শ্রীলঙ্কা-বাংলাদেশ-নেপাল
দক্ষিণ এশিয়াই কি জেন জি বিপ্লবের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে?
নেপালের রাজপথে বিক্ষোভ/ফাইল ছবি: এএফপি
দক্ষিণ এশিয়ায় জেন জি বিপ্লবের হাওয়ায় শ্রীলঙ্কা-বাংলাদেশ-নেপালে নতুন অধ্যায়ের সূচনা ঘটছে? এখন অনেকের মনেই এমন প্রশ্ন জাগছে যে, দক্ষিণ এশিয়াই কী তাহলে জেন জি বিপ্লবের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে? কলম্বো থেকে ঢাকা এবং ঢাকা থেকে কাঠমান্ডু, বিক্ষোভের উত্তাল হাওয়ায় স্বৈরাচারের পতন। প্রেক্ষাপট কিছুটা ভিন্ন, কিন্তু বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ার তরুণদের এই বিক্ষোভ প্রতিবাদের সঙ্গে একটি সাধারণ সূত্র জড়িত এবং প্রতিবাদকারীরা একে অপরের কাছ থেকেই শিখেছে।
ঢোলের তালের মতো লোহার গেটের ঝনঝন শব্দ ভেসে এলো। জনতা ধেয়ে এলো সামনে, ঝড়ের বেগে খুলে দিলো ব্যারিকেড, যা ঘণ্টাখানেক আগেও ক্ষমতার প্রতীক হয়ে দাঁড়িয়ে ছিল। শাসকদের বাড়ির করিডোরগুলো কেঁপে উঠলো কাদামাখা পায়ের শব্দে। কেউ ভাঙলো জানালা, শোপিস, কেউ হাতে নিলো দামি বিছানার চাদর বা জুতা।
যে বাড়ি এতদিন সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল, সেই প্রাসাদ আর বিলাসবহুল আসবাব এখন অস্থায়ীভাবে হলেও মানুষের দখলে। গত সপ্তাহে এমন ঘটনাই চোখে পড়েছে নেপালে। এর আগে ২০২২ সালে একই দৃশ্য দেখা গেছে শ্রীলঙ্কায় এবং ২০২৪ সালে বাংলাদেশে।
তিন কোটি মানুষের দেশ নেপাল এখন এমন এক ভবিষ্যতের পথে হাঁটছে, যা তাদের কাছে একেবারেই নতুন। দক্ষিণ এশিয়ার একের পর এক দেশে সরকার পতন হচ্ছে। মূলত তরুণদের ফুঁসে ওঠাই এর পেছনে বড় কারণ। এখন প্রশ্ন উঠছে দক্ষিণ এশিয়াই কী তাহলে জেন জি বিপ্লবের ঘাঁটিতে পরিণত হলো?
শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক পল স্ট্যানিল্যান্ড বলেন, এটা সত্যিই খুবই তাৎপর্যপূর্ণ। এখানে এক ধরনের নতুন রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে।
গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) প্রায় ১০ হাজার নেপালি তরুণ ভোট দিয়েছে অনলাইন প্ল্যাটফর্ম ডিসকোর্ডে। তারা নির্বাচনী ব্যালট বা শারীরিক ভোট নয়, ডিজিটাল ভোটের মাধ্যমে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ঠিক করেছে। এদের মধ্যে প্রবাসীরাও ছিল।
সামাজিক মাধ্যম বন্ধ রাখা এবং দুর্নীতি ও স্বজনপ্রীতিবিরোধী বিক্ষোভে পুলিশের দমনপীড়নে ৭০ জনের বেশি মানুষ নিহত হয়। টানা তিনদিন ধরে চলা বিক্ষোভে নেপাল সরকারের পতন হয়। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর সুশীলা কার্কি আগামী বছরের মার্চে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। বিক্ষোভের সময় তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি যখন বিক্ষোভকারীদের ‘জেন জির বাচ্চা’ বলে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন। কিন্তু বিক্ষোভ এতটাই উত্তাল হয়ে উঠেছিল যে তিনি পদত্যাগ করতে বাধ্য হন।
এসব ঘটনা এটাই দেখিয়ে দিয়েছে যে, দক্ষিণ এশিয়ার তরুণরা যখন মনে করেন যে, রাজনৈতিক পদ্ধতি তাদের স্বপ্নের সঙ্গে বেমানান তখন তারা নিজেরাই ক্ষমতা হাতে নিচ্ছে এবং নিজেদের নেতা ঘোষণা করছে।
শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের আন্দোলনের পেছনে ছিল নিজস্ব ইতিহাস ও আলাদা প্রেক্ষাপট। কিন্তু সব ক্ষেত্রেই সাধারণ বিষয় হলো- নতুন এই প্রজন্ম ব্যর্থ প্রতিশ্রুতি নিয়ে বাঁচতে নারাজ। মূলত এটাই তাদের ক্ষেপিয়ে তুলেছে।
শ্রীলঙ্কা
২০২২ সালে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে পড়ে শ্রীলঙ্কা। দীর্ঘ সময় লোডশেডিং, ৫০ শতাংশের বেশি মুদ্রাস্ফীতি-এই অবস্থায় জন্ম নেয় ‘আরাগালায়া’ আন্দোলন। কলম্বোর প্রেসিডেন্ট ভবনের সামনে তরুণদের ক্যাম্প ‘গোটাগো গামা’ (গোটা বাড়ি ফিরে যাও) হয়ে ওঠে প্রতিবাদের কেন্দ্র। তীব্র প্রতিবাদ-আন্দোলনের মুখে সে বছরের জুলাইয়ের মাঝামাঝি সময়ে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন।
বাংলাদেশ
২০২৪ সালে আন্দোলন শুরু হয় সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা সংস্কারের দাবিতে। বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে কমপক্ষে ১৪০০ মানুষ নিহত হলে আন্দোলন সরকারবিরোধী রূপ নেয়। ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন।
নেপাল
গত সপ্তাহের শেষ দিকে সরকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করলে রাস্তায় নামে হাজার হাজার মানুষ। পুলিশের গুলিতে ৭০ জনের বেশি মানুষ নিহত হয়। আন্দোলনকারীরা সংসদে আগুন লাগায়, নেতাদের বাড়ি-ঘর ও সবচেয়ে বড় মিডিয়া হাউজও পুড়িয়ে দেয়। পরে দেশটির প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন।
তরুণদের ক্রোধের মূল কারণ
হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক ডেপুটি ডিরেক্টর মীনাক্ষী গাঙ্গুলি বলেন, এই তিন দেশে সরকার পতনের পেছনে মূল কারণ একই-অমীমাংসিত অর্থনৈতিক বৈষম্য, দুর্নীতি এবং বয়স্ক রাজনীতিবিদদের নেতৃত্বের প্রতি গভীর অসন্তোষ।
মীনাক্ষী গাঙ্গুলি বলেন, জেন জি প্রজন্ম দুটি বড় অর্থনৈতিক মন্দা দেখেছে (২০০৮-০৯ এবং কোভিড-১৯ পরবর্তী সময়ে) এবং প্রায় দুই বছর সামাজিকভাবে তারা ছিল বিচ্ছিন্ন। করোনা মহামারি চলাকালীন তাদের ডিজিটাল সংযোগ অভূতপূর্বভাবে বেড়েছে।
এদিকে যেসব নেতা তারা উৎখাত করেছে তাদের মধ্যে নেপালের ওলির বয়স ছিল ৭৩ বছর, হাসিনার ৭৬ এবং রাজাপাকসের ৭৪ বছর। তরুণদের জীবনের সঙ্গে এসব রাজনীতিকের জীবনের ফারাক ছিল অনেক বেশি। দক্ষিণ এশিয়ার তরুণরা এই রাজনীতিবিদের সঙ্গে নিজেদের কোনো কিছুরই মিল খুঁজে পাচ্ছিলেন না। এছাড়া রাজনীতিবিদ এবং তাদের সন্তানদের বিলাসবহুল জীবনও তাদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।
এভাবেই নেপোটিজম বা স্বজনপ্রীতির বিরুদ্ধে আন্দোলনে নতুন বিপ্লবের সূচনা হয়। সম্প্রতি ইন্দোনেশিয়ায় নেপোকিড (#NepoKid) সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ড হয়েছে এবং নেপালে সাম্প্রতিক গণআন্দোলনেও তরুণদের মধ্যে গভীর সাড়া ফেলেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পল স্ট্যানিল্যান্ড বলেন, দক্ষিণ এশিয়ায় তরুণদের নেতৃত্বাধীন আন্দোলনের মধ্যে সবচেয়ে সাধারণ বিষয় হলো– তারা এক উন্নত রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ কল্পনা করতে পারে এবং বাস্তবতার সঙ্গে সেই আকাঙ্ক্ষার ব্যবধান দেখতে পায়।
আল জাজিরাকে স্ট্যানিল্যান্ড বলেন, তাদের শক্তি হলো ভবিষ্যৎপন্থি এই স্বপ্ন ও ক্ষোভ এবং পারস্পরিক সংযোগের অনুভূতি। এই দেশগুলোতে জনসংখ্যাগত অনেক মিল রয়েছে। তিন দেশের প্রায় ৫০ শতাংশ মানুষই ২৮ বছরের নিচে। তাদের মাথাপিছু জিডিপি বৈশ্বিক গড়ের চেয়ে কম হলেও সাক্ষরতার হার ৭০ শতাংশের বেশি।
বিশেষজ্ঞরা বলছেন, এই আন্দোলনগুলো কোনো বিচ্ছিন্নতাবাদী দাবি বা একক সংখ্যালঘু গোষ্ঠীর অভিযোগের ওপর নয় বরং সামাজিক ও অর্থনৈতিক ন্যায্যতার ওপর জোর দিয়েছে। ফলে এগুলো দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে আবেদনময় হয়ে উঠেছে।
তিনি বলেন, যখন এসব সরকার বিক্ষোভের মুখে পড়ে, তাদের হাতে খুব বেশি বিকল্প থাকে না, বিশেষ করে অসম সমাজ বা অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর হলে এমনটা ঘটে।
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক মাস্টার্স প্রোগ্রামের পরিচালক রুমেলা সেন বলেন, যদি আমরা কেবল ক্ষোভের ছবি দেখার বাইরে তাকাই, তাহলে দেখব – এসব প্রতিবাদে রয়েছে রাজনৈতিক অন্তর্ভুক্তি, অর্থনৈতিক ন্যায়বিচার এবং নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহির জন্য প্রকৃত গণতান্ত্রিক আকাঙ্ক্ষা।
তরুণ জনগোষ্ঠী, ইন্টারনেটের সহজলভ্যতা এবং ডিজিটাল দক্ষতা – এই তিনটি মিলেই দক্ষিণ এশিয়ার জেন জি তরুণদের এমনভাবে সংগঠিত করেছে যে তারা সহজেই অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে কমিউনিটি তৈরি, সংগঠন গড়ে তোলা এবং নিজেকে প্রকাশ করতে পারছে।
সরকার যখন ইন্টারনেট বা নির্দিষ্ট প্ল্যাটফর্ম বন্ধ করে, তা উল্টো ফল বয়ে আনে। নেপালে এই প্রজন্মের বিক্ষোভকারীরা নেপোকিডসদের বিলাসবহুল জীবনযাপন ও বিদেশে পড়াশোনা দেখেও চোখ ফিরিয়ে নিতে চায়নি। একদিকে তারা বঞ্চিত হচ্ছে কিন্তু অন্যদিকে রাজনীতিবিদদের সন্তানরা বিলাসবহুল জীবন-যাপন করছে এমনটা মেনে নিতে পারেনি জেন জি তরুণরা।
তিনি বলেন, এখানে এক ধরনের প্রজন্মগত নৈতিক ক্ষোভ আছে। যারা তাদের ভবিষ্যৎ চুরি করছে এমন এক প্রজন্মের বিরুদ্ধে তাদের চরম ক্ষোভ রয়েছে।
একে অপরের কাছ থেকে শিক্ষা
দক্ষিণ এশিয়ার রাজনৈতিক নৃবিজ্ঞানী জিভান শর্মা বর্তমানে কাঠমান্ডুতে গবেষণার জন্য অবস্থান করছেন। তিনি বলেন, একে অপরের কাছ থেকে এবং ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের মতো অন্যান্য যুব-নেতৃত্বাধীন বৈশ্বিক বিক্ষোভ থেকে শিক্ষা নিয়েই এসব আন্দোলনের জন্ম।
নেপালি তরুণরা শ্রীলঙ্কা ও বাংলাদেশের আন্দোলন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে বলে মনে করেন তিনি। এই জেন জি নেতৃত্বাধীন রাজনৈতিক আন্দোলন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং দেশের রাজনৈতিক নেতৃত্বের প্রতি গভীর হতাশা থেকে জন্ম নিয়েছে।
স্ট্যানিল্যান্ডও এ বিষয়ে একমত। তিনিও মনে করেন যে, নিশ্চিতভাবেই এসব আন্দোলনে অংশ নেওয়া তরুণরা একে অপরকে লক্ষ্য করছে, শিখছে এবং অনুপ্রাণিত হচ্ছে।
দক্ষিণ এশিয়ায় গৃহযুদ্ধ ও বিদ্রোহী শাসন নিয়ে গবেষণা করা সেন বলেন, নেপাল ও অন্যান্য দেশের প্রতিবাদে ব্যবহৃত কৌশলগুলো- যেমন সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগ প্রচারণা এবং বিকেন্দ্রীভূত সংগঠন এক নতুন ডিজিটাল প্রতিবাদের প্লেবুক তৈরি করেছে। এখন একটাই প্রশ্ন পরবর্তী বিস্ফোরণ কোথায় ঘটবে?
সূত্র: আল জাজিরা
টিটিএন
টাইমলাইন
- ১০:৫২ এএম, ২৭ অক্টোবর ২০২৫ নেপালে অন্তর্বর্তী সরকারের মন্ত্রী হলেন আরও ২ জন, ফের বিতর্কের ঝড়
- ০৯:২৭ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫ নেপাল যেতে এখনো কেন ভয় পাচ্ছেন পর্যটকরা?
- ০৬:১৬ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫ নেপালে জেন জি আন্দোলন দমাতে ‘লেথাল উইপন’ ব্যবহার পুলিশের, ২ দিনে ২ হাজার গুলি
- ০৭:০০ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালের জনগণকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র, ‘গণতন্ত্র রক্ষায়’ সহযোগিতার আশ্বাস
- ০৪:১১ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৫ পুলিশকে কখনোই বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেইনি
- ০৩:৫১ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৫ সেনা সুরক্ষা ছেড়ে প্রকাশ্যে এলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি
- ০৪:০৮ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৫ নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন মোদী
- ১২:৪৩ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৫ পালিয়েছেন শীর্ষ নেতারা, কী হবে ওলির দলের?
- ০৬:০৪ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৫ নেপালে অন্তর্বর্তী সরকারের সামনে চ্যালেঞ্জের পাহাড়, সামলাতে পারবেন কার্কি?
- ০১:৪৩ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ৯ সেপ্টেম্বর রাতে নেপালের প্রেসিডেন্ট যে সাহস দেখিয়েছেন
- ১১:০৯ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২৫ রাজনীতিবিদদের প্রতি ক্ষোভে রাস্তায় নামে নেপালের তরুণরা
- ১০:৪৭ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চাই
- ০৯:০০ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৫ নেপালে জেন জি আন্দোলনে নিহতরা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত
- ০৬:১৬ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৫ কোথায় আছেন নেপালের সাবেক মন্ত্রী-প্রধানমন্ত্রী?
- ০৫:২৭ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৫ বাংলাদেশ-শ্রীলঙ্কা-নেপালের আন্দোলন ভারতের জন্য সতর্কবার্তা, কী করবে মোদী সরকার
- ০৪:০৩ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৫ দক্ষিণ এশিয়াই কি জেন জি বিপ্লবের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে?
- ০৫:৫৮ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ যেসব কারণে জেন-জি আন্দোলন সামাল দিতে ব্যর্থ হয় নেপাল
- ০৫:৩৯ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ গেমিং অ্যাপ ব্যবহার করে যেভাবে প্রধানমন্ত্রী বেছে নিলো নেপালের তরুণরা
- ০৪:৩২ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ প্রথম নারী প্রধানমন্ত্রীর পর প্রথম নারী অ্যাটর্নি জেনারেল পেলো নেপাল
- ০৪:৩০ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ নেপালে জেন-জি আন্দোলনের সময় লুট হওয়া সামগ্রী ফেরত দেওয়ার আহ্বান
- ০৩:৪৮ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ নেপালে নিহতদের পরিবারের জন্য লাখ রুপি ক্ষতিপূরণ, পালিত হবে শোক দিবস
- ০৩:১৫ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ শপথ নিলেন নেপালের নতুন ৩ মন্ত্রী, জেন জি-দের আপত্তি
- ০২:৪৭ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে আবারও রাস্তায় জেন জি
- ১২:৩৬ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ নেপালে কারা হলেন নতুন মন্ত্রী?
- ১২:২৭ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ নেপালে অন্তর্বর্তী সরকারে যুক্ত হলেন ৩ মন্ত্রী, মন্ত্রিসভা সর্বোচ্চ ১৫ জনের
- ০৯:৪১ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫ নেপালে আগুন দেওয়া ভবনগুলোতে মিলছে মরদেহ
- ০৬:৩৮ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫ নেপালে আন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে ৭২
- ০৬:০২ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫ নেপালে জেন-জি বিক্ষোভে সহিংসতার বিচার হবে: অন্তর্বর্তী প্রধানমন্ত্রী
- ০৪:৫৮ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ৬ মাসের মধ্যেই ক্ষমতা ছাড়বেন নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী
- ০১:০০ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫ রক্ত-আগুনে থমকে গেছে নেপালের পর্যটন মৌসুম, অর্থনীতির ব্যাপক ক্ষতি
- ১১:৪৫ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫ আন্দোলনের ৭ দিন পরেই ক্লাসে ফিরছে নেপালের জেন জি-রা
- ০৯:২১ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫ নেপালে জনতার ভোটে হতে পারে নতুন মন্ত্রীদের নিয়োগ, ঘোষণা আজই
- ০৯:০৯ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ আমাদের ত্যাগ যেন বৃথা না যায়, নতুন প্রধানমন্ত্রীর কাছে আহতদের আর্তি
- ০৬:৪৯ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ভারতের সঙ্গে নেপালের নতুন প্রধানমন্ত্রীর সম্পর্ক নিয়ে এত আলোচনা কেন?
- ০৬:০২ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ শীতল নেপালের উত্তপ্ত রাজনীতি
- ১২:০৬ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ কারফিউ প্রত্যাহার, স্বাভাবিক অবস্থায় ফিরছে নেপাল
- ১১:১৫ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ দায়িত্ব নিয়েই নেপালে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন সুশীলা কার্কি
- ১০:৫৫ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ অস্থির নেপালের হাল ধরা কে এই সুশীলা কার্কি?
- ০৮:৫১ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন সুশীলা কার্কি
- ০৫:৫৬ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৫ নেপো কিডদের বিলাসবহুল জীবন যেভাবে ক্ষেপিয়ে তুললো নেপালের জেন-জিকে
- ০৪:০৭ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৫ নেপালে জেন-জি বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৫১
- ০২:০০ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৫ দেশত্যাগ করতে চাওয়া বিদেশিদের জন্য ভিসানীতি শিথিল করলো নেপাল
- ১০:২৫ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৫ উদ্বেগ-উৎকণ্ঠায় ভারত ছাড়ছেন নেপালের নাগরিকরা
- ০১:৩৭ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৫ নেপালে ২ দিনেই ২০ হাজার কোটি রুপির ক্ষয়ক্ষতি
- ০৫:৪২ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ নেপালের সংকট দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ কেন?
- ০৪:৪১ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ নেপালে কারাগারে সেনাবাহিনীর গুলিতে দুই বন্দি নিহত
- ০৩:৫৬ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান নিয়ে আন্দোলনকারীদের মতপার্থক্য
- ০৩:৫৬ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ নেপালে অস্থিরতায় নতুন দুশ্চিন্তায় ভারত
- ০৩:০৭ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ দার্জিলিংয়ের নেপাল সীমান্ত বন্ধ করলো ভারত
- ০১:২৩ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার পর্যন্ত কাঠমান্ডুতে কারফিউ জারি
- ০৯:৫৩ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ সরকারবিহীন নেপালে ব্যাপক লুটপাট, ব্যাংকে ডাকাতি
- ০৯:০১ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ নেপালের পরিস্থিতি দেখে দুশ্চিন্তায় মোদী
- ০৮:৩৮ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ অবশেষে খোঁজ মিললো ক্ষমতাচ্যুত নেপালি প্রধানমন্ত্রীর
- ০৮:২৫ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ নেপালে নেতৃত্ব নিয়ে বিরোধ: জেন জি প্রতিনিধিদের ফিরিয়ে দিলো সেনাবাহিনী
- ০৮:০৯ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ নেপালে নেতৃত্ব নিয়ে সেনা সদর দপ্তরের বাইরে জেন জি-দের হট্টগোল
- ০৮:০০ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ নেপালে অন্তর্বর্তী সরকারপ্রধান হতে সাবেক প্রধান বিচারপতির সম্মতি
- ০৬:০৩ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ আমাদের আন্দোলন ‘হাইজ্যাক’ হয়ে গেছে
- ০৫:০৬ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ জুলাইয়ে শ্রীলঙ্কা, আগস্টে বাংলাদেশ, সেপ্টেম্বরে নেপাল: অক্টোবরে কে?
- ০২:৩৯ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ ভারত-নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা
- ১১:০৮ এএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ হদিস মিলছে না নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির
- ১০:৩৫ এএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ নেপালে থমথমে পরিস্থিতি, রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী
- ০১:৩৯ এএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ অস্থিরতা না কমায় নেপালের নিরাপত্তার নিয়ন্ত্রণ নিলো সেনাবাহিনী
- ১২:১৩ এএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ নেপালে আটকে পড়া বাংলাদেশিদের বেশিরভাগই পর্যটক
- ১১:২৮ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে আটকে পড়া ফুটবল দলের খোঁজখবর নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা
- ১০:৫৫ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে কতজন বাংলাদেশি আটকে আছেন, যা জানা গেলো
- ০৯:৫৪ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ সংলাপের আহ্বান নেপাল সেনাপ্রধানের
- ০৯:৪২ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালগামী যাত্রীদের হটলাইনে যোগাযোগের অনুরোধ বিমানের
- ০৯:২৮ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে কারাগারের প্রাচীর ভেঙে পালালেন পাঁচ শতাধিক কয়েদি
- ০৯:০৯ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালের বিমানবন্দরে হামলা-আগুন
- ০৮:২৫ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ, শোক প্রকাশ
- ০৮:২১ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে ৩ পুলিশ সদস্যকে পিটিয়ে মারলো বিক্ষুব্ধ জনতা
- ০৮:০১ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নাগরিকদের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার আহ্বান নেপাল সেনাপ্রধানের
- ০৭:৪৭ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে বিক্ষোভকারীদের আগুনে দগ্ধ সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী
- ০৭:৩৮ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে পার্লামেন্ট ভবনে আগুন, আসবাব-বাগানের গাছ তুলে নিয়ে গেলো জনতা
- ০৭:০৬ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ সাবেক প্রধানমন্ত্রী-পররাষ্ট্রমন্ত্রীকে পেটালো ক্ষুব্ধ জনতা
- ০৬:০০ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে মাত্র ২ দিনের আন্দোলনে যেভাবে হলো সরকারের পতন
- ০৫:১০ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার আলোচনায় কে এই তরুণ নেতা?
- ০৪:৪৭ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের দিনও নিহত ২, মৃতের সংখ্যা বেড়ে ২১
- ০৪:৩৫ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ পদত্যাগপত্রে কী লিখলেন নেপালের প্রধানমন্ত্রী?
- ০৪:২১ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ বাংলাদেশিদের নেপালে ভ্রমণ না করার আহ্বান
- ০৪:১৭ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগে বিক্ষোভকারীদের উৎসব
- ০৪:১১ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ বাংলাদেশ-শ্রীলঙ্কাকে দেখেই নেপালে সরকার পতনের আন্দোলন
- ০৩:৩১ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালের বিক্ষোভে সতর্ক নজর ভারতের
- ০৩:২১ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ পার্লামেন্ট ভবনে ‘বিজয় পতাকা’ ওড়ালো জেন জি আন্দোলনকারীরা
- ০৩:২০ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে মন্ত্রীদের নিরাপদে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী
- ০২:৫৪ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী
- ০২:৪৫ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে প্রধানমন্ত্রী ও সদ্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আগুন
- ০২:৩৫ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা
- ০১:২৪ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ ক্ষমতাসীন নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন
- ০১:১৭ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ এবার নেপালের কৃষিমন্ত্রীর পদত্যাগ, চাপ বাড়ছে প্রধানমন্ত্রীর ওপর
- ১২:৪৭ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের বাড়িতে হামলা-আগুন
- ১২:২৩ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে কারফিউ ভেঙে ফের রাজপথে তরুণরা
- ১০:৫৩ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ প্রাণঘাতী বিক্ষোভের পর সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা তুলে নিলো নেপাল
- ০৯:৪৯ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালে বিক্ষোভ-কারফিউ, কেন ফুঁসে উঠলো তরুণরা?
- ০৯:১১ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী
- ০৯:০০ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ আহতদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের
- ০৭:১৭ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ নেপালের সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি, নিহত বেড়ে ১৯
- ০৬:২২ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ নেপালে নিহতের সংখ্যা বেড়ে ১৬
- ০৫:৩৬ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ নেপালে দ্রুত ছড়াচ্ছে আন্দোলন, আরও কয়েক জেলায় কারফিউ জারি
- ০৪:৩৯ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ রাজধানী ছাড়িয়ে দেশজুড়ে ছড়িয়ে পড়ছে নেপালের জেন জি আন্দোলন
- ০৪:৩২ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ নেপালে জেন জি আন্দোলনে পুলিশের গুলি, মৃতের সংখ্যা বেড়ে ১৪
- ০৪:০৬ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ ছাত্র-জনতার বিক্ষোভে উত্তপ্ত নেপাল, রাজধানীতে সেনা মোতায়েন
- ০৪:০৬ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ নেপালে কেন ছড়িয়ে পড়েছে সরকারবিরোধী বিক্ষোভ
- ০৪:০০ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ নেপালে জেন জি আন্দোলনে নিহত ৮, তীব্র হচ্ছে সংঘাত
- ০৩:৪৭ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ নেপালে ছাত্র-জনতার আন্দোলনে তারকাদের সমর্থন
- ০৩:৩৯ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ নেপালে জেন জি বিক্ষোভে পুলিশের গুলি, নিহতের সংখ্যা বেড়ে ৬
- ০৩:৩২ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ বিক্ষোভে উত্তাল নেপাল, পার্লামেন্টে ঢুকে পড়েছে ছাত্র-জনতা
- ০৩:২৭ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ নেপালের রাজধানীতে কারফিউ জারি
- ০৩:১৭ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ নেপালে ছাত্র-জনতার বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ১
- ০২:৪৮ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫ দুর্নীতি-সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞার বিরুদ্ধে নেপালে বিক্ষোভ
- ০৮:১৯ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৫ নেপালে বন্ধ হচ্ছে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ ২০টিরও বেশি সামাজিকমাধ্যম