ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

অতিরিক্ত রাগ কীসের লক্ষণ

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০৫:০৬ পিএম, ০২ অক্টোবর ২০২৫

রাগ মানুষের স্বাভাবিক আবেগের একটি অংশ। যখন আমরা হুমকি, অবিচার বা অন্যায়ের মুখোমুখি হই, তখন মস্তিষ্কের অ্যামিগডালা নামক অংশ সক্রিয় হয়ে ওঠে।

এতে শরীরে অ্যাড্রেনালিন ও কর্টিসল নামের হরমোন বের হয়, যা আমাদের সতর্ক ও প্রতিরক্ষামূলক করে তোলে। ফলে হৃদস্পন্দন বেড়ে যায়, রক্তচাপ বাড়ে, আর মস্তিষ্ক ‘লড়াই বা পালানো’র (ফাইট অর ফ্লাইট) জন্য শরীরকে প্রস্তুত করে। এই পুরো প্রক্রিয়ার বাইপ্রোডাক্ট বা প্রভাব হিসেবে আসে রাগ, যা একটি প্রাকৃতিক প্রক্রিয়া।

কিন্তু যখন সামান্য কারণেও হঠাৎ তীব্র রাগ হয় বা বারবার অযৌক্তিকভাবে মেজাজ গরম হয়ে যায়, তখন এটি ভেতরে লুকিয়ে থাকা শারীরিক কিংবা মানসিক সমস্যার লক্ষণ হতে পারে। এমন অনিয়ন্ত্রিত রাগ থেকেই আসে প্রতিহিংসা ও হিংস্রতা, যা ব্যক্তিগত জীবন ও সমাজের জন্য সমস্যাজনক।

আজ (২ অক্টোবর) আন্তর্জাতিক অহিংসা দিবস উপলক্ষে নিজের মেজাজ নিয়ে একটু ভাবুন। জেনে নিন অতিরিক্ত রাগ কীসের লক্ষণ ও তা কীভাবে নিয়ন্ত্রণ করবেন-

অতিরিক্ত রাগের কারণ

  • ১. মানসিক চাপ ও উদ্বেগ

অফিসের চাপ, পারিবারিক সমস্যা কিংবা আর্থিক টানাপোড়েনের কারণে মানুষ খুব সহজেই রেগে যায়। দীর্ঘমেয়াদি মানসিক চাপ অল্পতেই মেজাজ খারাপ করে দিতে পারে।

  • ২. বিষণ্নতা বা ডিপ্রেশন

অনেকে ভাবেন বিষণ্নতা মানেই শুধু দুঃখ বা হতাশা। আসলে এর বড় একটি উপসর্গ হলো রাগ ও বিরক্তি। ডিপ্রেশনে ভুগলে সহনশীলতা কমে যায়, ফলে অল্পতেই রাগ প্রকাশ পায়।

অতিরিক্ত রাগ কিসের লক্ষণ

  • ৩. হরমোনের ভারসাম্যহীনতা

থাইরয়েডের সমস্যা, হরমোনের ওঠানামা কিংবা বয়সজনিত শারীরিক পরিবর্তন রাগ বাড়াতে পারে। বিশেষ করে হরমোনাল ইমব্যালান্সে আবেগের ওঠানামা বেশি দেখা যায়।

  • ৪. ঘুমের অভাব ও আসক্তি

পর্যাপ্ত ঘুম না হলে মস্তিষ্কের কার্যকারিতা কমে যায়। এতে মন খারাপ, বিরক্তি ও রাগ বেড়ে যায়। আবার নেশাজাতীয় দ্রব্য বা অ্যালকোহলও আচরণে অস্বাভাবিক রাগের জন্ম দিতে পারে।

  • ৫. ব্যক্তিত্বজনিত সমস্যা

কিছু ক্ষেত্রে অতিরিক্ত রাগ ব্যক্তিত্বজনিত ব্যাধি বা মানসিক রোগের ইঙ্গিত দেয়। যেমন— ইমপালস্ কন্ট্রোল ডিজঅর্ডার বা বাইপোলার ডিজঅর্ডারের রোগীদের রাগের প্রবণতা সাধারণের চেয়ে অনেক বেশি হয়।

অতিরিক্ত রাগ কিসের লক্ষণ

রাগ নিয়ন্ত্রণের উপায়

কথায় কথায় অতিরিক্ত মেজাজ খারাপ হলে তা নিয়ন্ত্রণ করতে এই উপায়গুলো অবলম্বন করে দেখুন-

>> গভীর শ্বাস নিন: হঠাৎ রাগ উঠলে কয়েক সেকেন্ড বিরতি নিয়ে গভীর শ্বাস নিলে মস্তিষ্ক ঠান্ডা হয়।

>> সময় নিন: কোনো বিষয়ে রাগ হলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না জানিয়ে কিছুটা সময় নিন, পরে শান্তভাবে উত্তর দিন।

>> হাঁটুন বা নড়াচড়া করুন: শরীর সক্রিয় করলে চাপ কমে এবং মাথা ঠান্ডা হয়।

>> সমাধানের কথা ভাবুন: অভিযোগ না করে সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা করুন।

>> ভালো ঘুম ও সঠিক খাদ্যাভ্যাস: পর্যাপ্ত ঘুম আর স্বাস্থ্যকর খাবার মানসিক ভারসাম্য রাখতে সাহায্য করে।

>> বিশেষজ্ঞের সাহায্য নিন: এসব করার পরেও রাগ যদি বারবার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সেলরের পরামর্শ নেওয়া জরুরি।

রাগ আমাদের জীবনের স্বাভাবিক আবেগের অংশ হলেও অতিরিক্ত রাগ অনেক সময় ভেতরে লুকিয়ে থাকা সমস্যার সংকেত দেয়। তাই রাগ অবহেলা না করে এর উৎস খুঁজে বের করা এবং সঠিকভাবে নিয়ন্ত্রণ করাই হবে বুদ্ধিমানের কাজ।

তথ্যসূত্র: আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন (এপিএ), মায়ো ক্লিনিক, হার্ভার্ড মেডিকেল স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ (এনআইএমএইচ)

এএমপি/জিকেএস

টাইমলাইন

  1. ০৮:৩৬ পিএম, ১০ অক্টোবর ২০২৫ দুর্যোগে মানসিক স্বাস্থ্য: দ্রুত সেবা ও সচেতনতার ওপর বিশেষ জোর
  2. ০৮:০৯ পিএম, ১০ অক্টোবর ২০২৫ আশ্বাসে আশান্বিত হতেন মাইলস্টোনে আহতদের স্বজনরা
  3. ০৭:২৪ পিএম, ১০ অক্টোবর ২০২৫ পরীক্ষায় খারাপ ফল করায় আত্মহননের প্রবণতা বাড়ছে, করণীয় কী
  4. ০৭:০৯ পিএম, ১০ অক্টোবর ২০২৫ সাইকিয়াট্রিক নার্সদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ জরুরি
  5. ০৫:৫৪ পিএম, ১০ অক্টোবর ২০২৫ আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিয়োগ
  6. ০৪:৪৪ পিএম, ১০ অক্টোবর ২০২৫ মানসিক রোগী মানেই বলে ‘পাগল’, চিকিৎসার বাইরে ৯২ শতাংশ
  7. ০৩:৪৬ পিএম, ১০ অক্টোবর ২০২৫ ইন্টারনেট আসক্তিতে বাড়ছে তরুণদের মানসিক চাপ
  8. ০৩:৩৯ পিএম, ১০ অক্টোবর ২০২৫ শিশুর ইন্টারনেট আসক্তি মোকাবিলায় নেতৃত্ব দিতে হবে পরিবারকেই
  9. ০১:৫৪ পিএম, ১০ অক্টোবর ২০২৫ দুর্যোগের সময় একজন সাইকোলজিক্যাল কাউন্সেলর খুবই জরুরি
  10. ১২:২৫ পিএম, ১০ অক্টোবর ২০২৫ আইনে শাস্তির বিধান থাকায় আত্মহত্যার বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায় না
  11. ১১:৫৫ এএম, ১০ অক্টোবর ২০২৫ লাইক আর ফলোয়ার নির্ভর সুখের বিপরীত চিত্র
  12. ১০:৫৭ এএম, ১০ অক্টোবর ২০২৫ ‘মানসিক বিপর্যয়ে’ পাবনা মানসিক হাসপাতাল
  13. ১০:১৩ এএম, ১০ অক্টোবর ২০২৫ পড়ালেখার ধরন বদলে যাওয়ায় মানসিক চাপে শিশু শিক্ষার্থীরা
  14. ০৯:৫৩ এএম, ১০ অক্টোবর ২০২৫ সংকটকালে মানসিক স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার
  15. ০৮:৪৫ এএম, ১০ অক্টোবর ২০২৫ দুর্যোগ পরিস্থিতিতে প্রতি পাঁচজনে একজন মানসিক রোগে আক্রান্ত হন
  16. ০৮:৩০ এএম, ১০ অক্টোবর ২০২৫ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ
  17. ১০:০৬ পিএম, ০৯ অক্টোবর ২০২৫ মানসিক রোগীদের ৯২ শতাংশই চিকিৎসার বাইরে, প্রধান অন্তরায় লজ্জা
  18. ০৪:৩০ পিএম, ০৯ অক্টোবর ২০২৫ বছরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় ৫০-৬০ লাখ মানুষ
  19. ১১:০৭ এএম, ০৯ অক্টোবর ২০২৫ যে কোনো বিপর্যয়ে মনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি
  20. ০৯:৪৪ এএম, ০৮ অক্টোবর ২০২৫ গাছ কমাতে পারে আপনার মানসিক চাপ
  21. ০৫:২৯ পিএম, ০৭ অক্টোবর ২০২৫ ব্যক্তিত্বজনিত মানসিক সমস্যা হতে পারে শৈশবের ট্রমা থেকে
  22. ০৭:১৮ পিএম, ০৬ অক্টোবর ২০২৫ বুলিরা কেন বুলিং করে
  23. ০৫:০৬ পিএম, ০২ অক্টোবর ২০২৫ অতিরিক্ত রাগ কীসের লক্ষণ

আরও পড়ুন