ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কেমিক্যাল দিয়ে আম পাকানোর দায়ে ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত: ০৯:২৯ এএম, ১৭ মে ২০১৬

কাঁচা আম কেমিক্যাল দিয়ে পাকানোর সময় নাটোরের বাগাতিপাড়ায় শাহাব উদ্দিন নামে এক আম ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এলাকাবাসী জানায়, বাগাতিপাড়া ডিগ্রি কলেজ সংলগ্ন রফিক মাস্টারের আম বাগানের আম কিনে নেন রাজশাহীর বাঘা উপজেলার বাউসা গ্রামের মৃত নঈম উদ্দিনের ছেলে শাহাব উদ্দিন। মঙ্গলবার দুপুরে সে ওই বাগান থেকে কাঁচা আম সংগ্রহ করে তা পাকানোর জন্য কেমিক্যাল মেশাতে থাকে।

এসময় বিষয়টি দেখে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেন। খবর পেয়ে ইউএনও খন্দকার ফরহাদ আহম্মদ পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই আম ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন। পরে কেমিক্যাল মিশ্রিত আমগুলো ধ্বংস করা হয়।

বাগাতিপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা খন্দকার ফরহাদ আহম্মদ বলেন, রাসায়নিক সার মিশ্রিত অপরিপক্ক আমের বাজারজাত ঠেকাতে প্রশাসন কঠোর নজরদারী রেখেছে।

রেজাউল করিম/এফএ/এমএস

আরও পড়ুন