ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

আদনীন কুয়াশার থ্রিলার ‘ক্রোধ কিংবা প্রলয়’

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:৪৯ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৫

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে গল্পকার এবং ঔপন্যাসিক আদনীন কুয়াশার থ্রিলার ‘ক্রোধ কিংবা প্রলয়’। বইটি প্রকাশ করেছে জ্ঞানকোষ প্রকাশনী। লেখকের মীরা সিরিজের দ্বিতীয় উপন্যাস এটি। মীরা সিরিজের সাইকো থ্রিলার ‘ভ্রম বিভ্রম’ অখণ্ড পর্ব পড়ার অপেক্ষায় যারা ছিলেন; তাদের জন্য এটি বাড়তি পাওনা বলে জানিয়েছেন লেখক।

লেখক ক্রোধ কিংবা প্রলয় সম্পর্কে বলেন, ‘থ্রিলার আমার পছন্দের জনরা হলেও বেশ কয়েকটি সামাজিক গল্পনির্ভর উপন্যাস নিয়েই কাজ করেছি। ২০২৪ সালের মেলায় পাঠকের আক্ষেপের কারণে সেদিনই পরিকল্পনা করে ফেলেছিলাম সামনের মেলায় থ্রিলারই থাকবে।’

আরও পড়ুন

বইটি পড়ার সময় দুর্ধর্ষ এক সাইকো কিলার সংঘের সঙ্গে পরিচয় হবে; যারা কি না প্রতি বছর নির্দিষ্ট সময়ের মধ্যে শহরের নানা বয়সী নারীকে হত্যা করে চলেছে। যে হত্যা স্বাভাবিক নয়। সাইকো কিলার অসহায় নারীদের শরীরের রক্তের শেষ বিন্দু পর্যন্ত কেড়ে নেয়। এর পেছনে কারণ কী? এসব ভয়ানক ঘটনার পেছনেই ছুটতে থাকে মীরা এবং এসআই নূরুল।

বইটির প্রচ্ছদ করেছেন কপোতাক্ষ এবং টাইপোতে ছিলেন সামিউল হাসান। বইমেলায় পাওয়া যাচ্ছে জ্ঞানকোষ প্রকাশনীর ২৪ নম্বর প্যাভিলিয়নে। বইটির মুদ্রিত মূল্য ৫০০ টাকা হলেও ছাড়ে ৩৭৫ টাকায় পাবেন। এ ছাড়া অনলাইন বুকশপগুলোতে পাওয়া যাচ্ছে।

এসইউ/এমএস

আরও পড়ুন