ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও লবণ দেওয়ার পদ্ধতি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১১:৩৫ এএম, ০৭ জুন ২০২৫

এবার রাজধানী ঢাকায় গরু ও বড় পশুর লবণযুক্ত চামড়ার সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৫০ টাকা। ঢাকার বাইরে এই দাম ১ হাজার ১৫০ টাকা। চামড়ার আকার বড় হলে দামও বাড়বে। তবে এসব দামের আওতায় কেবল লবণযুক্ত চামড়া পড়বে।

কাঁচা চামড়ার জন্য কোনো নির্ধারিত মূল্য নেই, ফলে দর-কষাকষি করেই তা বিক্রি হয়। কোরবানির পশুর চামড়া থেকে বছরের চাহিদার অর্ধেক চামড়া আসে বলে জানা গেছে।

প্রতিবছর কোরবানির মৌসুমে চামড়া বিক্রি নিয়ে বিড়ম্বনায় পড়েন অনেক মানুষ। সঠিক পদ্ধতিতে সংরক্ষণ না করায় চামড়া নষ্ট হয়ে যায় আর দাম পড়ে যায় পানির মতো। এমনকি চামড়া ফেলে দেওয়ার ঘটনাও ঘটে। তবে একটু সতর্ক হলে এবং কিছু নিয়ম মেনে চললে চামড়ার ন্যায্য দাম পাওয়া সম্ভব। কোরবানির ঈদে চামড়ার ন্যায্য দাম পেতে সংরক্ষণে কিছু নিয়ম মেনে চলা জরুরি।

চামড়া ছাড়ানোর সময়ই শুরু প্রস্তুতি

চামড়া সংরক্ষণের প্রথম ধাপ হচ্ছে পশুর গা থেকে সঠিকভাবে চামড়া ছাড়ানো। অতিরিক্ত মাংসসহ চামড়া ছাড়ালে কিংবা অসাবধানতাবশত কেটে ফেললে তার দাম কমে যায়। বিশেষজ্ঞদের পরামর্শ, চামড়া ছাড়ানোর পর ৮-১০ ঘণ্টার মধ্যে লবণ দেওয়া জরুরি। এতে করে চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা থাকে না এবং কিছুদিন সংরক্ষণ করে ভালো দাম পাওয়া সম্ভব হয়।

চামড়ায় লবণ দেওয়া কঠিন কোনো কাজ নয়। গাছতলা, গ্যারেজ কিংবা প্যান্ডেলের মতো ছায়াযুক্ত স্থানে লবণ দিলে ভালো ফল মেলে। অতিরিক্ত গরম বা বৃষ্টির মধ্যে চামড়ায় লবণ দেওয়া ঠিক নয়।

কি পরিমাণ লবণ দিতে হবে

রাজধানীর পোস্তা এলাকার চামড়া ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, বড় (৩৫–৫০ বর্গফুট) চামড়ায় লাগে ৮–৯ কেজি লবণ। আরও বড় (৫৫–৬০ বর্গফুট) চামড়ায় ১০ কেজি। মাঝারি আকৃতির (২০–২৫ বর্গফুট) চামড়ায় ৫–৬ কেজি, ছোট (১৫–১৬ বর্গফুট) চামড়ায় ৩–৪ কেজি। আর এক কেজি লবণ দিয়ে সংরক্ষণ করা যায় দুটি ছাগল বা খাসির চামড়া। চামড়ায় মোটা দানার লবণ ব্যবহার করা হয়। এবার প্রতি কেজি লবণের দাম ১৮ টাকা। অর্থাৎ, বড় একটি গরুর চামড়া সংরক্ষণে লবণের খরচ পড়বে প্রায় ১৪৫-১৬২ টাকা।

নির্ধারিত দামে বিক্রি সম্ভব

লবণযুক্ত চামড়া হলে সহজেই সরকার নির্ধারিত দামে তা বিক্রি করা যাবে। উদাহরণস্বরূপ, মাঝারি আকারের (২০ বর্গফুট) গরুর চামড়া ঢাকায় বিক্রি করা যাবে ১ হাজার ২০০ টাকায়, আর ঢাকার বাইরে ১ হাজার টাকায়। কাঁচা অবস্থায় বিক্রি করলে এই দাম আরও কয়েকশ টাকা কমে যায়।

চামড়ায় লবণ দেওয়ার পর পরিবহন খরচ ও শ্রমিক মজুরি মিলিয়ে একেকটি চামড়ায় ব্যবসায়ীদের খরচ হয় প্রায় ২৯০-৩২০ টাকা। তাই তারা কাঁচা চামড়া কিনে নিয়ে অনুমান করে দর ঠিক করে।

লবণ দেওয়া সম্ভব না হলে

সবাই চামড়ায় লবণ দিতে পারবেন না। তাদের উচিত হবে চামড়া কাটার সঙ্গে সঙ্গে কাছাকাছি আড়তে কাঁচা চামড়া বিক্রি করে দেওয়া।

রাজধানীতে পোস্তা ছাড়াও ধানমন্ডি, মোহাম্মদপুর, সায়েন্স ল্যাব, মিরপুর, গুলশান, সাভার, কেরানীগঞ্জসহ অনেক এলাকায় চামড়ার আড়ত বসে। চামড়ায় ক্ষত না রেখে সঠিকভাবে ছাড়ানো হলে কাঁচা চামড়ারও ভালো দাম পাওয়া যাবে।

পরিবহনের নিয়ম

চামড়া নষ্ট হওয়া রোধে কিছু সরকারি বিধিনিষেধও রয়েছে। ঈদের ১০ দিন পর ঢাকার বাইরে থেকে চামড়া রাজধানীতে আনা যাবে। এর আগে বাইরে থেকে চামড়া ঢাকায় প্রবেশ করা নিষেধ।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের তথ্যমতে, গত বছর ঈদের প্রথম দুই দিনে সংরক্ষণের অভাবে সারা দেশে প্রায় ৫ লাখ কাঁচা চামড়া নষ্ট হয়। এর মধ্যে বেশিরভাগই ছিল খাসি ও বকরির চামড়া।

এফএইচ/এসএনআর/এমএস

টাইমলাইন

  1. ০৯:১৯ পিএম, ০৮ জুন ২০২৫ গত বছরগুলোর তুলনায় এবার চামড়ার দাম বেশি: বাণিজ্য উপদেষ্টা
  2. ০৯:৩৮ পিএম, ০৭ জুন ২০২৫ মাঠ পর্যায়ে দাম নেই চামড়ার
  3. ০৯:১৩ পিএম, ০৭ জুন ২০২৫ পোস্তায় কাঁচা চামড়ার সরবরাহ কম, দামে হতাশ মৌসুমি ব্যবসায়ীরা
  4. ০৭:৩৩ পিএম, ০৭ জুন ২০২৫ ক্রেতারা বলছেন চামড়ার ‘ভালো’ দাম দিচ্ছেন, অখুশি বিক্রেতারা
  5. ০১:৪০ পিএম, ০৭ জুন ২০২৫ কোরবানির মাংস দ্রুত বরফ করতে ফ্রিজের তাপমাত্রা কত রাখবেন
  6. ০১:২৭ পিএম, ০৭ জুন ২০২৫ শাকিবের ‘তাণ্ডব’ হল সংখ্যায় এগিয়ে, অন্য সিনেমার অবস্থা কেমন
  7. ০১:১৪ পিএম, ০৭ জুন ২০২৫ কিশোরগঞ্জে মৌসুমি কসাইয়ের হাট
  8. ০১:০৭ পিএম, ০৭ জুন ২০২৫ বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত
  9. ০১:০০ পিএম, ০৭ জুন ২০২৫ বেশি মাংস খেয়ে ফেলার অস্বস্তি কাটাবেন যেভাবে
  10. ১২:৫০ পিএম, ০৭ জুন ২০২৫ জাতি যেনতেন নির্বাচন চায় না: ডা. শফিকুর রহমান
  11. ১২:৪৩ পিএম, ০৭ জুন ২০২৫ ঈদের দিন ঢাকায় স্বস্তির বৃষ্টি
  12. ১২:৩৯ পিএম, ০৭ জুন ২০২৫ কোরবানি হোক শুদ্ধ
  13. ১২:২২ পিএম, ০৭ জুন ২০২৫ কোরবানির চামড়া সংক্রান্ত বিধি-বিধান
  14. ১২:০৯ পিএম, ০৭ জুন ২০২৫ স্মৃতির ঘ্রাণে বিএনপি নেতাদের ছোটবেলার ঈদ
  15. ১১:৫৬ এএম, ০৭ জুন ২০২৫ চেনা ঢাকা অচেনা রূপে
  16. ১১:৫১ এএম, ০৭ জুন ২০২৫ কম মসলায় গরুর মাংস রাঁধবেন যেভাবে
  17. ১১:৪৭ এএম, ০৭ জুন ২০২৫ বরিশালে পাঁচ শতাধিক মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত
  18. ১১:৩৫ এএম, ০৭ জুন ২০২৫ কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও লবণ দেওয়ার পদ্ধতি
  19. ১১:৩০ এএম, ০৭ জুন ২০২৫ দেশে দেশে ঈদুল আজহা পালনের যত মিল-অমিল
  20. ১১:১৮ এএম, ০৭ জুন ২০২৫ ঈদুল আজহার পয়গাম
  21. ১১:০০ এএম, ০৭ জুন ২০২৫ সুনসান ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
  22. ১০:৩৮ এএম, ০৭ জুন ২০২৫ কারাগারে ঈদ উদযাপনে গরু ও খাসি কোরবানি
  23. ১০:২০ এএম, ০৭ জুন ২০২৫ শোলাকিয়ায় ঈদ জামাতে মুসল্লির ঢল
  24. ১০:১১ এএম, ০৭ জুন ২০২৫ সাদা পোশাক থেকে কোরবানির পশুর রক্তের দাগ তোলার ৫ উপায়
  25. ১০:০৬ এএম, ০৭ জুন ২০২৫ মেট্রোরেল আজ চলবে না
  26. ০৯:৫৪ এএম, ০৭ জুন ২০২৫ লাখো মুসল্লির অংশগ্রহণে গোর-এ শহীদ ময়দানে ঈদের জামাত
  27. ০৯:৪৮ এএম, ০৭ জুন ২০২৫ দেশের মঙ্গলে সবার দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা
  28. ০৯:৪৫ এএম, ০৭ জুন ২০২৫ কোরবানির পশু জবাইয়ের সঠিক পদ্ধতি
  29. ০৯:১৯ এএম, ০৭ জুন ২০২৫ ঈদ-উল-আজহার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ
  30. ০৮:৪৮ এএম, ০৭ জুন ২০২৫ ঈদুল আজহার গুরুত্ব ও আমল
  31. ০৮:৪৪ এএম, ০৭ জুন ২০২৫ টিভি চ্যানেলে ঈদের যেসব বিশেষ অনুষ্ঠান রয়েছে আজ
  32. ০৮:৪০ এএম, ০৭ জুন ২০২৫ ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা উদযাপন
  33. ০৮:৩৩ এএম, ০৭ জুন ২০২৫ রাজধানীতে পশু কোরবানি চলছে
  34. ০৮:২৯ এএম, ০৭ জুন ২০২৫ যমুনা সেতু দিয়ে ছয়দিনে সোয়া ১৯ কোটি টাকা টোল আদায়
  35. ০৮:২৩ এএম, ০৭ জুন ২০২৫ আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি
  36. ০৮:১৯ এএম, ০৭ জুন ২০২৫ বিশেষ মোনাজাতে দেশ-জাতির শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা কামনা
  37. ০৮:১৩ এএম, ০৭ জুন ২০২৫ ঈদুল আজহা: আত্মত্যাগের এক সুমহান শিক্ষা
  38. ০৮:০৮ এএম, ০৭ জুন ২০২৫ ঈদের সকালে ঝটপট বানাতে পারেন আরবের ডেজার্ট ‘কাতায়েফ’
  39. ০৮:০১ এএম, ০৭ জুন ২০২৫ ঈদুল আজহা: ত্যাগের উজ্জ্বল মহিমা
  40. ০৭:৫৭ এএম, ০৭ জুন ২০২৫ রাইহান উদ্দিনের কবিতা: কোরবানি
  41. ০৭:৫৪ এএম, ০৭ জুন ২০২৫ জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত
  42. ০৭:৪৭ এএম, ০৭ জুন ২০২৫ জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত শুরু
  43. ০৭:৪৫ এএম, ০৭ জুন ২০২৫ মিরপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
  44. ০৭:৩৬ এএম, ০৭ জুন ২০২৫ ঢাকায় কখন কোথায় ঈদ জামাত
  45. ০৭:২৭ এএম, ০৭ জুন ২০২৫ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
  46. ০৫:২২ এএম, ০৭ জুন ২০২৫ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধান উপদেষ্টার বাণী