কেমিক্যাল গোডাউনে আগুন
ধোঁয়ায় ঢাকা রূপনগর, নিরাপত্তাহীন শহরের প্রতিচ্ছবি
কেমিক্যাল গোডাউনে অগ্নিকান্ডের পরের অবস্থা, ছবি-মাহবুব আলম
মিরপুরের রূপনগর এলাকায় সকালটা শুরু হয়েছিল সাধারণ দিনের মতোই। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ধোঁয়ায় ঢাকা পড়ে যায় পুরো আকাশ। রূপনগরের কেমিক্যাল গোডাউন থেকে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়তে শুরু করে চারদিকে। মুহূর্তেই বাতাস ভারি হয়ে ওঠে, ছড়িয়ে পড়ে তীব্র রাসায়নিক গন্ধ। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিসের একের পর এক ইউনিট। তবে এই আগুন অন্যসব আগুনের মতো নয়। কারণ এখানে জ্বলছে কেমিক্যাল-যার ধোঁয়ায় লুকিয়ে আছে ভয়ানক বিষ। তাই আগুন নিয়ন্ত্রণে নামার আগে ফায়ার সার্ভিসের সদস্যদের পড়তে হয় বিশেষ কেমিক্যাল ফায়ার স্যুট। সেই স্যুট পরে, ঝুঁকির মাঝেই চারজন ফায়ার ফাইটার সাহসের সঙ্গে ঢুকে পড়েন আগুনের উৎসস্থলে। চারদিক ধোঁয়ায় অন্ধকার, বাতাসে শ্বাস নেওয়াই কঠিন-তবু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুন নেভানোর।

কেমিক্যাল পোড়ার গন্ধ চারপাশে ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে থাকা সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরে থাকতে হচ্ছে। ফায়ার সার্ভিস সদস্যরা বারবার অনুরোধ করছেন, ‘দয়া করে দূরে থাকুন, বাতাসে বিষাক্ত রাসায়নিক আছে।’

তবুও রাস্তার পাশে ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষ। কেউ মোবাইল হাতে ভিডিও তুলছেন, কেউ লাইভ দিচ্ছেন, কেউ আবার কৌতূহল মেটাতে ধোঁয়ার ভেতর তাকিয়ে দেখার চেষ্টা করছেন।

কেমিক্যালের আগুন কতটা বিপজ্জনক, সেটা অনেকেই বোঝেন না। এই আগুনে শুধু আগুনের তাপ নয়, ধোঁয়ার প্রতিটি কণায় থাকে ক্ষতিকর গ্যাস-যা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে ঢুকে দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি তৈরি করতে পারে।

আগুন নেভানোর কাজটা ছিল একেবারে সময়ের সঙ্গে যুদ্ধের মতো। কেমিক্যাল আগুনের ক্ষেত্রে সাধারণ পানি ব্যবহার করা যায় না; এতে আগুন আরও ছড়িয়ে পড়তে পারে। তাই ফায়ার সার্ভিসকে ব্যবহার করতে হয় বিশেষ ফোম ও রাসায়নিক পদার্থ। প্রতিটি পদক্ষেপ নিতে হয় সাবধানতার সঙ্গে, কারণ সামান্য ভুলও হতে পারে প্রাণঘাতী।

১৪ অক্টোবর রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাককারখানা ও কসমিক ফার্মা নামের এক কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। সবার মরদেহ পোশাককারখানার ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে উদ্ধার করা হয়েছে। ওই ভবনের নিচতলায় আগুনের তীব্রতা থাকায় এবং ছাদে ওঠার দরজা দুটি তালা দিয়ে বন্ধ থাকায় অনেকেই ভবন থেকে বের হতে পারেননি। ফলে ওই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আটকে আগুনে পুড়ে নিহত হয়েছেন তারা। সেদিন রাতে অগ্নিনিয়ন্ত্রণ ও উদ্ধার বিষয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এসব তথ্য জানান।

আগুন লাগার পর মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। অনেক বাসিন্দা ঘর থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ান। কেউ জানে না আগুন ছড়িয়ে পড়বে কিনা, কেউ চিন্তায় আছে বিষাক্ত ধোঁয়ার প্রভাবে।

রূপনগরের এই আগুন আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল-শহরের ভেতরে কেমিক্যাল গোডাউন কত বড় বিপদ হয়ে আছে। অগণিত এমন গোডাউন রয়েছে মিরপুর, চকবাজার, নারায়ণগঞ্জ বা পুরান ঢাকায়-যেগুলোর অধিকাংশই আবাসিক ভবনের নিচে বা গলির ভেতরে। কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই, নেই যথাযথ অনুমতিও।

প্রতিবার আগুন লাগার পরই তদন্ত, আশ্বাস আর পরের দিনের নীরবতা-এই চক্র কখনোই ভাঙে না। অথচ প্রতিটি গোডাউন যেন একটি ‘টাইম বোমা’, যা যেকোনো সময় বিস্ফোরিত হতে পারে।

ঘণ্টার পর ঘণ্টা চেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু বাতাসে এখনো ভাসছে পোড়া কেমিক্যালের গন্ধ। ফায়ার সার্ভিসের সদস্যরা ক্লান্ত, কিন্তু স্বস্তির নিশ্বাস ফেলতে পারেননি পুরোপুরি। কারণ তারা জানেন-আগুন নিভেছে, কিন্তু এর কারণ, এর পুনরাবৃত্তি ঠেকানোর ব্যবস্থা এখনো নিশ্চিত নয়। রূপনগরের এই আগুন আবারও মনে করিয়ে দিল-কেমিক্যালের আগুন নিভে যায়, কিন্তু অবহেলার আগুন কখনোই নিভে না।
জেএস
টাইমলাইন
- ০৫:৫০ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে কেমিক্যাল করপোরেশনের টিম
- ০৫:০৫ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের কমিটি
- ১০:০০ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ সুষ্ঠু তদন্ত, বিচার ও ক্ষতিগ্রস্তদের সহায়তার দাবি ব্লাস্টের
- ০৭:৫০ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ ১৬ মরদেহের মধ্যে ৬টির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে
- ০৬:১২ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ কেমিক্যাল গোডাউনে উদ্ধার অভিযান শুরু করতে লাগতে পারে ২৪-৭২ ঘণ্টা
- ০৫:১২ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ মিরপুরের অগ্নিকাণ্ড কাঠামোগত ও গাফিলতিজনিত হত্যাকাণ্ড: আইপিডি
- ০৪:২২ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ এখনো নির্বাপণ হয়নি আগুন, ভেতরে কুণ্ডলীর মতো বিষাক্ত ধোঁয়া
- ০৪:০৭ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ ‘আদরের ভাইটা এভাবে শুয়ে থাকবে কল্পনাও করতে পারিনি’
- ০৪:০১ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ জামাতার মরদেহ শনাক্ত করলেও পাচ্ছেন না মেয়ের সন্ধান
- ০৩:৫৯ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ নিহতের পরিবারকে ২ লাখ, আহতদের ৫০ হাজার টাকা সহায়তা
- ০৩:২৪ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ কেমিক্যালের ধোঁয়ায় বিষাক্ত গ্যাস তৈরি হয়ে বাতাসের সঙ্গে মিশে গেছে
- ০৩:০৭ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ কেমিক্যাল গোডাউনের বিষয়ে সরকারের শক্তিশালী পলিসি থাকতে হবে
- ০২:৪১ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ রূপনগরের আগুনে হারিয়ে যাওয়া জীবনের খোঁজে স্বজনরা
- ০২:২৪ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ মিরপুরে অগ্নিকাণ্ড: ১০ জনের মরদেহ শনাক্তের দাবি স্বজনদের
- ০২:১৫ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ মিরপুরে অগ্নিকাণ্ড: মরদেহ নিতে ঢাকা মেডিকেলে স্বজনদের ভিড়
- ১২:৩৫ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ ধোঁয়ায় ঢাকা রূপনগর, নিরাপত্তাহীন শহরের প্রতিচ্ছবি
- ১১:৪০ এএম, ১৫ অক্টোবর ২০২৫ ‘দুই তলায় থাকলে আমিও মারা যাওয়া ১৬ জনের মধ্যেই থাকতাম’
- ১১:২৭ এএম, ১৫ অক্টোবর ২০২৫ মিরপুরে অগ্নিকাণ্ড: এখনো উড়ছে ধোঁয়া, ভিড় শ্রমিকদের
- ১১:২৩ এএম, ১৫ অক্টোবর ২০২৫ কেমিক্যাল ফায়ার স্যুট পরে গোডাউনের ভেতরে ঢুকছে ফায়ার ফাইটাররা
- ০২:৫৬ এএম, ১৫ অক্টোবর ২০২৫ মিরপুরে অগ্নিকাণ্ডের এলাকা পরিদর্শনে জামায়াত আমির
- ০২:১৯ এএম, ১৫ অক্টোবর ২০২৫ ঘটনার যথাযথ তদন্ত ও হতাহত শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ দাবি
- ১২:৫০ এএম, ১৫ অক্টোবর ২০২৫ বুয়েট প্রতিনিধিদলের ঘটনাস্থল পরিদর্শনের পর পরবর্তী সিদ্ধান্ত
- ১১:৫২ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ তারেক রহমানের শোক প্রকাশ, চান দায়ীদের জবাবদিহি
- ১১:০২ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ ১৬ মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে, শনাক্তে লাগবে ডিএনএ পরীক্ষা
- ১০:৪১ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ এখনো জ্বলছে আগুন, উড়ছে ধোঁয়া
- ১০:০৪ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ এক আগুনেই গেলো ১৬ প্রাণ, কবে টনক নড়বে কর্তৃপক্ষের?
- ১০:০০ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ কাটিং মাস্টার নাজমুলের মুখে অগ্নিকাণ্ডের বর্ণনা
- ০৯:৩৭ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ আগুন আগুন বলার পর থেকে খুঁজে পাচ্ছি না
- ০৯:২৪ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ মিরপুরে আগুনে হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
- ০৯:০৯ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ নিচতলায় তীব্র আগুন-ছাদের গেটে তালা, ভবনে আটকে মারা যান ১৬ শ্রমিক
- ০৭:১৮ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ মিরপুরে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৬
- ০৭:০২ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
- ০৫:২৮ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ এখনো নিখোঁজ অনেকে, স্বজনদের আহাজারি
- ০৪:১৪ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ মিরপুরে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত ৯
- ০৩:৫০ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি মিরপুরে কেমিক্যাল গোডাউনের আগুন
- ১২:৩৭ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট