ক্যাটরিনার সুন্দর চুলের রহস্য শাশুড়ির হাতে তৈরি তেল!

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। রুপালি পর্দায় এলেই আলাদা দ্যুতি ছড়ান তিনি। তবে সেই দ্যুতি যে শুধু পর্দায় সীমাবদ্ধ নেই। বার্বিডল এই খ্যাত নায়িকা ফ্যাশনজ্ঞানের জন্য বেশ সুপরিচিত।
যেকোনো অনুষ্ঠানে তিনি যেন সব লাইমলাইট কেড়ে নেন তার ফ্যাশনেবল উপস্থিতি দিয়ে। ট্র্যাডিশনাল লুকে কিংবা ওয়েস্টার্ন আউটফিটে—সবকিছুতেই ক্যাটরিনার সৌন্দর্য থাকে স্নিগ্ধ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
৪২ বছর বয়সী ক্যাটরিনার সৌন্দর্যের রহস্য জানতে উদগ্রীব তার অনুরাগীরা। বিশেষ করে নারী ভক্তরা। ৪২ বছর বয়সে তার ত্বক আগের চেয়ে আরও বেশি উজ্জ্বল, ঠিক ২৪ বছর বয়সের মতোই সুন্দর। ক্যাটরিনা কাইফ ২০২৪ সালে দ্য উইকে দেওয়া একটি সাক্ষাৎকারে তার রূপচর্চা রুটিন প্রকাশ করেছিলেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
>> মেকআপকে না
বিজ্ঞাপন
ক্যাটরিনা কাইফ সৌন্দর্য রুটিন সম্পর্কে জানান, কাজের বাহিরে মেকআপ করেন না তিনি। বন্ধুবান্ধবের সঙ্গে বাহিরে গেলে মেকআপ করতে একদমই পছন্দ করেন না। তিনি তার ত্বককে নিঃশ্বাস নিতে দেন। কোথায় ঘুরতে গেলে ময়েশ্চারাইজার,হালকা কনসিলার ব্যবহার করেন। চোখ সাজাতে কাজল বা আই লাইনার এবং ঠোঁটের জন্য বাম ব্যবহার করে সাজ শেষ করেন।ক্যাটরিনা আরও জানান, ২০ বছর বয়সে তিনি তার ত্বকের যত্ন নিতেন ব্র্যান্ড এবং ট্রেন্ডিং কী সেগুলো দেখে। কিন্তু এখন চর্মরোগ বিশেষজ্ঞ অনুমোদিত পণ্য ব্যবহার করেন। হাইপোঅ্যালার্জেনিক ফর্মুলেশনগুলোকে অগ্রাধিকার দেন।
>> গুয়াশা দিয়ে ম্যাসাজ
তার প্রিয় ত্বকের যত্নের আরেকটি প্রিয় উপাদান হলো গুয়াশা। গুয়াশা শব্দের অর্থ হল স্ক্র্যাপি অর্থাৎ চেঁছে তোলা। আকারে হাতের তালুর চেয়েও ছোট, পাতলা, বিশেষ ধরনের একটি পাথর হলো গুয়াশা। চীনারা গুয়াশা দিয়ে মুখে ম্যাসাজ করে থাকেন। এটি নিয়মিত ব্যবহারে ত্বকে রক্ত সঞ্চালন ভাল হয়। ত্বকের টানটান ভাব বজায় থাকে।
বিজ্ঞাপন
যদিও তিনি প্রথমে এর উপকারিতা নিয়ে চিন্তিত ছিলেন না, তবে এখন ক্যাটরিনা এটির একনিষ্ঠ ভক্ত। এছাড়া গুয়াশায় নারকেল তেল ব্যবহার করার পরামর্শ দেন তিনি। এটি ত্বক মসৃণ করে।
>> ক্যাটরিনা কাইফের প্রিয় তেল
ক্যাটরিনা কাইফ তার শাশুড়ির হাতে বানানো তেল চুলে ব্যবহার করেন। এই তেলে পেঁয়াজ, আমলা এবং অ্যাভোকাডোর মতো প্রাকৃতিক উপাদান রয়েছে, যা একটি লোহার পাত্রে একসঙ্গে ২৪ ঘন্টা সিদ্ধ করা হয়। এটি তার চুলের জন্য খুবই উপকারী বলে জানান এ অভিনেত্রী।
এছাড়া ডায়েট নিয়ে অতিমাত্রায় সচেতন ক্যাটরিনা। একটু এদিক থেকে ওদিক হওয়ার উপায় নেই। নিষ্ঠার সঙ্গে সব নিয়ম মেনে চলেন তিনি।
বিজ্ঞাপন
এসএকেওয়াই/এএমপি/এএসএম
আরও পড়ুন
বিজ্ঞাপন