ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সালমান শাহ হত্যা মামলা

আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে তথ্য পাঠালো পুলিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৫২ পিএম, ২৫ অক্টোবর ২০২৫

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর তার সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠিয়েছে পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি নিশ্চিত করেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক।

ওসি গোলাম ফারুক বলেন, আদালতের নির্দেশে সালমান শাহ হত্যা মামলা নেওয়া হয়েছে। এতে ১১ জনকে এজাহারভুক্ত আসামি এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলা রুজুর পর তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

তিনি বলেন, মামলার ১১ আসামির বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তাদের মধ্যে কেউ কেউ দেশের বাইরে থাকতে পারেন। দেশে থাকা আসামিদের শনাক্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাকিংসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আসামিরা যেন দেশত্যাগ করতে না পারেন, সেজন্য তাদের নামসহ তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

সালমান শাহর ছোটো ভাই শাহরান লাইভে এসে সামিরাকে যা বললেন
আমার প্রিয় নায়কের বুকে আমি নিজেই ছুরি চালাই: মর্গকর্মী রমেশ
সালমান শাহ হত্যা মামলার আসামিরা ঘুরে বেড়াচ্ছে
আদালতের নির্দেশে স্বস্তি, তবে হুমকিতে নীলা চৌধুরী

রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, মামলার তদন্তে কোনো ধরনের চাপ নেই। শিগগির আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

গত ২১ অক্টোবর মধ্যরাতে রাজধানীর রমনা থানায় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করা হয়। মামলার বাদী হলেন তার মামা আলমগীর কুমকুম।

এজাহারে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে সালমান শাহর স্ত্রী সামিরা হককে। এছাড়া ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কয়েকজনের নাম রয়েছে। মোট ১১ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাতনামা কয়েকজনকেও আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এরপর শুরু হয় দীর্ঘ তদন্তযাত্রা, যা প্রায় তিন দশক ধরে অপমৃত্যু মামলা হিসেবেই চলতে থাকে। পরবর্তীসময় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে মত দেয়।

তবে সালমান শাহর মা নীলা চৌধুরী শুরু থেকেই ওই প্রতিবেদন মানতে অস্বীকৃতি জানান এবং দাবি করে আসেন, তার ছেলেকে হত্যা করা হয়েছে।

টিটি/এমএএইচ/জেআইএম

টাইমলাইন

  1. ০৫:৫৮ পিএম, ০১ নভেম্বর ২০২৫ সালমান শাহ হত্যা মামলার আসামিদের গ্রেফতারসহ ৫ দফা দাবি
  2. ০৫:২২ পিএম, ০১ নভেম্বর ২০২৫ সালমান শাহকে বড় ভাই ও সামিরাকে ঘনিষ্ঠ বন্ধু বললেন শাবনূর
  3. ০৩:২৫ পিএম, ৩০ অক্টোবর ২০২৫ সামিরার মায়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  4. ০৯:১২ পিএম, ২৯ অক্টোবর ২০২৫ মৃত্যুর আগের দিন এই অভিনেতাকে কেন খুঁজেছিলেন সালমান শাহ
  5. ০২:৪২ পিএম, ২৮ অক্টোবর ২০২৫ সালমান শাহ মারা যাওয়ার সময় কোথায় কী করছিলেন ডন
  6. ১২:৩৫ পিএম, ২৮ অক্টোবর ২০২৫ পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন অভিনেতা ডন
  7. ০৯:৪৭ এএম, ২৮ অক্টোবর ২০২৫ সালমান শাহ হত্যা মামলা ট্রেন্ডিংয়ে, সামিরা-ডনও আলোচনায়
  8. ০৬:০৫ পিএম, ২৭ অক্টোবর ২০২৫ সালমান শাহের গোপন ডায়েরিতে মালেক আফসারীর নাম, কী লেখা ছিল
  9. ০১:৩৭ পিএম, ২৭ অক্টোবর ২০২৫ সালমান হত্যা মামলায় গ্রেফতার আতঙ্কে লাপাত্তা সামিরা ও ডন
  10. ০১:৫৬ পিএম, ২৬ অক্টোবর ২০২৫ আমি কোনো দোষ দেখিনি সামিরার: ডন
  11. ০৪:৫২ পিএম, ২৫ অক্টোবর ২০২৫ আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে তথ্য পাঠালো পুলিশ
  12. ০৩:৩৩ পিএম, ২৫ অক্টোবর ২০২৫ সালমান শাহর ছোটো ভাই শাহরান লাইভে এসে সামিরাকে যা বললেন
  13. ১২:৪৯ পিএম, ২৫ অক্টোবর ২০২৫ আমার প্রিয় নায়কের বুকে আমি নিজেই ছুরি চালাই: মর্গকর্মী রমেশ
  14. ০৬:৫১ পিএম, ২৪ অক্টোবর ২০২৫ সালমান শাহ হত্যা মামলার আসামিরা ঘুরে বেড়াচ্ছে
  15. ০৩:০৭ পিএম, ২৪ অক্টোবর ২০২৫ আদালতের নির্দেশে স্বস্তি, তবে হুমকিতে নীলা চৌধুরী
  16. ০১:৪২ পিএম, ২১ অক্টোবর ২০২৫ সালমান শাহ হত্যা মামলায় স্ত্রী সামিরাসহ নতুন করে আসামি হলেন যারা
  17. ০৫:৩৩ পিএম, ২০ অক্টোবর ২০২৫ অবশেষে হত্যা মামলার নির্দেশ দিলেন আদালত
  18. ০৫:৫৬ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৫ সালমান শাহর লুক আজও তরুণদের অনুপ্রেরণা