ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

পার্লারে চুল ধুতে গিয়ে হতে পারে স্ট্রোক

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০২:৫৮ পিএম, ১৬ অক্টোবর ২০২৫

সপ্তাহে চুলের বিভিন্ন ট্রিটমেন্টের জন্য কমবেশি সব নারীই নিয়মিত পার্লারে যান। চুল ধোয়া বা ট্রিটমেন্ট করানোর সময় পার্লারে মাথা পেছনে হেলিয়ে বেসিনে রাখেন। চুল ধোয়ার সময়ে এটি বেশ স্বাভাবিক অভ্যাস। কিন্তু এই সাধারণ ভঙ্গিই কোনো কোনো ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে।

সম্প্রতি আমেরিকান জার্নাল অব ইমারজেন্সি মেডিসিনে প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী, যারা নিয়মিত পার্লারে গিয়ে চুলে শ্যাম্পু বা স্পা করেন, তাদের স্ট্রোকে আক্রান্ত হওয়া ঝুঁকি সবচেয়ে বেশি।

চিকিৎসাবিজ্ঞানে একে ‘বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম’ বলে থাকে। একটি বিরল হলেও মারাত্মক সমস্যা, যা মস্তিষ্কে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত করতে পারে। এই রোগে আক্রান্তদের মধ্যে ৮০ শতাংশই হলেন নারী।

কেন এই রোগ হয়?
বিশেষজ্ঞদের মতে, চুল ধোয়ার সময় যদি দীর্ঘক্ষণ ঘাড় পেছনের দিকে অতিরিক্ত বাঁকা অবস্থায় থাকে, তাহলে ভার্টিব্রাল আর্টারি নামের রক্তনালিতে চাপ পড়ে। এই ধমনীগুলো মস্তিষ্কে রক্ত সরবরাহ করে। যখন সেগুলোতে টান লাগে বা ক্ষত সৃষ্টি হয়, তখন রক্তপ্রবাহ ব্যাহত হয়ে স্ট্রোক বা সেরিব্রাল ইসকেমিয়া হতে পারে।

প্রথম এ রোগটি নিয়ে বিস্তারিত গবেষণা করেন ক্যালিফোর্নিয়ার এক নিউরোলজিস্ট ড. মাইকেল রোস, তিনি ১৯৯৩ সালে প্রথম কয়েকজন নারী রোগীর মধ্যে একই ধরনের উপসর্গ দেখতে পান-যাদের চুল ধোয়ার পর মাথা ঘোরা, চোখ ঝাপসা দেখা, ভারসাম্য হারানো, এমনকি অজ্ঞান হয়ে যাওয়া মতো ঘটনা ঘটেছিল।

এই রোগের লক্ষণগুলো কী কী
এই রোগের প্রধান লক্ষণগুলো হলো-
১. হঠাৎ মাথা ঘোরা বা ভারসাম্য হারানো
২. চোখে ঝাপসা দেখা বা দ্বৈত ছবি দেখা
৩. কথা জড়িয়ে আসা
৪. শরীরের একপাশ অবশ হয়ে যাওয়া
৫. মাথা ব্যথা ও বমি বমি ভাব হওয়া

কারা বেশি ঝুঁকিতে
যাদের হাইপারটেনশন, ডায়াবেটিস, কোলেস্টেরল বেশি বা গলায় রক্তনালির সমস্যা রয়েছে, তারা বেশি ঝুঁকিতে থাকেন। যদিও এটি বিরল রোগ, তবে ৫০ বছরের বেশি বয়সী নারী এবং যাদের ঘাড়ের মেরুদণ্ডে আর্থ্রাইটিস তারাও ঝুঁকিতে থাকেন।

পার্লারে গিয়ে যা করবেন

১. বিউটি পার্লারে চুল ধোয়ার সময় মাথা বেসিনের অতিরিক্ত পেছনে নিয়ে যাবেন না।
২. বেসিনে ঘাড় রাখলে তার নিচে তোয়ালে বা কুশন ব্যবহার করুন।
৩. যদি মাথা ঘুরে বা অসাড় লাগতে শুরু করে, সঙ্গে সঙ্গে উঠে বসুন এবং বিশ্রাম নিন।
৪. প্রয়োজন মনে হলে দ্রুত নিউরোলজিস্টের পরামর্শ নিন।

শুধু মাথা ধোয়ার সময় নয়, ঘাড় বা মাথার ত্বকে মালিশ করার সময়েও বাড়তি সতর্কতা নিতে হবে। ঘাড় ও মাথার সংযোগস্থলে অতর্কিতে চাপ পড়লে অনেক সময়ে কট করে আওয়াজ হয়। আবার নমনীয়তা বাড়িয়ে তোলার জন্য অনেক সময়ে বলপূর্বক ঘাড় ঘোরানো হয়। সেই সময় সংবেদনশীল রক্তবাহিকাগুলোতে চাপ পড়েও এমন দুর্ঘটনা ঘটতে পারে।

সৌন্দর্যচর্চার পাশাপাশি নিজের নিরাপত্তা সম্পর্কেও সতর্ক থাকা জরুরি। কারণ, সৌন্দর্য বাড়াতে গিয়ে নিজের জীবনের ঝুঁকি বাড়ানো বুদ্ধিমানের কাজ নয়। তাই নিরাপদ থাকতে হলে সচেতন হতে হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, পিপলস ম্যাগাজিন

আরও পড়ুন
ফ্যাটি লিভার সম্পর্কে যা জানা জরুরি
পাঁচ ভুল অভ্যাসে বাড়ছে আপনার পিঠের ব্যথা

এসএকেওয়াই/এএমপি/জেআইএম

আরও পড়ুন