ভিডিও ENG
  1. Home/
  2. লাইফস্টাইল

চোখের আলো থেকে ত্বকের জেল্লা সবই মিলবে গাজরে

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১১:৪৩ এএম, ০৫ জানুয়ারি ২০২৬

স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য দামি সাপ্লিমেন্ট বা জটিল খাদ্যতালিকার দরকার নেই, প্রকৃতিই দিয়েছে সহজ ও কার্যকর সমাধান। আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকা সাধারণ এক সবজি গাজরই হতে পারে দেহের সার্বিক সুস্থতার শক্তিশালী উৎস। চোখের দৃষ্টিশক্তি রক্ষা থেকে শুরু করে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখা, এমনকি লিভার ও হৃদযন্ত্রের যত্নেও গাজরের ভূমিকা গুরুত্বপূর্ণ।

ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রাকৃতিক পুষ্টিগুণে ভরপুর এই সবজি নিয়মিত খেলে শরীরের ভেতর থেকে শুরু হয় সুস্থতার পরিবর্তন। সহজলভ্য, সুস্বাদু এবং পুষ্টিতে সমৃদ্ধ গাজর কেন দৈনন্দিন খাদ্যতালিকায় অপরিহার্য তা জানতেই এই আয়োজন।

চোখের আলো থেকে ত্বকের জেল্লা সবই মিলবে গাজরে

চোখের দৃষ্টিশক্তি রক্ষায় সহায়ক

গাজরে থাকা বিটা-ক্যারোটিন শরীরে গিয়ে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়, যা চোখের রেটিনার স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। রাতকানা প্রতিরোধ, চোখ শুষ্ক হয়ে যাওয়া কমানো এবং বয়সজনিত দৃষ্টিশক্তি হ্রাসের ঝুঁকি কমাতে গাজর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

লিভারকে বিষাক্ত উপাদান থেকে সুরক্ষা

লিভার দেহের প্রধান ডিটক্স অঙ্গ। গাজরের অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন এ লিভারের কোষকে ক্ষতিকর টক্সিন ও রাসায়নিকের প্রভাব থেকে রক্ষা করে। পাশাপাশি লিভারের স্বাভাবিক পরিশোধন প্রক্রিয়াকে আরও কার্যকর করে তোলে।

চোখের আলো থেকে ত্বকের জেল্লা সবই মিলবে গাজরে

রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকর

গাজরে থাকা ফাইটো-কেমিক্যাল ও পলিআ্যাসিটিলিন যৌগ শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে। কিছু গবেষণায় দেখা গেছে, এই উপাদানগুলো অস্বাভাবিক কোষ বৃদ্ধিকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে, যা দীর্ঘমেয়াদে বিভিন্ন জটিল রোগের ঝুঁকি কমাতে পারে।

হৃদয় ও রক্তনালির সুরক্ষা

হৃদরোগ বা উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে গাজর উপকারী। এতে থাকা দ্রবণীয় ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, ফলে হৃদপিণ্ড ও রক্তনালির কার্যকারিতা উন্নত হয়।

চোখের আলো থেকে ত্বকের জেল্লা সবই মিলবে গাজরে

দাঁত ও মাড়ির যত্নে সহায়ক

কাঁচা গাজর চিবিয়ে খেলে দাঁতের উপর জমে থাকা ময়লা দূর হয় এবং লালারস নিঃসরণ বাড়ে, যা ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমাতে সাহায্য করে। এতে মাড়ি সুস্থ থাকে এবং মুখের সামগ্রিক স্বাস্থ্য ভালো থাকে।

ত্বকের উজ্জ্বলতা ও সুরক্ষা

ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় গাজর ত্বকের কোষ পুনর্গঠনে সহায়তা করে। সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির প্রভাব কমাতে এবং ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা বজায় রাখতে গাজর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

চোখের আলো থেকে ত্বকের জেল্লা সবই মিলবে গাজরে

সর্বোপরি প্রতিদিনের খাবারে গাজর অন্তর্ভুক্ত করলে চোখ, লিভার, হৃদয়, ত্বক ও রোগপ্রতিরোধ ক্ষমতা; সবকিছুর ওপরই ইতিবাচক প্রভাব পড়ে। সহজলভ্য এই সবজিটি তাই সুস্থ জীবনের জন্য এক অনন্য পুষ্টির উৎস।

তথ্যসূত্র: ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউট্রিশন

জেএস/

আরও পড়ুন