মেজবাউল ইসলাম
আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিয়োগ
জাগোনিউজ২৪.কম আয়োজিত গোলটেবিল বৈঠকে কথা বলছেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট মো. মেজবাউল ইসলাম
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট মো. মেজবাউল ইসলাম বলেছেন, ২০১৬ সালে দেশের ১৬টি মেডিকেল কলেজে ৩২টি ক্লিনিক্যাল সাইকোলজিস্টের পদ তৈরি হয়। কিন্তু সেই ৩২ পদের বিপরীতে এখন পর্যন্ত কোনো নিয়োগ দেওয়া হয়নি। এই প্রক্রিয়া এখন আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে।
তিনি বলেন, বর্তমানে আমরা সরকারিভাবে দুইজনই ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছি। আরেকজন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক জহির উদ্দীন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাগোনিউজ২৪.কম আয়োজিত ‘বিপর্যয়-জরুরি অবস্থায় মানসিক স্বাস্থ্যসেবা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি ১৯৯৭ সালে যখন পাবনা মানসিক হাসপাতালে যোগ দেই, তখন একটি পদই ছিল। পর্যায়ক্রমে পদগুলো তৈরি হয়েছে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্যোগ নেয় যে, আরও ক্লিনিক্যাল সাইকোলজিস্টের পদ দরকার। সেই অনুযায়ী ২০১৬ সালে ৩২টি পদ তৈরি হয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এটি রাজস্ব খাতে অন্তর্ভুক্তও হয়। পদ্গুলোতে নিয়োগের জন্য সরকারি অর্ডার ইস্যু হয়। তবুও নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। কারণ এখন নিয়োগ দিতে হলে পিএসসি ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন দরকার যেন বাজেট বরাদ্দ হয়। এই প্রক্রিয়া এখন আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে।
আরও পড়ুন
দুর্যোগের সময় একজন সাইকোলজিক্যাল কাউন্সেলর খুবই জরুরি
হাসপাতালে অক্সিজেন স্বল্পতা রয়েছে, এর দায় সরকারের: স্বাস্থ্যসচিব
শিশু অন্ধত্ব নিবারণে আরওপি সচেতনতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের
হৃদরোগের বাড়তি ঝুঁকিতে বাংলাদেশ, প্রতিরোধই প্রধান অস্ত্র
ওষুধের পাশাপাশি সাইকোথেরাপিও দরকার উল্লেখ করে তিনি বলেন, আমি যখন পাবনা মানসিক হাসপাতালে কাজ করি, তখন দেখি ক্লিনিক্যাল সাইকোলজিস্টের দায়িত্ব অনেক চাপের। কারণ, মানুষ এখন বুঝতে শুরু করেছে, ওষুধের পাশাপাশি কাউন্সেলিং বা সাইকোথেরাপিও দরকার। আগের তুলনায় এই বিষয়ে সচেতনতা বাড়ছে। মানুষ এখন সাইকিয়াট্রিস্ট বা ডাক্তারদের মাধ্যমে বুঝছে যে, হ্যাঁ, কাউন্সেলিংও প্রয়োজন।
ওষুধ দিয়ে সব মানসিক রোগ নিরাময় করা যায় না উল্লেখ করে তিনি বলেন, সাইকোথেরাপি একটি সলিউশন বা প্রপার ট্রিটমেন্ট, কারণ ওষুধ দিয়ে সব জটিলতা নিরাময় করা যায় না। একজন মানসিক রোগীর চিন্তাভাবনা, আবেগ, অনুভূতি, অ্যাডজাস্টমেন্ট, এসব সমস্যা ওষুধে পুরোপুরি সমাধান হয় না। তার চিন্তার জটিলতার জন্য সাইকোলজিক্যাল ইন্টারভেনশন প্রয়োজন, যেমন কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। একজন রোগী যদি বুঝতে পারে তার চিন্তা ও আচরণ কীভাবে কাজ করছে, তাহলে সে নিজেই তার সমস্যাকে অনেকাংশে অতিক্রম, মোকাবিলা বা মানিয়ে নিতে সক্ষম হবে।
আরএএস/এএমএ/জিকেএস
টাইমলাইন
- ০৮:৩৬ পিএম, ১০ অক্টোবর ২০২৫ দুর্যোগে মানসিক স্বাস্থ্য: দ্রুত সেবা ও সচেতনতার ওপর বিশেষ জোর
- ০৮:০৯ পিএম, ১০ অক্টোবর ২০২৫ আশ্বাসে আশান্বিত হতেন মাইলস্টোনে আহতদের স্বজনরা
- ০৭:২৪ পিএম, ১০ অক্টোবর ২০২৫ পরীক্ষায় খারাপ ফল করায় আত্মহননের প্রবণতা বাড়ছে, করণীয় কী
- ০৭:০৯ পিএম, ১০ অক্টোবর ২০২৫ সাইকিয়াট্রিক নার্সদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ জরুরি
- ০৫:৫৪ পিএম, ১০ অক্টোবর ২০২৫ আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিয়োগ
- ০৪:৪৪ পিএম, ১০ অক্টোবর ২০২৫ মানসিক রোগী মানেই বলে ‘পাগল’, চিকিৎসার বাইরে ৯২ শতাংশ
- ০৩:৪৬ পিএম, ১০ অক্টোবর ২০২৫ ইন্টারনেট আসক্তিতে বাড়ছে তরুণদের মানসিক চাপ
- ০৩:৩৯ পিএম, ১০ অক্টোবর ২০২৫ শিশুর ইন্টারনেট আসক্তি মোকাবিলায় নেতৃত্ব দিতে হবে পরিবারকেই
- ০১:৫৪ পিএম, ১০ অক্টোবর ২০২৫ দুর্যোগের সময় একজন সাইকোলজিক্যাল কাউন্সেলর খুবই জরুরি
- ১২:২৫ পিএম, ১০ অক্টোবর ২০২৫ আইনে শাস্তির বিধান থাকায় আত্মহত্যার বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায় না
- ১১:৫৫ এএম, ১০ অক্টোবর ২০২৫ লাইক আর ফলোয়ার নির্ভর সুখের বিপরীত চিত্র
- ১০:৫৭ এএম, ১০ অক্টোবর ২০২৫ ‘মানসিক বিপর্যয়ে’ পাবনা মানসিক হাসপাতাল
- ১০:১৩ এএম, ১০ অক্টোবর ২০২৫ পড়ালেখার ধরন বদলে যাওয়ায় মানসিক চাপে শিশু শিক্ষার্থীরা
- ০৯:৫৩ এএম, ১০ অক্টোবর ২০২৫ সংকটকালে মানসিক স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার
- ০৮:৪৫ এএম, ১০ অক্টোবর ২০২৫ দুর্যোগ পরিস্থিতিতে প্রতি পাঁচজনে একজন মানসিক রোগে আক্রান্ত হন
- ০৮:৩০ এএম, ১০ অক্টোবর ২০২৫ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ
- ১০:০৬ পিএম, ০৯ অক্টোবর ২০২৫ মানসিক রোগীদের ৯২ শতাংশই চিকিৎসার বাইরে, প্রধান অন্তরায় লজ্জা
- ০৪:৩০ পিএম, ০৯ অক্টোবর ২০২৫ বছরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় ৫০-৬০ লাখ মানুষ
- ১১:০৭ এএম, ০৯ অক্টোবর ২০২৫ যে কোনো বিপর্যয়ে মনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি
- ০৯:৪৪ এএম, ০৮ অক্টোবর ২০২৫ গাছ কমাতে পারে আপনার মানসিক চাপ
- ০৫:২৯ পিএম, ০৭ অক্টোবর ২০২৫ ব্যক্তিত্বজনিত মানসিক সমস্যা হতে পারে শৈশবের ট্রমা থেকে
- ০৭:১৮ পিএম, ০৬ অক্টোবর ২০২৫ বুলিরা কেন বুলিং করে
- ০৫:০৬ পিএম, ০২ অক্টোবর ২০২৫ অতিরিক্ত রাগ কীসের লক্ষণ