নেপালে আটকে পড়া বাংলাদেশিদের বেশিরভাগই পর্যটক
বিক্ষোভের মুখে নেপালে সরকারের পতন হয়েছে/ ছবি- কাঠমান্ডু পোস্ট
নেপালে চলমান রাজনৈতিক সহিংসতার কারণে বাংলাদেশের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) ৫০ জন প্রশিক্ষণার্থী দেশটিতে আটকা পড়েছেন। এছাড়া আটকা পড়েছেন জাতীয় ফুটবল দলের খেলোয়াড়সহ হাজারও বাংলাদেশি নাগরিক।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।
জানা যায়, বাংলাদেশের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের ৫০ জন শিক্ষার্থী একটি প্রশিক্ষণে নেপালে গিয়েছিলেন। এদের মধ্যে সেনা, নৌ এবং বিমান বাহিনীর কর্মকর্তারা রয়েছেন।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়সহ মোট ৩২ জনের একটি দল আটকা পড়েছে। এমনকি ১০-১২ জন ক্রীড়া সাংবাদিকও সেখানে আটকা পড়েছেন। কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
মঙ্গলবার দুপুরে এসব বাংলাদেশির দেশে ফেরার কথা থাকলেও পরিস্থিতি অনুকূল না থাকায় তারা দেশে ফিরতে পারেননি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিকেল ৩টার নির্ধারিত ফ্লাইটে ঢাকায় ফেরার কথা ছিল তাদের।
সূত্র জানায়, নেপাল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়েছিল যে তারা নিরপদে বিমানবন্দরে যেতে পারবেন। যদিও বাংলাদেশ দূতাবাস তাদের নিরাপত্তায় দেশটির সেনাবাহিনীর পাহারা চেয়েছিল। তবে আন্দোলন ও সংঘর্ষের কারণে সেই পরিকল্পনা স্থগিত করেছে। এর আগে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা বাংলাদেশ ফুটবল দলের কয়েকজনের পাসপোর্ট তাদের কাছে পৌঁছে দিতে গেলে গাড়িতে হামলার শিকার হচ্ছিলেন। তবে নেপাল পুলিশ তাকে উদ্ধার করে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানায়, নেপালে পরিস্থিতির কারণে দলের ফিরতি যাত্রা সম্ভব হয়নি।
এছাড়া এক হাজারেরও বেশি বাংলাদেশি ট্যুরিস্ট বর্তমানে দেশটিতে রয়েছেন বলে ধারণা করছে দূতাবাস। দেশটিতে স্থায়ীভাবে বসবাস করা বাংলাদেশি সংখ্যা ৫০-৬০ জন বলেও জানা গেছে। দেশটিতে অবস্থানরত সব বাংলাদেশি নিরাপদে আছেন বলে জানিয়েছে দূতাবাস।
- আরও পড়ুন
নেপালে কতজন বাংলাদেশি আটকে আছেন, যা জানা গেলো
সাবেক প্রধানমন্ত্রী-পররাষ্ট্রমন্ত্রীকে পেটালো ক্ষুব্ধ জনতা
কাঠমান্ডুতে বিক্ষোভের মধ্যে পড়ে বাংলাদেশের একজন নারী পর্যটকের পাসপোর্ট পুড়ে গেছে। তিনি স্থানীয় এক নেপালি নাগরিকের বাসায় অবস্থান করছেন। এ অবস্থায় দূতাবাসের পক্ষ থেকে তাকে উদ্ধার করা হবে বলে জানিয়েছে। আর কোনো বাংলাদেশির ক্ষয়ক্ষতির খর পাওয়া যায়নি।
দূতাবাসের এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, সাধারণত নেপালের মানুষ টুরিস্টদের অন্যরকম দেখে। সেই ধারণা থেকেই বেশকিছু টুরিস্টবাস চলাচল করছিল। ওই বাংলাদেশি নারী পর্যটক অন্যান্য দেশর কয়েকজন ট্যুরিস্টের সঙ্গে তেমনই এক বাসে বিমানবন্দরে যাচ্ছিলেন। আজ তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু পথে আন্দোলনকারীরা তাদের নামিয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। বাসে থাকা ওই নারীর পাসপোর্ট ওই ঘটনায় পুড়ে যায়। পরে তিনি স্থানীয় এক নেপালির বাড়িতে আশ্রয় নেন। ওই নেপালি বাংলাদেশ দূতাবাসে ফোন করে যোগাযোগ করেন।
দূতাবাসের ওই কর্মকর্তা আরও বলেন, আমরা তাকে জানিয়েছি, আজ যে পরিস্থিতি তাতে তাকে উদ্ধার করা সম্ভব নয়। তবে ওই ব্যক্তিকে অনুরোধ করেছি যাতে তিনি বাংলাদেশি নারীকে নিরাপদে রাখার ব্যবস্থা করেন। আমরা সুযোগ পেলেই তাকে উদ্ধার করে বাংলাদেশ দূতাবাসের এমন কোনো কর্মকর্তার বাসায় রাখবো, যার পরিবার এখানে রয়েছেন।
বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, কাঠমান্ডুতে স্থায়ীভাবে বসবাস করছেন এমন বাংলাদেশির সংখ্যা খুব বেশি হলে ৫০-৬০ জনের মতো। তবে দেশটিতে নিয়মিত বাংলাদেশি পর্যটক আসেন।
এক দূতাবাস কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জাগো নিউজকে বলেন, যারা পর্যক হিসেবে বাংলাদেশ থেকে আসেন তারা সাধারণত দূতাবাসে নিবন্ধন করায় না। এজন্য পর্যটকরে সঠিক সংখ্যা বলা কঠিন। তবে বাংলাদেশ থেকে প্রতিদিনের ফ্লাইট চলাচল থেকে ধারণা করা যায় প্রায় ৩০০ থেকে ৩৫০ জন বাংলাদেশি নেপালে প্রবেশ করেন। সেই হিসাবে গত তিনিদিনে অন্তত এক হাজার পর্যটক দেশটিতে প্রবেশ করেছেন।
নেপালে অবস্থানরক এসব বাংলাদেশি যেন অযথা বাইরে বের না হন এবং নিজেদের হোটেল বা অবস্থানস্থলে অবস্থান করেন। একই সঙ্গে নেপালে ভ্রমণের পরিকল্পনা রয়েছে এমন (ইনবাউন্ড) যাত্রীদেরও বর্তমান পরিস্থিতিতে দেশটিতে না যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য দূতাবাস দুটি হটলাইন চালু করেছে। নম্বর দুটি হলো: +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯ এবং +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১।
দূতাবাসের এক কর্মকর্তা জানান, রাত সাড়ে নয়টা পর্যন্ত আমার প্রায় সাড়ে তিনশ ফোন কল পেয়েছি। তাদের বেশির ভাগেই বাংলাদেশি টুরিস্ট। তারা সবাই পরিস্থিতি বুঝতে পারছেন।
জেপিআই/কেএসআর
টাইমলাইন
- ১০:৫২ এএম, ২৭ অক্টোবর ২০২৫ নেপালে অন্তর্বর্তী সরকারের মন্ত্রী হলেন আরও ২ জন, ফের বিতর্কের ঝড়
- ০৯:২৭ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫ নেপাল যেতে এখনো কেন ভয় পাচ্ছেন পর্যটকরা?
- ০৬:১৬ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫ নেপালে জেন জি আন্দোলন দমাতে ‘লেথাল উইপন’ ব্যবহার পুলিশের, ২ দিনে ২ হাজার গুলি
- ০৭:০০ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালের জনগণকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র, ‘গণতন্ত্র রক্ষায়’ সহযোগিতার আশ্বাস
- ০৪:১১ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৫ পুলিশকে কখনোই বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেইনি
- ০৩:৫১ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৫ সেনা সুরক্ষা ছেড়ে প্রকাশ্যে এলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি
- ০৪:০৮ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৫ নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন মোদী
- ১২:৪৩ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৫ পালিয়েছেন শীর্ষ নেতারা, কী হবে ওলির দলের?
- ০৬:০৪ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৫ নেপালে অন্তর্বর্তী সরকারের সামনে চ্যালেঞ্জের পাহাড়, সামলাতে পারবেন কার্কি?
- ০১:৪৩ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ৯ সেপ্টেম্বর রাতে নেপালের প্রেসিডেন্ট যে সাহস দেখিয়েছেন
- ১১:০৯ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২৫ রাজনীতিবিদদের প্রতি ক্ষোভে রাস্তায় নামে নেপালের তরুণরা
- ১০:৪৭ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চাই
- ০৯:০০ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৫ নেপালে জেন জি আন্দোলনে নিহতরা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত
- ০৬:১৬ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৫ কোথায় আছেন নেপালের সাবেক মন্ত্রী-প্রধানমন্ত্রী?
- ০৫:২৭ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৫ বাংলাদেশ-শ্রীলঙ্কা-নেপালের আন্দোলন ভারতের জন্য সতর্কবার্তা, কী করবে মোদী সরকার
- ০৪:০৩ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৫ দক্ষিণ এশিয়াই কি জেন জি বিপ্লবের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে?
- ০৫:৫৮ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ যেসব কারণে জেন-জি আন্দোলন সামাল দিতে ব্যর্থ হয় নেপাল
- ০৫:৩৯ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ গেমিং অ্যাপ ব্যবহার করে যেভাবে প্রধানমন্ত্রী বেছে নিলো নেপালের তরুণরা
- ০৪:৩২ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ প্রথম নারী প্রধানমন্ত্রীর পর প্রথম নারী অ্যাটর্নি জেনারেল পেলো নেপাল
- ০৪:৩০ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ নেপালে জেন-জি আন্দোলনের সময় লুট হওয়া সামগ্রী ফেরত দেওয়ার আহ্বান
- ০৩:৪৮ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ নেপালে নিহতদের পরিবারের জন্য লাখ রুপি ক্ষতিপূরণ, পালিত হবে শোক দিবস
- ০৩:১৫ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ শপথ নিলেন নেপালের নতুন ৩ মন্ত্রী, জেন জি-দের আপত্তি
- ০২:৪৭ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে আবারও রাস্তায় জেন জি
- ১২:৩৬ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ নেপালে কারা হলেন নতুন মন্ত্রী?
- ১২:২৭ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ নেপালে অন্তর্বর্তী সরকারে যুক্ত হলেন ৩ মন্ত্রী, মন্ত্রিসভা সর্বোচ্চ ১৫ জনের
- ০৯:৪১ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫ নেপালে আগুন দেওয়া ভবনগুলোতে মিলছে মরদেহ
- ০৬:৩৮ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫ নেপালে আন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে ৭২
- ০৬:০২ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫ নেপালে জেন-জি বিক্ষোভে সহিংসতার বিচার হবে: অন্তর্বর্তী প্রধানমন্ত্রী
- ০৪:৫৮ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ৬ মাসের মধ্যেই ক্ষমতা ছাড়বেন নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী
- ০১:০০ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫ রক্ত-আগুনে থমকে গেছে নেপালের পর্যটন মৌসুম, অর্থনীতির ব্যাপক ক্ষতি
- ১১:৪৫ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫ আন্দোলনের ৭ দিন পরেই ক্লাসে ফিরছে নেপালের জেন জি-রা
- ০৯:২১ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫ নেপালে জনতার ভোটে হতে পারে নতুন মন্ত্রীদের নিয়োগ, ঘোষণা আজই
- ০৯:০৯ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ আমাদের ত্যাগ যেন বৃথা না যায়, নতুন প্রধানমন্ত্রীর কাছে আহতদের আর্তি
- ০৬:৪৯ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ভারতের সঙ্গে নেপালের নতুন প্রধানমন্ত্রীর সম্পর্ক নিয়ে এত আলোচনা কেন?
- ০৬:০২ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ শীতল নেপালের উত্তপ্ত রাজনীতি
- ১২:০৬ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ কারফিউ প্রত্যাহার, স্বাভাবিক অবস্থায় ফিরছে নেপাল
- ১১:১৫ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ দায়িত্ব নিয়েই নেপালে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন সুশীলা কার্কি
- ১০:৫৫ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ অস্থির নেপালের হাল ধরা কে এই সুশীলা কার্কি?
- ০৮:৫১ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন সুশীলা কার্কি
- ০৫:৫৬ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৫ নেপো কিডদের বিলাসবহুল জীবন যেভাবে ক্ষেপিয়ে তুললো নেপালের জেন-জিকে
- ০৪:০৭ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৫ নেপালে জেন-জি বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৫১
- ০২:০০ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৫ দেশত্যাগ করতে চাওয়া বিদেশিদের জন্য ভিসানীতি শিথিল করলো নেপাল
- ১০:২৫ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৫ উদ্বেগ-উৎকণ্ঠায় ভারত ছাড়ছেন নেপালের নাগরিকরা
- ০১:৩৭ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৫ নেপালে ২ দিনেই ২০ হাজার কোটি রুপির ক্ষয়ক্ষতি
- ০৫:৪২ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ নেপালের সংকট দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ কেন?
- ০৪:৪১ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ নেপালে কারাগারে সেনাবাহিনীর গুলিতে দুই বন্দি নিহত
- ০৩:৫৬ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান নিয়ে আন্দোলনকারীদের মতপার্থক্য
- ০৩:৫৬ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ নেপালে অস্থিরতায় নতুন দুশ্চিন্তায় ভারত
- ০৩:০৭ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ দার্জিলিংয়ের নেপাল সীমান্ত বন্ধ করলো ভারত
- ০১:২৩ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার পর্যন্ত কাঠমান্ডুতে কারফিউ জারি
- ০৯:৫৩ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ সরকারবিহীন নেপালে ব্যাপক লুটপাট, ব্যাংকে ডাকাতি
- ০৯:০১ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ নেপালের পরিস্থিতি দেখে দুশ্চিন্তায় মোদী
- ০৮:৩৮ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ অবশেষে খোঁজ মিললো ক্ষমতাচ্যুত নেপালি প্রধানমন্ত্রীর
- ০৮:২৫ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ নেপালে নেতৃত্ব নিয়ে বিরোধ: জেন জি প্রতিনিধিদের ফিরিয়ে দিলো সেনাবাহিনী
- ০৮:০৯ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ নেপালে নেতৃত্ব নিয়ে সেনা সদর দপ্তরের বাইরে জেন জি-দের হট্টগোল
- ০৮:০০ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ নেপালে অন্তর্বর্তী সরকারপ্রধান হতে সাবেক প্রধান বিচারপতির সম্মতি
- ০৬:০৩ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ আমাদের আন্দোলন ‘হাইজ্যাক’ হয়ে গেছে
- ০৫:০৬ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ জুলাইয়ে শ্রীলঙ্কা, আগস্টে বাংলাদেশ, সেপ্টেম্বরে নেপাল: অক্টোবরে কে?
- ০২:৩৯ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ ভারত-নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা
- ১১:০৮ এএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ হদিস মিলছে না নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির
- ১০:৩৫ এএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ নেপালে থমথমে পরিস্থিতি, রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী
- ০১:৩৯ এএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ অস্থিরতা না কমায় নেপালের নিরাপত্তার নিয়ন্ত্রণ নিলো সেনাবাহিনী
- ১২:১৩ এএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ নেপালে আটকে পড়া বাংলাদেশিদের বেশিরভাগই পর্যটক
- ১১:২৮ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে আটকে পড়া ফুটবল দলের খোঁজখবর নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা
- ১০:৫৫ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে কতজন বাংলাদেশি আটকে আছেন, যা জানা গেলো
- ০৯:৫৪ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ সংলাপের আহ্বান নেপাল সেনাপ্রধানের
- ০৯:৪২ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালগামী যাত্রীদের হটলাইনে যোগাযোগের অনুরোধ বিমানের
- ০৯:২৮ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে কারাগারের প্রাচীর ভেঙে পালালেন পাঁচ শতাধিক কয়েদি
- ০৯:০৯ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালের বিমানবন্দরে হামলা-আগুন
- ০৮:২৫ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ, শোক প্রকাশ
- ০৮:২১ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে ৩ পুলিশ সদস্যকে পিটিয়ে মারলো বিক্ষুব্ধ জনতা
- ০৮:০১ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নাগরিকদের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার আহ্বান নেপাল সেনাপ্রধানের
- ০৭:৪৭ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে বিক্ষোভকারীদের আগুনে দগ্ধ সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী
- ০৭:৩৮ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে পার্লামেন্ট ভবনে আগুন, আসবাব-বাগানের গাছ তুলে নিয়ে গেলো জনতা
- ০৭:০৬ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ সাবেক প্রধানমন্ত্রী-পররাষ্ট্রমন্ত্রীকে পেটালো ক্ষুব্ধ জনতা
- ০৬:০০ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে মাত্র ২ দিনের আন্দোলনে যেভাবে হলো সরকারের পতন
- ০৫:১০ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার আলোচনায় কে এই তরুণ নেতা?
- ০৪:৪৭ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের দিনও নিহত ২, মৃতের সংখ্যা বেড়ে ২১
- ০৪:৩৫ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ পদত্যাগপত্রে কী লিখলেন নেপালের প্রধানমন্ত্রী?
- ০৪:২১ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ বাংলাদেশিদের নেপালে ভ্রমণ না করার আহ্বান
- ০৪:১৭ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগে বিক্ষোভকারীদের উৎসব
- ০৪:১১ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ বাংলাদেশ-শ্রীলঙ্কাকে দেখেই নেপালে সরকার পতনের আন্দোলন
- ০৩:৩১ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালের বিক্ষোভে সতর্ক নজর ভারতের
- ০৩:২১ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ পার্লামেন্ট ভবনে ‘বিজয় পতাকা’ ওড়ালো জেন জি আন্দোলনকারীরা
- ০৩:২০ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে মন্ত্রীদের নিরাপদে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী
- ০২:৫৪ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী
- ০২:৪৫ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে প্রধানমন্ত্রী ও সদ্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আগুন
- ০২:৩৫ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা
- ০১:২৪ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ ক্ষমতাসীন নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন
- ০১:১৭ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ এবার নেপালের কৃষিমন্ত্রীর পদত্যাগ, চাপ বাড়ছে প্রধানমন্ত্রীর ওপর
- ১২:৪৭ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের বাড়িতে হামলা-আগুন
- ১২:২৩ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে কারফিউ ভেঙে ফের রাজপথে তরুণরা
- ১০:৫৩ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ প্রাণঘাতী বিক্ষোভের পর সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা তুলে নিলো নেপাল
- ০৯:৪৯ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে বিক্ষোভ-কারফিউ, কেন ফুঁসে উঠলো তরুণরা?
- ০৯:১১ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী
- ০৯:০০ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ আহতদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের
- ০৭:১৭ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ নেপালের সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি, নিহত বেড়ে ১৯
- ০৬:২২ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ নেপালে নিহতের সংখ্যা বেড়ে ১৬
- ০৫:৩৬ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ নেপালে দ্রুত ছড়াচ্ছে আন্দোলন, আরও কয়েক জেলায় কারফিউ জারি
- ০৪:৩৯ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ রাজধানী ছাড়িয়ে দেশজুড়ে ছড়িয়ে পড়ছে নেপালের জেন জি আন্দোলন
- ০৪:৩২ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ নেপালে জেন জি আন্দোলনে পুলিশের গুলি, মৃতের সংখ্যা বেড়ে ১৪
- ০৪:০৬ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ ছাত্র-জনতার বিক্ষোভে উত্তপ্ত নেপাল, রাজধানীতে সেনা মোতায়েন
- ০৪:০৬ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ নেপালে কেন ছড়িয়ে পড়েছে সরকারবিরোধী বিক্ষোভ
- ০৪:০০ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ নেপালে জেন জি আন্দোলনে নিহত ৮, তীব্র হচ্ছে সংঘাত
- ০৩:৪৭ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ নেপালে ছাত্র-জনতার আন্দোলনে তারকাদের সমর্থন
- ০৩:৩৯ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ নেপালে জেন জি বিক্ষোভে পুলিশের গুলি, নিহতের সংখ্যা বেড়ে ৬
- ০৩:৩২ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ বিক্ষোভে উত্তাল নেপাল, পার্লামেন্টে ঢুকে পড়েছে ছাত্র-জনতা
- ০৩:২৭ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ নেপালের রাজধানীতে কারফিউ জারি
- ০৩:১৭ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ নেপালে ছাত্র-জনতার বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ১
- ০২:৪৮ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ দুর্নীতি-সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞার বিরুদ্ধে নেপালে বিক্ষোভ
- ০৮:১৯ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৫ নেপালে বন্ধ হচ্ছে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ ২০টিরও বেশি সামাজিকমাধ্যম