে কাজ করার জন্য গতকাল রোববার গুরুদাসপুরে তার এক আত্মীয়ের বাড়িতে যান। পরে তিনি তার বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। রাতে তাকে অনেক খুঁজেও পাওয়া যায়নি।
পরে আজ সকালে স্থানীয়রা বিদ্যালয়ের পিছনে হাত-পা বাঁধা গলাকাটা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
রেজাউল করিম রেজা/এফএ/এমএস