সাংবাদিক ফারুকের ‘মেরুকরণের রাজনীতি: শাহবাগ-শাপলা বিতর্ক’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:১৩ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

অমর একুশে বইমেলায় এসেছে সাংবাদিক এ এইচ এম ফারুকের ‘মেরুকরণের রাজনীতি: শাহবাগ-শাপলা বিতর্ক’ শিরোনামে সাক্ষাৎকারভিত্তিক বই। অপরাধবিষয়ক বিটের সিনিয়র এ সাংবাদিকের বইতে দেশের রাজনীতির নানা মেরুকরণ উঠে এসেছে।

বিশেষ করে আওয়ামী লীগ-বিএনপিসহ ডান-বাম দুই শিবিরের তর্কিত-বিতর্কিত বিভিন্ন বিষয়ে বিশ্লেষণাত্মক আলোচনা উঠে এসেছে। দেশের রাজনৈতিক সংকট, সংবিধান সংস্কার, সংশোধন এবং বিতর্ক ছাড়াও বিদগ্ধজনদের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের অনেক অজানা তথ্য তুলে এনেছেন তিনি।

বইটির প্রচ্ছদ করেছেন মো. পিয়াল হোসেন। দেশবরেণ্য ২৫ গুরুত্বপূর্ণ ব্যক্তির বিভিন্ন ইস্যুতে বিশ্লেষণের ৩১২ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ৬০০ টাকা। বইমেলা উপলক্ষে বিশেষ ছাড়ে পাওয়া যাচ্ছে আল হামরা প্রকাশনীর ৬৯৩-৬৯৪ নম্বর স্টলে।

লেখক জানান, যারা শাহবাগ-শাপলা বিতর্কসহ বাংলাদেশের রাজনৈতিক সংকট ও প্রেক্ষাপট নিয়ে গভীরভাবে জানতে চান, তাদের জন্য এই বই হতে পারে অপরিহার্য এক সংগ্রহ।

বইটিতে স্থান পেয়েছে বিডিআরের সাবেক আলোচিত মহাপরিচালক মেজর জেনারেল এ এল এম ফজলুর রহমান, কবি-প্রাবন্ধিক ও গবেষক কমরেড ফরহাদ মজহার, গণস্বাস্থ্যের ট্রাস্টি ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম শাখাওয়াত হোসেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এম. শাহিদুজ্জামান, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ইসলামি আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি ফয়জুল করিম, জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরসহ ২৫ গুরুত্বপূর্ণ ব্যক্তির সাক্ষাৎকার।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।