ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

শেয়ারপ্রতি ২ টাকা লভ্যাংশ দেবে অ্যাপেক্স ফুড

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১২:১৬ পিএম, ০৯ অক্টোবর ২০২৫

বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি অ্যাপেক্স ফুডের পরিচালনা পর্ষদ। এতে কোম্পানিটির শেয়ারহোল্ডার শেয়ারপ্রতি ২ টাকা নগদ লভ্যাংশ পাবেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএসই জানিয়েছে, আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে আগামী ২৯ নভেম্বর। ওইদিন শেয়ারহোল্ডারদের মতামতের ভিত্তিতে এ লভ্যাংশ পাস হবে।

আরও পড়ুন
শেয়ারপ্রতি ২ টাকা লভ্যাংশ দেবে অ্যাপেক্স স্পিনিং 
টাকা ছাপাতেই খরচ ২০ হাজার কোটি টাকা, ক্যাশলেস লেনদেনে গুরুত্বারোপ 

লভ্যাংশ পাওয়ার যোগ্য বিনিয়োগকারী নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ অক্টোবর। অর্থাৎ ৩০ অক্টোবর যেসব বিনিয়োগকারীর কাছে প্রতিষ্ঠানটির শেয়ার থাকবে তারাই লভ্যাংশ পাবেন।

কোম্পানিটির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত বছরে অ্যাপেক্স ফুডের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬ টাকা ৪১ পয়সা। এসময় শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২৬ টাকা ৫ পয়সা।

অ্যাপেক্স ফুডের মোট শেয়ার সংখ্যা ৫৭ লাখ ২ হাজার ৪০০ টাকা। এই শেয়ারের ৫৩ দশমকি ৩৯ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে ৩৯ দশমকি ৪০ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৭ দশমকি ২১ শতাংশ শেয়ার রয়েছে।

এমএএস/কেএসআর/জিকেএস