অস্থির নেপালের হাল ধরা কে এই সুশীলা কার্কি?
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি/ছবি: এএফপি
বিক্ষোভ-সংঘর্ষে উত্তালের নেপালে সরকারের পতন এবং রাজনৈতিক অস্থিরতার পর কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দেশটির অন্তর্বর্তী সরকারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কার্কি। প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবেও ইতিহাস গড়েছেন তিনি।
স্থানীয় সময় শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানী কাঠমান্ডুতে প্রেসিডেন্ট ভবনে শপথ নেন তিনি। দেশটিতে চলমান অনিশ্চয়তার মধ্যে জেন-জি আন্দোলনকারীদের দাবি অনুযায়ী, তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেল।
শপথ গ্রহণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট রাম সহায় যাদব, প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাওয়াত এবং সেনাপ্রধান অশোক রাজ সিগদেল।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা এবং দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ থেকে নেপালে তিন দিনের টানা বিক্ষোভে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি সরকারের পতন হয়। এরপর বুধবার আন্দোলনকারীরা কার্কিকে নতুন প্রধানমন্ত্রী করতে সমঝোতায় পৌঁছেছে বলে মনে হলেও অনেকের মধ্যেই মতপার্থক্য দেখা দেয়। নেপালের বিদ্যুৎ সংকট কাটিয়ে তোলার জন্য বিখ্যাত প্রকৌশলী কুল মান ঘিসিংকেও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দেখতে চেয়েছিলেন অনেকেই।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক সংক্ষিপ্ত বিবৃতিতে ‘জেন জেড’ আন্দোলনকারী দল জানায়, সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি ছাড়াও অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর পদে কুল মান ঘিসিং ছাড়াও কাঠমান্ডুর মেয়র বালেন শাহ ও নাম বিবেচনায় আনা হয়েছিল। আন্দোলনকারীদের ছয় ঘণ্টার একটি ভার্চুয়াল বৈঠকে এই আলোচনা হয়।
ঘিসিংয়ের সম্ভাব্য নিয়োগকে কেন্দ্র করে আন্দোলনকারীদের মধ্যে মতপার্থক্যের খবরও সামনে আসে। জানা গেছে, আন্দোলনকারীদের প্রথম পছন্দ ছিলেন বালেন শাহ। তবে তিনি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে অস্বীকৃতি জানান। তরুণদের মাঝে জনপ্রিয় এই র্যাপার মেয়র সামাজিক মাধ্যমে শান্ত থাকার আহ্বান জানিয়ে আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন।
এক বিবৃতিতে তার নামও প্রস্তাব করেছিলেন আন্দোলনকারীরা। কুলমানের নাম উঠে আসায় কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। আর এরও আগে ওলি সরকারের পতনের পরই প্রাথমিকভাবে নাম শোনা গিয়েছিল রাজধানী কাঠমাণ্ডুর নির্দল মেয়র ও জনপ্রিয় র্যাপার বলেন্দ্র শাহের।
এরপর আন্দোলনকারীরা কার্কির নাম প্রস্তাব করেন। কিন্তু আন্দোলনের একাংশ আবার কার্কিকে প্রত্যাখ্যান করে। তাদের যুক্তি, সংবিধান অনুযায়ী সাবেক বিচারপতিরা প্রধানমন্ত্রীর পদে আসতে পারেন না এবং ৭৩ বছর বয়সী কার্কি নেতৃত্বের জন্য অতিরিক্ত বয়স্ক। তবে সব মতপার্থক্য ছাপিয়ে শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কার্কি।
বিচারপতি থেকে সরকারপ্রধান
নেপালে বিচার বিভাগ প্রতিষ্ঠার ৬৫ বছরেরও বেশি সময়ের ইতিহাসে প্রথম নারী প্রধান বিচারপতি হওয়ার পর এবার দেশটির ৭৫ বছরের গণতন্ত্রের ইতিহাসে আনুষ্ঠানিক নিয়োগের মাধ্যমে প্রথম নারী প্রধানমন্ত্রী (অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান) হলেন সুশীলা কার্কি।
এমন একটি সময় তিনি প্রধান বিচারপতি হয়েছিলেন, যখন দীর্ঘদিন ধরে নতুন সংবিধান প্রণয়ন করা হয়নি এবং উচ্চ আদালত গঠনসহ প্রশাসনিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছিল বিচার বিভাগ। এছাড়াও সুপ্রিম কোর্টে মামলার জট বেশি থাকা এবং বিচারকের কম সংখ্যা নিয়েও চ্যালেঞ্জের মুখে পড়েছিল বিচার বিভাগ।
এমন নানা কারণে সে সময় তাকে অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল বলে উল্লেখ করেছিলেন তার পূর্বসূরিরাও। যদিও কিছু বিতর্ক ছাড়া, তার মেয়াদকাল নিয়ে খুব বেশি প্রশ্ন তোলেননি সাধারণ মানুষ।
কিন্তু এখন অপ্রত্যাশিত ও অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যে তিনিই দেশটির অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করেছেন। বর্তমানে তার বয়স ৭৩ বছর।
নেপালের বিরাটনগরে জন্ম নেওয়া এই নারী ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এবং নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। এরপরই যোগ দেন আইন পেশায়।
বলা হয়, সেই সময়ে একজন নারীর পক্ষে আইন পড়া এবং আইন অনুশীলন করা অস্বাভাবিক ছিল। বিরাটনগর এবং ধরণে তিন দশকেরও বেশি সময় ধরে সক্রিয়ভাবে ওকালতি করার পর, তিনি সরাসরি বিচারক হিসেবে প্রবেশ করেন সুপ্রিম কোর্টে।
তৎকালীন প্রধান বিচারপতি রাম প্রসাদ শ্রেষ্ঠা বলেছিলেন যে তিনি সুশীলা কার্কির সম্ভাবনা দেখেই তাকে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে সুপারিশ করেছিলেন।
নেপালের কংগ্রেস নেতা এবং দেশটির সাবেক যোগাযোগমন্ত্রী জেপি গুপ্তকে দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত করার পর বিচারক হিসেবে আলোচনায় আসেন সুশীলা কার্কি। বেশিরভাগ সময় তাকে দুর্নীতির মামলা শুনানি করতে হয়েছে।
সেসময় একটি মামলা পুনর্বিবেচনার জন্য তৎকালীন কমিশন ফর দ্য ইনভেস্টিগেশন অব অ্যাবিউজ অব অথরিটির (সিআইএএ) প্রধানের দায়ের করা আবেদনের প্রেক্ষিতে মামলাটি পুনরুজ্জীবিত করার নির্দেশ দিয়েছিলেন সুশীলা কার্কি।
পরবর্তীতে তিন বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ, তাকে বাদ দিয়ে লোকমান সিং কার্কিকে পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নেয়। লোকমান সিং কার্কির ওই মামলা পুনর্বিবেচনার জন্য পুনরুজ্জীবিত করতে সুশীলা কার্কির সিদ্ধান্ত সে সময়ে ব্যাপকভাবে আলোচিত হয়েছিল। সে সময় বৈষম্যের মাধ্যমে নারীর প্রতি ন্যায়বিচার প্রতিষ্ঠার অভিযোগও আনা হয়েছিল তার বিরুদ্ধে।
বিতর্ক এবং আলোচনা
নেপালের সাবেক ক্ষমতাসীন জোটের (নেপালি কংগ্রেস এবং মাওইস্ট সেন্টার) সংসদ সদস্যরা সংসদে সুশীলা কার্কির বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব দাখিল করলে তাকে প্রধান বিচারপতির পদ থেকে বরখাস্ত করা হয়।
তবে সুপ্রিম কোর্টের আদেশে এই অভিশংসন প্রস্তাবকে অকার্যকর ঘোষণা করে একটি অন্তর্বর্তীকালীন আদেশ জারি করেছিলেন তৎকালীন বিচারপতি চোলেন্দ্র শমসের রানা।
তার বিরুদ্ধে রাজনৈতিক ব্যক্তিত্বদের সুযোগ দেওয়া এবং বিচারক নিয়োগের সময় নিরপেক্ষ সিদ্ধান্ত নিতে ব্যর্থ হওয়ার অভিযোগ আনা হয়েছিল।
এছাড়া খিলরাজ রেগমি প্রধান বিচারপতি থাকা অবস্থায়, মন্ত্রিপরিষদের চেয়ারম্যান করার বিষয়েও সুশীলা কার্কি এবং তৎকালীন প্রধান বিচারপতি কল্যাণ শ্রেষ্ঠা তাদের মতামত জানিয়েছিলেন। সেখানে রেগমিকে মন্ত্রিপরিষদের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা অন্তর্বর্তীকালীন সংবিধানের চেতনার পরিপন্থি বলে উল্লেখ করেছিলেন তারা।
সে সময় এ নিয়েও সমালোচনা হয়েছিল যে, বর্তমান প্রধান বিচারপতি নির্বাহী শাখার প্রধান হয়ে গেছেন, যা ক্ষমতা বিকেন্দ্রীকরণের নীতি লঙ্ঘন করে।
অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আলোচনায় আসার পর, সুশীলা কার্কির আগের এই সিদ্ধান্তের কথা উল্লেখ করে অনেকেই এখন তার সমালোচনা করছেন।
কিন্তু কেউ কেউ যুক্তি দিয়েছেন যে বর্তমান প্রধান বিচারপতির নির্বাহী বিভাগের প্রধান হওয়া এবং অবসর গ্রহণের পর বিক্ষোভকারীদের দাবি অনুযায়ী নির্দিষ্ট পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়া এই দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে।
দুর্নীতির বিরুদ্ধে জোরালো বার্তা দেওয়ায় নিজের খ্যাতি কিংবা তাকে নিয়ে বিতর্ক, এই দুইয়ের মধ্যে কঠিন পরিস্থিতিতে আশার আলো হিসেবে কাজ করাই এখন সুশীলা কার্কির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সুযোগ হিসেবেই মনে করা হচ্ছে।
সূত্র: খবরহাব, বিবিসি
টিটিএন
টাইমলাইন
- ১০:৫২ এএম, ২৭ অক্টোবর ২০২৫ নেপালে অন্তর্বর্তী সরকারের মন্ত্রী হলেন আরও ২ জন, ফের বিতর্কের ঝড়
- ০৯:২৭ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫ নেপাল যেতে এখনো কেন ভয় পাচ্ছেন পর্যটকরা?
- ০৬:১৬ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫ নেপালে জেন জি আন্দোলন দমাতে ‘লেথাল উইপন’ ব্যবহার পুলিশের, ২ দিনে ২ হাজার গুলি
- ০৭:০০ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালের জনগণকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র, ‘গণতন্ত্র রক্ষায়’ সহযোগিতার আশ্বাস
- ০৪:১১ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৫ পুলিশকে কখনোই বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেইনি
- ০৩:৫১ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৫ সেনা সুরক্ষা ছেড়ে প্রকাশ্যে এলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি
- ০৪:০৮ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৫ নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন মোদী
- ১২:৪৩ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৫ পালিয়েছেন শীর্ষ নেতারা, কী হবে ওলির দলের?
- ০৬:০৪ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৫ নেপালে অন্তর্বর্তী সরকারের সামনে চ্যালেঞ্জের পাহাড়, সামলাতে পারবেন কার্কি?
- ০১:৪৩ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ৯ সেপ্টেম্বর রাতে নেপালের প্রেসিডেন্ট যে সাহস দেখিয়েছেন
- ১১:০৯ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২৫ রাজনীতিবিদদের প্রতি ক্ষোভে রাস্তায় নামে নেপালের তরুণরা
- ১০:৪৭ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চাই
- ০৯:০০ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৫ নেপালে জেন জি আন্দোলনে নিহতরা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত
- ০৬:১৬ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৫ কোথায় আছেন নেপালের সাবেক মন্ত্রী-প্রধানমন্ত্রী?
- ০৫:২৭ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৫ বাংলাদেশ-শ্রীলঙ্কা-নেপালের আন্দোলন ভারতের জন্য সতর্কবার্তা, কী করবে মোদী সরকার
- ০৪:০৩ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৫ দক্ষিণ এশিয়াই কি জেন জি বিপ্লবের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে?
- ০৫:৫৮ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ যেসব কারণে জেন-জি আন্দোলন সামাল দিতে ব্যর্থ হয় নেপাল
- ০৫:৩৯ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ গেমিং অ্যাপ ব্যবহার করে যেভাবে প্রধানমন্ত্রী বেছে নিলো নেপালের তরুণরা
- ০৪:৩২ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ প্রথম নারী প্রধানমন্ত্রীর পর প্রথম নারী অ্যাটর্নি জেনারেল পেলো নেপাল
- ০৪:৩০ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ নেপালে জেন-জি আন্দোলনের সময় লুট হওয়া সামগ্রী ফেরত দেওয়ার আহ্বান
- ০৩:৪৮ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ নেপালে নিহতদের পরিবারের জন্য লাখ রুপি ক্ষতিপূরণ, পালিত হবে শোক দিবস
- ০৩:১৫ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ শপথ নিলেন নেপালের নতুন ৩ মন্ত্রী, জেন জি-দের আপত্তি
- ০২:৪৭ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে আবারও রাস্তায় জেন জি
- ১২:৩৬ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ নেপালে কারা হলেন নতুন মন্ত্রী?
- ১২:২৭ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ নেপালে অন্তর্বর্তী সরকারে যুক্ত হলেন ৩ মন্ত্রী, মন্ত্রিসভা সর্বোচ্চ ১৫ জনের
- ০৯:৪১ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫ নেপালে আগুন দেওয়া ভবনগুলোতে মিলছে মরদেহ
- ০৬:৩৮ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫ নেপালে আন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে ৭২
- ০৬:০২ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫ নেপালে জেন-জি বিক্ষোভে সহিংসতার বিচার হবে: অন্তর্বর্তী প্রধানমন্ত্রী
- ০৪:৫৮ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ৬ মাসের মধ্যেই ক্ষমতা ছাড়বেন নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী
- ০১:০০ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫ রক্ত-আগুনে থমকে গেছে নেপালের পর্যটন মৌসুম, অর্থনীতির ব্যাপক ক্ষতি
- ১১:৪৫ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫ আন্দোলনের ৭ দিন পরেই ক্লাসে ফিরছে নেপালের জেন জি-রা
- ০৯:২১ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫ নেপালে জনতার ভোটে হতে পারে নতুন মন্ত্রীদের নিয়োগ, ঘোষণা আজই
- ০৯:০৯ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ আমাদের ত্যাগ যেন বৃথা না যায়, নতুন প্রধানমন্ত্রীর কাছে আহতদের আর্তি
- ০৬:৪৯ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ভারতের সঙ্গে নেপালের নতুন প্রধানমন্ত্রীর সম্পর্ক নিয়ে এত আলোচনা কেন?
- ০৬:০২ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ শীতল নেপালের উত্তপ্ত রাজনীতি
- ১২:০৬ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ কারফিউ প্রত্যাহার, স্বাভাবিক অবস্থায় ফিরছে নেপাল
- ১১:১৫ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ দায়িত্ব নিয়েই নেপালে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন সুশীলা কার্কি
- ১০:৫৫ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ অস্থির নেপালের হাল ধরা কে এই সুশীলা কার্কি?
- ০৮:৫১ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন সুশীলা কার্কি
- ০৫:৫৬ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৫ নেপো কিডদের বিলাসবহুল জীবন যেভাবে ক্ষেপিয়ে তুললো নেপালের জেন-জিকে
- ০৪:০৭ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৫ নেপালে জেন-জি বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৫১
- ০২:০০ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৫ দেশত্যাগ করতে চাওয়া বিদেশিদের জন্য ভিসানীতি শিথিল করলো নেপাল
- ১০:২৫ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৫ উদ্বেগ-উৎকণ্ঠায় ভারত ছাড়ছেন নেপালের নাগরিকরা
- ০১:৩৭ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৫ নেপালে ২ দিনেই ২০ হাজার কোটি রুপির ক্ষয়ক্ষতি
- ০৫:৪২ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ নেপালের সংকট দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ কেন?
- ০৪:৪১ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ নেপালে কারাগারে সেনাবাহিনীর গুলিতে দুই বন্দি নিহত
- ০৩:৫৬ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান নিয়ে আন্দোলনকারীদের মতপার্থক্য
- ০৩:৫৬ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ নেপালে অস্থিরতায় নতুন দুশ্চিন্তায় ভারত
- ০৩:০৭ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ দার্জিলিংয়ের নেপাল সীমান্ত বন্ধ করলো ভারত
- ০১:২৩ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার পর্যন্ত কাঠমান্ডুতে কারফিউ জারি
- ০৯:৫৩ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ সরকারবিহীন নেপালে ব্যাপক লুটপাট, ব্যাংকে ডাকাতি
- ০৯:০১ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ নেপালের পরিস্থিতি দেখে দুশ্চিন্তায় মোদী
- ০৮:৩৮ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ অবশেষে খোঁজ মিললো ক্ষমতাচ্যুত নেপালি প্রধানমন্ত্রীর
- ০৮:২৫ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ নেপালে নেতৃত্ব নিয়ে বিরোধ: জেন জি প্রতিনিধিদের ফিরিয়ে দিলো সেনাবাহিনী
- ০৮:০৯ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ নেপালে নেতৃত্ব নিয়ে সেনা সদর দপ্তরের বাইরে জেন জি-দের হট্টগোল
- ০৮:০০ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ নেপালে অন্তর্বর্তী সরকারপ্রধান হতে সাবেক প্রধান বিচারপতির সম্মতি
- ০৬:০৩ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ আমাদের আন্দোলন ‘হাইজ্যাক’ হয়ে গেছে
- ০৫:০৬ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ জুলাইয়ে শ্রীলঙ্কা, আগস্টে বাংলাদেশ, সেপ্টেম্বরে নেপাল: অক্টোবরে কে?
- ০২:৩৯ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ ভারত-নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা
- ১১:০৮ এএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ হদিস মিলছে না নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির
- ১০:৩৫ এএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ নেপালে থমথমে পরিস্থিতি, রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী
- ০১:৩৯ এএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ অস্থিরতা না কমায় নেপালের নিরাপত্তার নিয়ন্ত্রণ নিলো সেনাবাহিনী
- ১২:১৩ এএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ নেপালে আটকে পড়া বাংলাদেশিদের বেশিরভাগই পর্যটক
- ১১:২৮ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে আটকে পড়া ফুটবল দলের খোঁজখবর নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা
- ১০:৫৫ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে কতজন বাংলাদেশি আটকে আছেন, যা জানা গেলো
- ০৯:৫৪ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ সংলাপের আহ্বান নেপাল সেনাপ্রধানের
- ০৯:৪২ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালগামী যাত্রীদের হটলাইনে যোগাযোগের অনুরোধ বিমানের
- ০৯:২৮ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে কারাগারের প্রাচীর ভেঙে পালালেন পাঁচ শতাধিক কয়েদি
- ০৯:০৯ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালের বিমানবন্দরে হামলা-আগুন
- ০৮:২৫ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ, শোক প্রকাশ
- ০৮:২১ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে ৩ পুলিশ সদস্যকে পিটিয়ে মারলো বিক্ষুব্ধ জনতা
- ০৮:০১ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নাগরিকদের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার আহ্বান নেপাল সেনাপ্রধানের
- ০৭:৪৭ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে বিক্ষোভকারীদের আগুনে দগ্ধ সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী
- ০৭:৩৮ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে পার্লামেন্ট ভবনে আগুন, আসবাব-বাগানের গাছ তুলে নিয়ে গেলো জনতা
- ০৭:০৬ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ সাবেক প্রধানমন্ত্রী-পররাষ্ট্রমন্ত্রীকে পেটালো ক্ষুব্ধ জনতা
- ০৬:০০ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে মাত্র ২ দিনের আন্দোলনে যেভাবে হলো সরকারের পতন
- ০৫:১০ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার আলোচনায় কে এই তরুণ নেতা?
- ০৪:৪৭ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের দিনও নিহত ২, মৃতের সংখ্যা বেড়ে ২১
- ০৪:৩৫ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ পদত্যাগপত্রে কী লিখলেন নেপালের প্রধানমন্ত্রী?
- ০৪:২১ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ বাংলাদেশিদের নেপালে ভ্রমণ না করার আহ্বান
- ০৪:১৭ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগে বিক্ষোভকারীদের উৎসব
- ০৪:১১ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ বাংলাদেশ-শ্রীলঙ্কাকে দেখেই নেপালে সরকার পতনের আন্দোলন
- ০৩:৩১ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালের বিক্ষোভে সতর্ক নজর ভারতের
- ০৩:২১ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ পার্লামেন্ট ভবনে ‘বিজয় পতাকা’ ওড়ালো জেন জি আন্দোলনকারীরা
- ০৩:২০ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে মন্ত্রীদের নিরাপদে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী
- ০২:৫৪ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী
- ০২:৪৫ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে প্রধানমন্ত্রী ও সদ্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আগুন
- ০২:৩৫ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা
- ০১:২৪ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ ক্ষমতাসীন নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন
- ০১:১৭ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ এবার নেপালের কৃষিমন্ত্রীর পদত্যাগ, চাপ বাড়ছে প্রধানমন্ত্রীর ওপর
- ১২:৪৭ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের বাড়িতে হামলা-আগুন
- ১২:২৩ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে কারফিউ ভেঙে ফের রাজপথে তরুণরা
- ১০:৫৩ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ প্রাণঘাতী বিক্ষোভের পর সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা তুলে নিলো নেপাল
- ০৯:৪৯ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে বিক্ষোভ-কারফিউ, কেন ফুঁসে উঠলো তরুণরা?
- ০৯:১১ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী
- ০৯:০০ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ আহতদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের
- ০৭:১৭ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ নেপালের সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি, নিহত বেড়ে ১৯
- ০৬:২২ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ নেপালে নিহতের সংখ্যা বেড়ে ১৬
- ০৫:৩৬ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ নেপালে দ্রুত ছড়াচ্ছে আন্দোলন, আরও কয়েক জেলায় কারফিউ জারি
- ০৪:৩৯ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ রাজধানী ছাড়িয়ে দেশজুড়ে ছড়িয়ে পড়ছে নেপালের জেন জি আন্দোলন
- ০৪:৩২ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ নেপালে জেন জি আন্দোলনে পুলিশের গুলি, মৃতের সংখ্যা বেড়ে ১৪
- ০৪:০৬ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ ছাত্র-জনতার বিক্ষোভে উত্তপ্ত নেপাল, রাজধানীতে সেনা মোতায়েন
- ০৪:০৬ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ নেপালে কেন ছড়িয়ে পড়েছে সরকারবিরোধী বিক্ষোভ
- ০৪:০০ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ নেপালে জেন জি আন্দোলনে নিহত ৮, তীব্র হচ্ছে সংঘাত
- ০৩:৪৭ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ নেপালে ছাত্র-জনতার আন্দোলনে তারকাদের সমর্থন
- ০৩:৩৯ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ নেপালে জেন জি বিক্ষোভে পুলিশের গুলি, নিহতের সংখ্যা বেড়ে ৬
- ০৩:৩২ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ বিক্ষোভে উত্তাল নেপাল, পার্লামেন্টে ঢুকে পড়েছে ছাত্র-জনতা
- ০৩:২৭ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ নেপালের রাজধানীতে কারফিউ জারি
- ০৩:১৭ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ নেপালে ছাত্র-জনতার বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ১
- ০২:৪৮ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ দুর্নীতি-সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞার বিরুদ্ধে নেপালে বিক্ষোভ
- ০৮:১৯ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৫ নেপালে বন্ধ হচ্ছে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ ২০টিরও বেশি সামাজিকমাধ্যম