ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

ত্বকের রং অনুযায়ী ফাউন্ডেশন বেছে নেবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৫

সাজগোজে ফাউন্ডেশন ছাড়া মসৃণ, দাগহীন এবং দীর্ঘস্থায়ী মেকআপের কথা ভাবাই যায় না। সে কারণে, সঠিক ফাউন্ডেশন বেছে নেওয়া খুব জরুরি। গায়ের রঙের সঙ্গে মিলিয়ে সঠিক ফাউন্ডেশন বেছে নেওয়া মোটেও সহজ কাজ নয়।

অনলাইনে ফাউন্ডেশন কেনার ব্যবস্থা থাকলেও, অনেক সময় শুধু মোবাইলের পর্দায় দেখে বোঝা যায় না, তা ত্বকের পক্ষে উপযুক্ত কি না। আবার ভুল শেড নির্বাচন করলে মুখ অতিরিক্ত সাদা মনে হতে পারে। আবার কালচেও লাগতে পারে। তাই ফাউন্ডেশন কেনার সময় দোকানে গিয়ে পরীক্ষা করা সবচেয়ে ভালো।

১. জ-লাইনে ব্যবহার করুন
সঠিক ফাউন্ডেশন বেছে নেওয়ার জন্য প্রথমে নিজের ত্বকের ধরন জানা জরুরি। যে রংটি ত্বকের সঙ্গে সবচেয়ে ভালো মিশে যায়, সেটিই বেছে নিন। ফাউন্ডেশন বাছাই করার জন্য হাতের কবজি নয়, জ-লাইন ব্যবহার করুন। প্রথমে যে ফাউন্ডেশনটি ব্যবহার করতে চান, সেটি আঙুলের সাহায্যে জ-লাইনে লাগান এবং ভালোভাবে ত্বকের সঙ্গে মিশিয়ে নিন। এরপর কিছুক্ষণ অপেক্ষা করুন, যাতে ফাউন্ডেশন ত্বকের স্বাভাবিক তেলের সঙ্গে মেশে এবং আসল রংটি স্পষ্টভাবে বোঝা যায়।

২. ত্বকের ধরন অনুযায়ী 
ত্বকের ধরন অনুযায়ী ফাউন্ডেশন বাছাই করা গুরুত্বপূর্ণ। তৈলাক্ত ত্বকের জন্য লিকুইড ফাউন্ডেশন, শুষ্ক ত্বকের জন্য ক্রিম ফাউন্ডেশন, আর মিশ্র ত্বকের জন্য সেমি-ম্যাট ফাউন্ডেশন সবচেয়ে উপযুক্ত। ফাউন্ডেশন লাগানোর পর তা ত্বকের স্বাভাবিক তেলের সঙ্গে মেশে এবং অক্সিডাইজড হয়ে রং সামান্য গাঢ় হতে পারে, তাই ঠিক শেড বোঝার জন্য কিছুক্ষণ অপেক্ষা করা ভালো।

sike

৩.আলোর ব্যবহার করে 
ত্বকের সঙ্গে ফাউন্ডেশনের কতটা মিলছে তা বোঝার জন্য আলোর ব্যবহার জরুরি। অনেক সময় মার্কেটের হালকা বা উজ্জ্বল কৃত্রিম আলো ব্যবহার করা হয়, যা ফাউন্ডেশনের আসল রং ঠিকভাবে দেখাতে পারে না। এর কারণে বাড়ি ফিরে ফাউন্ডেশন ব্যবহার করলে মনে হতে পারে রঙটি ঠিক নেই। তাই ফাউন্ডেশন বাছাই করার সময় দোকানের কৃত্রিম আলোর পাশাপাশি বাইরের প্রাকৃতিক আলোতেও পরীক্ষা করে দেখুন, যাতে নিশ্চিত হওয়া যায় রংটি আপনার ত্বকের সঙ্গে পুরোপুরি মানানসই।

৪.সঠিক তুলি বা ব্লেন্ডারের ব্যবহার
সঠিক ফাউন্ডেশন ব্যবহারের জন্য তুলি বা ব্লেন্ডার ব্যবহার করা জরুরি। যদি হালকা কভারেজ চান, তাহলে আঙুল ব্যবহার করে মুখে ফাউন্ডেশন মেখে নিন। তবে যদি ফাউন্ডেশনের স্তর একটু ঘন বা মোটা চাই, তাহলে ব্লেন্ডার বা তুলির সাহায্যে তা ত্বকের সঙ্গে মিলিয়ে নিন।

সঠিক ফাউন্ডেশন বাছাইয়ের পাশাপাশি এটি মুখে সঠিকভাবে প্রয়োগ করাও গুরুত্বপূর্ণ, কারণ ত্বকের সঙ্গে ভালোভাবে না মিশলে ফাউন্ডেশন চোখে সুন্দর দেখাবে না।

সারাদিন মেকআপ ধরে রাখতে চাইলে দীর্ঘস্থায়ী ও ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন বেছে নিন। এতে আপনার লুক পুরো দিন ধরে সুন্দর থাকবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া কসমেডিকা স্কিন কেয়ার

আরও পড়ুন:
খেজুরের ব্যবহারে ত্বকের অনেক সমস্যা দূর হবে 
শীতের শুষ্কতায় ত্বকের সেরা সঙ্গী গ্লিসারিন নাকি জেলি? 

এসএকেওয়াই/

আরও পড়ুন