ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

প্রতিবেশী তিন দেশের সরকার পতন

নেপালে অস্থিরতায় নতুন দুশ্চিন্তায় ভারত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫

কয়েক বছরের ব্যবধানে দক্ষিণ এশিয়ার তিন দেশের সরকারের পতন ঘটে। ঘটনাগুলো প্রায় একই ধাঁচের। সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার ক্ষোভ থেকে বিক্ষোভ এবং ক্ষমতাসীন দলের চরম পরিণতি। সম্প্রতি ভারতের নিকটতম প্রতিবেশী তৃতীয় দেশ হিসেবে সহিংস আন্দোলনে সরকার পতনের মুখ দেখলো নেপাল।

দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করেছেন। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে সহিংস বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হন।

দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে এবং সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনে হামলা চালিয়েছে এবং কয়েকজন রাজনীতিবিদের বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে।

অনেকের কাছে কাঠমান্ডুর দৃশ্যগুলো গত বছরের বাংলাদেশ ও ২০২২ সালের শ্রীলঙ্কার অস্থিরতার কথা মনে করিয়ে দিচ্ছে। যদিও বাংলাদেশ ও শ্রীলঙ্কাও ভারতের কাছের প্রতিবেশী, কিন্তু ঐতিহাসিক মানুষে-মানুষে সম্পর্ক, অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্বের কারণে কাঠমান্ডুর সঙ্গে দিল্লির সম্পর্ক বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

নেপালের সঙ্গে ভারতের পাঁচটি রাজ্যের (উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, সিকিম, বিহার ও পশ্চিমবঙ্গ) এক হাজার ৭৫০ কিলোমিটারেরও (৪৬৬ মাইল) বেশি সীমান্ত অবস্থিত। সীমান্ত পেরিয়ে এ অস্থিরতার দিকে কড়া নজর রাখছে দিল্লি। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছেন।

মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদী লিখেছেন, নেপালে সহিংসতার ঘটনা হৃদয়বিদারক। বহু তরুণের প্রাণহানি আমাকে গভীরভাবে মর্মাহত করেছে।

নেপালের স্থিতিশীলতা, শান্তি ও সমৃদ্ধি যে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ- এ কথা জোর দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের নাগরিকদের শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার মোদী জরুরি নিরাপত্তা বৈঠকে মন্ত্রিসভার সহকর্মীদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

বিশ্লেষকদের মতে, ২০২২ সালে শ্রীলঙ্কায় বিদ্রোহে তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের দেশত্যাগের মতো পরিস্থিতিতে ভারত যেমন অপ্রস্তুত ছিল, নেপালের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা নিয়েও তারা বিস্মিত হয়েছে। কারণ কে পি শর্মা ওলির সম্প্রতি দিল্লি সফরের কথা ছিল। কিন্তু তার আর দিল্লি সফর করা হলো না বরং এর আগেই তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।

ভারতের জন্য নেপালের কৌশলগত অবস্থানের কারণে দেশটির যে কোনো অস্থিরতাই উদ্বেগের কারণ।
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অশোক মেহতা বিবিসিকে বলেন, চীনের ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড নেপালের একেবারে ওপারে। ইন্দো-গাঙ্গেয় সমভূমিতে পৌঁছানোর পথ সরাসরি নেপাল হয়ে গেছে।

অস্থিরতার প্রভাব রয়েছে ভারতে বসবাসরত বিপুল সংখ্যক নেপালি জনগোষ্ঠীর ওপরও। অনুমান করা হয়, প্রায় ৩৫ লাখ নেপালি ভারতে বসবাস বা কাজ করে-যদিও প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশি হতে পারে।

নেপাল একটি হিন্দু-অধ্যুষিত দেশ এবং দুই দেশের সীমান্তবর্তী জনগোষ্ঠীর মধ্যে ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্ক রয়েছে। পাসপোর্ট বা ভিসা ছাড়াই মানুষ এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করতে পারে। ১৯৫০ সালের চুক্তির আওতায় নেপালিরা অবাধে ভারতে কাজ করতে পারে-এমন সুবিধা শুধু নেপাল ও ভুটানের জন্যই প্রযোজ্য।

এছাড়া নেপালের প্রায় ৩২ হাজার গুর্খা সেনা ভারতের সেনাবাহিনীতে বিশেষ চুক্তির আওতায় কর্মরত।

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঙ্গীতা থাপলিয়াল বলেন, যেহেতু সীমান্ত উন্মুক্ত, দুই দেশের মানুষের মধ্যে প্রতিদিনের মতবিনিময়, চলাফেরা ও পারিবারিক যোগাযোগ খুব স্বাভাবিক ঘটনা।

নেপালে রয়েছে গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থস্থান, ট্রান্স-হিমালয় অঞ্চলের মুক্তিনাথ মন্দিরসহ বহু উপাসনালয়। প্রতি বছর হাজার হাজার ভারতীয় তীর্থযাত্রী সেখানে যান।

অর্থনৈতিক দিক থেকেও নেপাল ভারতের ওপর নির্ভরশীল-বিশেষ করে তেল ও খাদ্য আমদানিতে। দুই দেশের বার্ষিক বাণিজ্য প্রায় ৮.৫ বিলিয়ন ডলার।

বুধবার কাঠমান্ডুতে আপাত শান্তি ফিরলেও বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের জন্য কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা কঠিন হবে। কারণ আন্দোলনকারীদের ক্ষোভ তিনটি প্রধান রাজনৈতিক দলকেই ঘিরে-যারা অতীতে নেপাল শাসন করেছে।

ওলির নেতৃত্বাধীন সিপিএন (ইউএমএল), শের বাহাদুর দেউবার নেতৃত্বাধীন নেপালি কংগ্রেস এবং পুষ্পকমল দাহাল (প্রচণ্ড)-এর নেতৃত্বাধীন সিপিএন (মাওবাদী কেন্দ্র) এই তিন দলের সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে ভারত।

হিমালয় ঘেরা দেশটির ভূ-রাজনৈতিক গুরুত্বের কারণে ভারত ও চীন উভয়েই সেখানে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। ফলে নেপালের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। ওলির পর কোন ধরনের সরকার গঠিত হবে এবং তা আন্দোলনকারীদের কাছে গ্রহণযোগ্য হবে কি না সেটা এখনো স্পষ্ট নয়।

অধ্যাপক থাপলিয়ালের মতে, ভারত খুব সতর্ক অবস্থান নেবে। তারা নেপালে আরেকটি বাংলাদেশ পরিস্থিতি চায় না।

কারণ দিল্লির সঙ্গে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্ক ছিল উষ্ণ, কিন্তু বর্তমানে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কে কিছুটা টানাপড়েন চলছে। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় দেশটির প্রতি বাংলাদেশের মানুষের চরম ক্ষোভ এবং অসন্তোষ রয়েছে।

ভারত-নেপাল সম্পর্কেও অতীতে টানাপড়েন ছিল-যা এখন নতুন করে সামলাতে হবে। ২০১৯ সালে ভারত একটি নতুন মানচিত্র প্রকাশ করে, যেখানে নেপালের দাবিকৃত কিছু এলাকা ভারতের অংশ হিসেবে দেখানো হয়। এতে নেপাল তীব্র প্রতিবাদ জানায় এবং পরে নিজেদের মানচিত্র প্রকাশ করে ওই অঞ্চল অন্তর্ভুক্ত করে।

সম্প্রতি ভারত ও চীন নেপালের দাবিকৃত সীমান্ত এলাকার একটি ট্রেড রুট পুনরায় চালু করতে সম্মত হয়েছে। গত মাসে চীন সফরে গিয়ে ওলি এই লিপুলেখ পাসকে বাণিজ্যিক রুট হিসেবে ব্যবহারের বিরোধিতা করেছিলেন।

বিশেষজ্ঞদের মতে, ভারতকে নতুন প্রশাসনের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে এবং ক্ষুব্ধ তরুণ প্রজন্মকেও সম্পৃক্ত করতে হবে। অধ্যাপক থাপলিয়াল বলেন, নেপালের তরুণদের জন্য সুযোগ-সুবিধা সীমিত। ভারতকে বৃত্তি, ফেলোশিপ ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর কথা গুরুত্ব সহকারে ভাবতে হবে।

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) কার্যত নিষ্ক্রিয় থাকায় প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক অস্থিরতা ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা।

বিশ্লেষক মেহতার মতে, ভারত তার বড় শক্তি হওয়ার স্বপ্নে মগ্ন হয়ে আশেপাশের দেশগুলোর দিকে মনোযোগ কমিয়ে দিয়েছে। কিন্তু বৈশ্বিক শক্তি হতে হলে প্রথমেই নিজের আশেপাশে নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে হবে।

টিটিএন

টাইমলাইন

  1. ১০:৫২ এএম, ২৭ অক্টোবর ২০২৫ নেপালে অন্তর্বর্তী সরকারের মন্ত্রী হলেন আরও ২ জন, ফের বিতর্কের ঝড়
  2. ০৯:২৭ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫ নেপাল যেতে এখনো কেন ভয় পাচ্ছেন পর্যটকরা?
  3. ০৬:১৬ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫ নেপালে জেন জি আন্দোলন দমাতে ‘লেথাল উইপন’ ব্যবহার পুলিশের, ২ দিনে ২ হাজার গুলি
  4. ০৭:০০ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালের জনগণকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র, ‘গণতন্ত্র রক্ষায়’ সহযোগিতার আশ্বাস
  5. ০৪:১১ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৫ পুলিশকে কখনোই বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেইনি
  6. ০৩:৫১ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৫ সেনা সুরক্ষা ছেড়ে প্রকাশ্যে এলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি
  7. ০৪:০৮ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৫ নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন মোদী
  8. ১২:৪৩ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৫ পালিয়েছেন শীর্ষ নেতারা, কী হবে ওলির দলের?
  9. ০৬:০৪ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৫ নেপালে অন্তর্বর্তী সরকারের সামনে চ্যালেঞ্জের পাহাড়, সামলাতে পারবেন কার্কি?
  10. ০১:৪৩ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ৯ সেপ্টেম্বর রাতে নেপালের প্রেসিডেন্ট যে সাহস দেখিয়েছেন
  11. ১১:০৯ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২৫ রাজনীতিবিদদের প্রতি ক্ষোভে রাস্তায় নামে নেপালের তরুণরা
  12. ১০:৪৭ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চাই
  13. ০৯:০০ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৫ নেপালে জেন জি আন্দোলনে নিহতরা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত
  14. ০৬:১৬ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৫ কোথায় আছেন নেপালের সাবেক মন্ত্রী-প্রধানমন্ত্রী?
  15. ০৫:২৭ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৫ বাংলাদেশ-শ্রীলঙ্কা-নেপালের আন্দোলন ভারতের জন্য সতর্কবার্তা, কী করবে মোদী সরকার
  16. ০৪:০৩ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৫ দক্ষিণ এশিয়াই কি জেন জি বিপ্লবের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে?
  17. ০৫:৫৮ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ যেসব কারণে জেন-জি আন্দোলন সামাল দিতে ব্যর্থ হয় নেপাল
  18. ০৫:৩৯ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ গেমিং অ্যাপ ব্যবহার করে যেভাবে প্রধানমন্ত্রী বেছে নিলো নেপালের তরুণরা
  19. ০৪:৩২ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ প্রথম নারী প্রধানমন্ত্রীর পর প্রথম নারী অ্যাটর্নি জেনারেল পেলো নেপাল
  20. ০৪:৩০ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ নেপালে জেন-জি আন্দোলনের সময় লুট হওয়া সামগ্রী ফেরত দেওয়ার আহ্বান
  21. ০৩:৪৮ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ নেপালে নিহতদের পরিবারের জন্য লাখ রুপি ক্ষতিপূরণ, পালিত হবে শোক দিবস
  22. ০৩:১৫ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ শপথ নিলেন নেপালের নতুন ৩ মন্ত্রী, জেন জি-দের আপত্তি
  23. ০২:৪৭ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে আবারও রাস্তায় জেন জি
  24. ১২:৩৬ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ নেপালে কারা হলেন নতুন মন্ত্রী?
  25. ১২:২৭ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ নেপালে অন্তর্বর্তী সরকারে যুক্ত হলেন ৩ মন্ত্রী, মন্ত্রিসভা সর্বোচ্চ ১৫ জনের
  26. ০৯:৪১ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫ নেপালে আগুন দেওয়া ভবনগুলোতে মিলছে মরদেহ
  27. ০৬:৩৮ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫ নেপালে আন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে ৭২
  28. ০৬:০২ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫ নেপালে জেন-জি বিক্ষোভে সহিংসতার বিচার হবে: অন্তর্বর্তী প্রধানমন্ত্রী
  29. ০৪:৫৮ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ৬ মাসের মধ্যেই ক্ষমতা ছাড়বেন নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী
  30. ০১:০০ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫ রক্ত-আগুনে থমকে গেছে নেপালের পর্যটন মৌসুম, অর্থনীতির ব্যাপক ক্ষতি
  31. ১১:৪৫ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫ আন্দোলনের ৭ দিন পরেই ক্লাসে ফিরছে নেপালের জেন জি-রা
  32. ০৯:২১ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫ নেপালে জনতার ভোটে হতে পারে নতুন মন্ত্রীদের নিয়োগ, ঘোষণা আজই
  33. ০৯:০৯ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ আমাদের ত্যাগ যেন বৃথা না যায়, নতুন প্রধানমন্ত্রীর কাছে আহতদের আর্তি
  34. ০৬:৪৯ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ভারতের সঙ্গে নেপালের নতুন প্রধানমন্ত্রীর সম্পর্ক নিয়ে এত আলোচনা কেন?
  35. ০৬:০২ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ শীতল নেপালের উত্তপ্ত রাজনীতি
  36. ১২:০৬ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ কারফিউ প্রত্যাহার, স্বাভাবিক অবস্থায় ফিরছে নেপাল
  37. ১১:১৫ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ দায়িত্ব নিয়েই নেপালে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন সুশীলা কার্কি
  38. ১০:৫৫ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ অস্থির নেপালের হাল ধরা কে এই সুশীলা কার্কি?
  39. ০৮:৫১ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন সুশীলা কার্কি
  40. ০৫:৫৬ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৫ নেপো কিডদের বিলাসবহুল জীবন যেভাবে ক্ষেপিয়ে তুললো নেপালের জেন-জিকে
  41. ০৪:০৭ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৫ নেপালে জেন-জি বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৫১
  42. ০২:০০ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৫ দেশত্যাগ করতে চাওয়া বিদেশিদের জন্য ভিসানীতি শিথিল করলো নেপাল
  43. ১০:২৫ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৫ উদ্বেগ-উৎকণ্ঠায় ভারত ছাড়ছেন নেপালের নাগরিকরা
  44. ০১:৩৭ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৫ নেপালে ২ দিনেই ২০ হাজার কোটি রুপির ক্ষয়ক্ষতি
  45. ০৫:৪২ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ নেপালের সংকট দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ কেন?
  46. ০৪:৪১ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ নেপালে কারাগারে সেনাবাহিনীর গুলিতে দুই বন্দি নিহত
  47. ০৩:৫৬ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান নিয়ে আন্দোলনকারীদের মতপার্থক্য
  48. ০৩:৫৬ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ নেপালে অস্থিরতায় নতুন দুশ্চিন্তায় ভারত
  49. ০৩:০৭ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ দার্জিলিংয়ের নেপাল সীমান্ত বন্ধ করলো ভারত
  50. ০১:২৩ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার পর্যন্ত কাঠমান্ডুতে কারফিউ জারি
  51. ০৯:৫৩ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ সরকারবিহীন নেপালে ব্যাপক লুটপাট, ব্যাংকে ডাকাতি
  52. ০৯:০১ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ নেপালের পরিস্থিতি দেখে দুশ্চিন্তায় মোদী
  53. ০৮:৩৮ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ অবশেষে খোঁজ মিললো ক্ষমতাচ্যুত নেপালি প্রধানমন্ত্রীর
  54. ০৮:২৫ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ নেপালে নেতৃত্ব নিয়ে বিরোধ: জেন জি প্রতিনিধিদের ফিরিয়ে দিলো সেনাবাহিনী
  55. ০৮:০৯ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ নেপালে নেতৃত্ব নিয়ে সেনা সদর দপ্তরের বাইরে জেন জি-দের হট্টগোল
  56. ০৮:০০ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ নেপালে অন্তর্বর্তী সরকারপ্রধান হতে সাবেক প্রধান বিচারপতির সম্মতি
  57. ০৬:০৩ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ আমাদের আন্দোলন ‘হাইজ্যাক’ হয়ে গেছে
  58. ০৫:০৬ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ জুলাইয়ে শ্রীলঙ্কা, আগস্টে বাংলাদেশ, সেপ্টেম্বরে নেপাল: অক্টোবরে কে?
  59. ০২:৩৯ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ ভারত-নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা
  60. ১১:০৮ এএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ হদিস মিলছে না নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির
  61. ১০:৩৫ এএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ নেপালে থমথমে পরিস্থিতি, রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী
  62. ০১:৩৯ এএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ অস্থিরতা না কমায় নেপালের নিরাপত্তার নিয়ন্ত্রণ নিলো সেনাবাহিনী
  63. ১২:১৩ এএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ নেপালে আটকে পড়া বাংলাদেশিদের বেশিরভাগই পর্যটক
  64. ১১:২৮ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে আটকে পড়া ফুটবল দলের খোঁজখবর নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা
  65. ১০:৫৫ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে কতজন বাংলাদেশি আটকে আছেন, যা জানা গেলো
  66. ০৯:৫৪ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ সংলাপের আহ্বান নেপাল সেনাপ্রধানের
  67. ০৯:৪২ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালগামী যাত্রীদের হটলাইনে যোগাযোগের অনুরোধ বিমানের
  68. ০৯:২৮ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে কারাগারের প্রাচীর ভেঙে পালালেন পাঁচ শতাধিক কয়েদি
  69. ০৯:০৯ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালের বিমানবন্দরে হামলা-আগুন
  70. ০৮:২৫ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ, শোক প্রকাশ
  71. ০৮:২১ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে ৩ পুলিশ সদস্যকে পিটিয়ে মারলো বিক্ষুব্ধ জনতা
  72. ০৮:০১ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নাগরিকদের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার আহ্বান নেপাল সেনাপ্রধানের
  73. ০৭:৪৭ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে বিক্ষোভকারীদের আগুনে দগ্ধ সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী
  74. ০৭:৩৮ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে পার্লামেন্ট ভবনে আগুন, আসবাব-বাগানের গাছ তুলে নিয়ে গেলো জনতা
  75. ০৭:০৬ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ সাবেক প্রধানমন্ত্রী-পররাষ্ট্রমন্ত্রীকে পেটালো ক্ষুব্ধ জনতা
  76. ০৬:০০ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে মাত্র ২ দিনের আন্দোলনে যেভাবে হলো সরকারের পতন
  77. ০৫:১০ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার আলোচনায় কে এই তরুণ নেতা?
  78. ০৪:৪৭ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের দিনও নিহত ২, মৃতের সংখ্যা বেড়ে ২১
  79. ০৪:৩৫ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ পদত্যাগপত্রে কী লিখলেন নেপালের প্রধানমন্ত্রী?
  80. ০৪:২১ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ বাংলাদেশিদের নেপালে ভ্রমণ না করার আহ্বান
  81. ০৪:১৭ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগে বিক্ষোভকারীদের উৎসব
  82. ০৪:১১ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ বাংলাদেশ-শ্রীলঙ্কাকে দেখেই নেপালে সরকার পতনের আন্দোলন
  83. ০৩:৩১ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালের বিক্ষোভে সতর্ক নজর ভারতের
  84. ০৩:২১ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ পার্লামেন্ট ভবনে ‘বিজয় পতাকা’ ওড়ালো জেন জি আন্দোলনকারীরা
  85. ০৩:২০ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে মন্ত্রীদের নিরাপদে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী
  86. ০২:৫৪ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী
  87. ০২:৪৫ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে প্রধানমন্ত্রী ও সদ্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আগুন
  88. ০২:৩৫ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা
  89. ০১:২৪ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ ক্ষমতাসীন নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন
  90. ০১:১৭ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ এবার নেপালের কৃষিমন্ত্রীর পদত্যাগ, চাপ বাড়ছে প্রধানমন্ত্রীর ওপর
  91. ১২:৪৭ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের বাড়িতে হামলা-আগুন
  92. ১২:২৩ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে কারফিউ ভেঙে ফের রাজপথে তরুণরা
  93. ১০:৫৩ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ প্রাণঘাতী বিক্ষোভের পর সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা তুলে নিলো নেপাল
  94. ০৯:৪৯ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে বিক্ষোভ-কারফিউ, কেন ফুঁসে উঠলো তরুণরা?
  95. ০৯:১১ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী
  96. ০৯:০০ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ আহতদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের
  97. ০৭:১৭ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ নেপালের সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি, নিহত বেড়ে ১৯
  98. ০৬:২২ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ নেপালে নিহতের সংখ্যা বেড়ে ১৬
  99. ০৫:৩৬ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ নেপালে দ্রুত ছড়াচ্ছে আন্দোলন, আরও কয়েক জেলায় কারফিউ জারি
  100. ০৪:৩৯ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ রাজধানী ছাড়িয়ে দেশজুড়ে ছড়িয়ে পড়ছে নেপালের জেন জি আন্দোলন
  101. ০৪:৩২ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ নেপালে জেন জি আন্দোলনে পুলিশের গুলি, মৃতের সংখ্যা বেড়ে ১৪
  102. ০৪:০৬ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ ছাত্র-জনতার বিক্ষোভে উত্তপ্ত নেপাল, রাজধানীতে সেনা মোতায়েন
  103. ০৪:০৬ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ নেপালে কেন ছড়িয়ে পড়েছে সরকারবিরোধী বিক্ষোভ
  104. ০৪:০০ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ নেপালে জেন জি আন্দোলনে নিহত ৮, তীব্র হচ্ছে সংঘাত
  105. ০৩:৪৭ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ নেপালে ছাত্র-জনতার আন্দোলনে তারকাদের সমর্থন
  106. ০৩:৩৯ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ নেপালে জেন জি বিক্ষোভে পুলিশের গুলি, নিহতের সংখ্যা বেড়ে ৬
  107. ০৩:৩২ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ বিক্ষোভে উত্তাল নেপাল, পার্লামেন্টে ঢুকে পড়েছে ছাত্র-জনতা
  108. ০৩:২৭ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ নেপালের রাজধানীতে কারফিউ জারি
  109. ০৩:১৭ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ নেপালে ছাত্র-জনতার বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ১
  110. ০২:৪৮ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ দুর্নীতি-সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞার বিরুদ্ধে নেপালে বিক্ষোভ
  111. ০৮:১৯ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৫ নেপালে বন্ধ হচ্ছে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ ২০টিরও বেশি সামাজিকমাধ্যম